নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Epshi007

ঈপ্সিতা চৌধুরী

I wanna know the wonders around me

ঈপ্সিতা চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

ভালোবাসা তো এমন-ই হতে হয় রে পাগল.........।। !

৩১ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৮:৫৬

শোন ফকিরটা,
আমার ভালোবাসা হল- আইস্ক্রিমের মত ...
কামড়াকামড়ি করে আর নাকে ঘষাঘষি করে খাওয়ার পরও
যেখানে একটা শীতল স্পর্শ থেকে যায়...
আহ্‌ ঠান্ডা ঠান্ডা অনুভূতি ... যার রেশ থাকে বহুক্ষন...।। !
( কিন্তু বরাবরের মত তুই ভাঁওতাবাজি করেছিস, আইসক্রিমের টাকা এখনো পাঠাস নাই! ব্যাপার না ! জানি তো তুই এমন-ই! ) !
আবার ঠিক এই মুহূর্তে তোর হাতে থাকা ঐ চায়ের মগটার মত...
যেখানে কিছুক্ষন আগে দু’জনে হুড়োহুড়ি করে ভাগ বসিয়েছি উষ্ণতা খুঁজে পেতে...
হুড়োহুড়ি করে চা খাওয়া শেষ কিন্তু দেখ...
মগটা গরম আছে... বেশ কিছুক্ষন......।। !
ভালোবাসা তো এমন-ই হতে হয় রে পাগল.........।। !
যা এখন মাস্তি কর তোর শত শত শাকচুন্নি আর কটকটি বেগমদের সাথে...... !
আজকের মত এ বছরের কেচ্ছা শেষ কিন্তু মনে রাখিস... !
বেঁচে থাকলে কাল থেকে আবার শুরু হবে নতুন কেচ্ছা...
বেঁচে থাকলে তোর হাড়- হাড্ডি জ্বালিয়ে ...... !

মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ৩১ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৯:০৭

দর্পণ বলেছেন: হুম ভালোবাসা এমনিই

০১ লা জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:০৩

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু... এমন-ই ! ধন্যবাদ !

২| ৩১ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৯:০৮

নিলু বলেছেন: মুখে বলা যত সহজ বাস্তবে তত সহজ নয় এবং লেখাটিকে বাজার মাত করার জন্য শুধুমাত্র লিখেছেন বলে মনে হয় ।

০১ লা জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:০৩

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: জানতাম না তো আপু সামু বাজার আর ভালোবাসা কোন পণ্য ! যে সে পণ্যকে বাজারমাত করতে আমি এখানে লিখেছি!!!!!!! আমি তো আমার বাস্তবতা এবং লেখার চরিত্রকে জেনেই লিখেছি সো ... যা লিখেছি তা মন থেকেই লিখেছি, বাজারমাত করতে লিখিনি!

৩| ৩১ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৯:১৪

ঢাকাবাসী বলেছেন: ভাল।

০১ লা জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:০৩

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ধন্যবাদ !

৪| ৩১ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৯:২৯

ইমতিয়াজ ১৩ বলেছেন: প্রথম ভাল লাগা।



বেঁচে থাকলে কাল থেকে আবার শুরু হবে নতুন কেচ্ছা...
বেঁচে থাকলে তোর হাড়- হাড্ডি জ্বালিয়ে ...... !




বেচে থাকুন আগামী .... পর্যন্ত আর আমাদের সু-খবর দিন...




ভাল থাকুক ব্লগ সন্ত্রাসীটা।

০১ লা জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:০৪

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হহাহহা ধইন্না পাতা ভাইয়া! বেঁচে থাকলেই তো প্রব! আর সুখবর মনে হয় না এই পারে দিতে পারবো...। কেমন আছেন?

৫| ০১ লা জানুয়ারি, ২০১৫ দুপুর ১:৪৭

তুষার কাব্য বলেছেন: মগটা গরম আছে... বেশ কিছুক্ষন সাথে মাথাটাও.... ;)

০১ লা জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:০৪

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হহাহহা মাথাটা গরম নাই... অইটা তো মজা করছি আর তারে খ্যাপাইতে লিখছি...।হাহহাহা!

৬| ০১ লা জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:১২

নেক্সাস বলেছেন: ভালবাসা আসলে কি? :) :) :)

০৩ রা জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৫২

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহা গবেষণা করুন এরপর আমাকে জানাবেন কেমন!

৭| ১৩ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:০৪

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
আপনি তাইলে ফকির, পাগল কে ভালোবাসেন ? :)

হা হা :)

শুভকামনা।

১৪ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৩৯

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ওদের বুঝি ভালবাসা যায় না!!!!! হাহহা কল্পিত নায়ক মনের দিক থেকে ফকির ভ্রাতা... আর পাগ্লামী সে না হয় থাক...।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.