নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শোন ফকিরটা,
আমার ভালোবাসা হল- আইস্ক্রিমের মত ...
কামড়াকামড়ি করে আর নাকে ঘষাঘষি করে খাওয়ার পরও
যেখানে একটা শীতল স্পর্শ থেকে যায়...
আহ্ ঠান্ডা ঠান্ডা অনুভূতি ... যার রেশ থাকে বহুক্ষন...।। !
( কিন্তু বরাবরের মত তুই ভাঁওতাবাজি করেছিস, আইসক্রিমের টাকা এখনো পাঠাস নাই! ব্যাপার না ! জানি তো তুই এমন-ই! ) !
আবার ঠিক এই মুহূর্তে তোর হাতে থাকা ঐ চায়ের মগটার মত...
যেখানে কিছুক্ষন আগে দু’জনে হুড়োহুড়ি করে ভাগ বসিয়েছি উষ্ণতা খুঁজে পেতে...
হুড়োহুড়ি করে চা খাওয়া শেষ কিন্তু দেখ...
মগটা গরম আছে... বেশ কিছুক্ষন......।। !
ভালোবাসা তো এমন-ই হতে হয় রে পাগল.........।। !
যা এখন মাস্তি কর তোর শত শত শাকচুন্নি আর কটকটি বেগমদের সাথে...... !
আজকের মত এ বছরের কেচ্ছা শেষ কিন্তু মনে রাখিস... !
বেঁচে থাকলে কাল থেকে আবার শুরু হবে নতুন কেচ্ছা...
বেঁচে থাকলে তোর হাড়- হাড্ডি জ্বালিয়ে ...... !
০১ লা জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:০৩
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু... এমন-ই ! ধন্যবাদ !
২| ৩১ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৯:০৮
নিলু বলেছেন: মুখে বলা যত সহজ বাস্তবে তত সহজ নয় এবং লেখাটিকে বাজার মাত করার জন্য শুধুমাত্র লিখেছেন বলে মনে হয় ।
০১ লা জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:০৩
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: জানতাম না তো আপু সামু বাজার আর ভালোবাসা কোন পণ্য ! যে সে পণ্যকে বাজারমাত করতে আমি এখানে লিখেছি!!!!!!! আমি তো আমার বাস্তবতা এবং লেখার চরিত্রকে জেনেই লিখেছি সো ... যা লিখেছি তা মন থেকেই লিখেছি, বাজারমাত করতে লিখিনি!
৩| ৩১ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৯:১৪
ঢাকাবাসী বলেছেন: ভাল।
০১ লা জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:০৩
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ধন্যবাদ !
৪| ৩১ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৯:২৯
ইমতিয়াজ ১৩ বলেছেন: প্রথম ভাল লাগা।
বেঁচে থাকলে কাল থেকে আবার শুরু হবে নতুন কেচ্ছা...
বেঁচে থাকলে তোর হাড়- হাড্ডি জ্বালিয়ে ...... !
বেচে থাকুন আগামী .... পর্যন্ত আর আমাদের সু-খবর দিন...
ভাল থাকুক ব্লগ সন্ত্রাসীটা।
০১ লা জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:০৪
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হহাহহা ধইন্না পাতা ভাইয়া! বেঁচে থাকলেই তো প্রব! আর সুখবর মনে হয় না এই পারে দিতে পারবো...। কেমন আছেন?
৫| ০১ লা জানুয়ারি, ২০১৫ দুপুর ১:৪৭
তুষার কাব্য বলেছেন: মগটা গরম আছে... বেশ কিছুক্ষন সাথে মাথাটাও....
০১ লা জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:০৪
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হহাহহা মাথাটা গরম নাই... অইটা তো মজা করছি আর তারে খ্যাপাইতে লিখছি...।হাহহাহা!
৬| ০১ লা জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:১২
নেক্সাস বলেছেন: ভালবাসা আসলে কি?
০৩ রা জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৫২
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহা গবেষণা করুন এরপর আমাকে জানাবেন কেমন!
৭| ১৩ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:০৪
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
আপনি তাইলে ফকির, পাগল কে ভালোবাসেন ?
হা হা
শুভকামনা।
১৪ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৩৯
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ওদের বুঝি ভালবাসা যায় না!!!!! হাহহা কল্পিত নায়ক মনের দিক থেকে ফকির ভ্রাতা... আর পাগ্লামী সে না হয় থাক...।
©somewhere in net ltd.
১| ৩১ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৯:০৭
দর্পণ বলেছেন: হুম ভালোবাসা এমনিই