নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Epshi007

ঈপ্সিতা চৌধুরী

I wanna know the wonders around me

ঈপ্সিতা চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

তবুও কোন এক অদৃশ্য মায়াবী টানে তারা জানে... “ তারা দুজনার” !

০৩ রা জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:১৩

ভালোবাসা বুঝি এমন-ই হয়......... !

> ছাদে দাঁড়িয়ে শীতে ঠক ঠক করে কাঁপছে মেয়েটা! গায়ে কোন চাদর নেই... কেমন যেন লাগছে এলোমেলো...! অভিমানে থর থর কর কাঁপতে কাঁপতে কি মনে করে মুঠোফোনটা হাতে নিয়ে একটা মেসেজ পাঠালো ছেলেটাকে... “ অনেক শীত, ছাদে হাঁটছি একা একা... চারপাশে কুয়াশা বৃষ্টি হচ্ছে... হাঁটবি আমার সাথে... খাওয়াবি একটা আইসক্রিম? তুই তো জানিস- শীতের রাতে ঠক ঠক করে কাঁপতে কাঁপতে আইস্ক্রিম খাওয়ার মজাই আলাদা”! ... ফিরতি মেসজে অবাক করে দিয়ে ছেলেটা লিখে পাঠালো-“আচ্ছা যা এবার সত্যি সত্যি তোর আইস্ক্রিম খাওয়ার জন্য টাকা পাঠাবো...”!
অদ্ভুদ একটা প্রশান্তি বয়ে যায় মেয়েটার ভেতরে কিন্তু তখনো মেয়েটার অভিমান ভাঙেনি ...কি জানি কোন মায়ায় ছেলেটার ভেতরটা উদ্বেলিত হয় কিন্তু তখনো ছেলেটা দূরত্ব কমায়নি...
তবুও কোন এক অদৃশ্য মায়াবী টানে তারা জানে... “ তারা দুজনার” !
ভালোবাসা বুঝি এমন-ই হয়......... !
> মেয়েটা ঘরে থাকা বিছানার পাশে শোকেসের কাছে গুটিসুটি হয়ে হাঁটুতে মাথা রেখে বসে আছে... ছেলেটা বিছানার এক কোনে উপুর হয়ে বালিশে মাথা চেপে ধরে আছে... ! দুজনের উপর দুজনের প্রচন্ড অভিমানে কেউ কোন কথা বলছে না... ! মেয়েটা রাগ আর জেদ দেখিয়ে বিছানা থেকে নেমে এসেছে... ছেলেটা রাগ করে উপুর হয়ে শুয়ে আছে... একজনের অভিমান আর একজনের ইচ্ছে করেই দূরত্ব বাড়ানো...। কিছুক্ষন পর মেয়েটা টের পায় ছেলেটা সোজা হয়ে বালিশটা ছুড়ে ফেলে বিছানার মাঝখানে...এরপর এক লাফে নীচে নেমে এসে কোন কথা না বলে মেয়েটাকে কোলে নিয়ে বিছানায় থাকা বালিশে মাথা রেখে শুইয়ে দেয়... এরপর বিছানার নীচে নেমে যেতে থাকে... ঝট করে মেয়েটা ছেলেটার হাত ধরে এক টানে ছেলেটাকে নিজের পাশে জায়গা করে দেয়... ! কেউ কিছু বলছে না... অভিমান... দূরত্ব কমছে না... তবু তারা জানে... অনুভব করে- “তারা দুজনার” ...
সত্যিকারের ভালোবাসা বুঝি এমন-ই হয়......।।

মন্তব্য ২০ টি রেটিং +২/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ০৩ রা জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:৩৯

যোগী বলেছেন:
বাংলা সিনেমা নাকি?

০৩ রা জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৪৯

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: উহু... সিনেমা হবে কেন? বাস্তব জীবনের কারো না কারো কাহিনী! আর সিনেমা বা গল্পে তো জীবনের কথাগুলি-ই কাহিনী হয়ে রূপ দেয়!

২| ০৩ রা জানুয়ারি, ২০১৫ দুপুর ১:০৮

নীল আকাশ ২০১৪ বলেছেন: এই পোস্টে অনেক কমেন্ট আসবে। আমার সিরিয়াল পেছনে পরে যেতে পারে। তাই ২ নম্বর সিরিয়ালে একটা কমেন্ট দিয়ে গেলাম।

০৩ রা জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৪৯

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হহাহহা! কিভাবে জানলেন অনেক মন্তব্য আসবে?!? অনেক ধন্যবাদ !

৩| ০৩ রা জানুয়ারি, ২০১৫ দুপুর ১:৪৩

সৈয়দ মোজাদ্দাদ আল হাসানাত বলেছেন: ভালোবাসার কথা শুনলে কে যেনো চোখে পানি চলে আসে ।

০৩ রা জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৪৯

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ভালোবাসা তো এমন-ই হয়... চোখে পানি এনে দেয়!

৪| ০৩ রা জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:১২

অন্য এক আমি বলেছেন: shironam osadharon

০৩ রা জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:১৫

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: অনেক ধন্যবাদ !

৫| ০৩ রা জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:১৫

আমি অথবা অন্য কেউ বলেছেন: হ্যা, শিরোনাম টানলো।

০৩ রা জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:১৫

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ঠিক বুঝলাম না!

৬| ০৩ রা জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:২৯

শাহাদাত ফাহিম বলেছেন: 'নীল আকাশ' দেখি জ্যোতিষী বিদ্যা জানে। তবে আমিও জানি ফেইসবুকের মতো ব্লগেও মেয়েদের পোস্টে বেশী কমেন্ট পরে।

০৪ ঠা জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৩৮

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: আমি যতদূর জানি এবং দেখি এই ব্লগেই অনেক ভ্রাতাদের পোস্টে অনেক কমেন্ট পড়ে এবং তাদের লেখাগুলিও অসাধারণ ! আপনাদের ধারনা ভুল কিংবা আপনারা ভ্রতা মানে ছেলেদের পোস্টগুলি দেখেন না!

৭| ০৩ রা জানুয়ারি, ২০১৫ রাত ৮:১২

আমি অথবা অন্য কেউ বলেছেন: SHIRONAMTA khub shundor. SHIRONAM DEKHEI PORTE ESECHILAM.

০৪ ঠা জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৩৮

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ওহ! ধন্যবাদ !

৮| ০৫ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১০:৪৩

ইমতিয়াজ ১৩ বলেছেন: ৩য় ভাল লাগা আর




ভাল থাকুক ব্লগ সন্ত্রাসীটা।

০৬ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৪৫

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া!

৯| ১২ ই জানুয়ারি, ২০১৫ রাত ৯:৩৬

ভাইস্তা বলেছেন: এখানেও আইস্ক্রিম? =p~

১৪ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৩৮

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহাহ আপনি আইস্ক্রিমের খবরে এখানেও বুঝি এসেছেন!!!!

১০| ১৩ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:০৫

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
সিনেম্যাটিক ভালোবাসাবাসি :)

১৪ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৩৮

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: নেহি নেহি... জীবনের কাহিনী... ! বাস্তব... ! ভালবাসি ভালবাসি...।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.