নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Epshi007

ঈপ্সিতা চৌধুরী

I wanna know the wonders around me

ঈপ্সিতা চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

ধর্ষকরা যেমন বয়স দেখে না... টিজাররাও বয়স দেখছে না...!

০৪ ঠা জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৩৩

>হু ৫০/৬০ বছরের বুড়োদের দ্বারা কিংবা ১৪-২০ বছরের ছোকরাদের দ্বারা ৪/৫ বছরের শিশুরা ধর্ষিত হচ্ছে! আফটার ফর্টি না কি পুরুষদের কুড়কুড়নী বাড়িয়ে দেয় আর ১৪-২০ বছরের পোলাপানদের কুড়কুড়ানী শুরু হয়! এই অমানুষদের দ্বারা যখন এইসব পিচ্চি বাচ্চারা ধর্ষিত হয় তখন বলার মত কিছু ভাষাও আমরা হারিয়ে ফেলি!
> তেমনি এখন না অনেকদিন থেকেই শুনছি, দেখছি- টিজাররা বয়স দেখেনা টিজ করার সময়! ১২/১৩ বছরের স্কুলগোয়িং পিচ্চি পোলাপানরা অনায়াসে টিজ করছে তাদের থেকে বয়সে বড় এমন মেয়েদের! এমনকি তারা মা-খালাদের মত বয়সী মহিলাদেরও টিজ করতে ছাড়ছে না!!!!!! হাউ কুড যদি বলি? তাহলে উত্তর আসবে- এরা সব-ই পারে! কিন্তু এদের নৈতিক অবক্ষয় রোধে পরিবার কিংবা সমাজের লোকজন কিংবা প্রশাসন এগিয়ে আসছে না কেন?
>> কিছুদিন আগে আমার থেকে বয়সে ৬/৭ বছরের বড় হবে এমন এক আন্টি বলেছেন তিনি অফিসে যাওয়ার সময় কমপক্ষে ৪/৫ বার ১৫/২০ বছরের পিচ্চিদের দ্বারা ইভটিজড হয়েছেন! এমন নয় তিনি উচ্ছৃঙ্খল টাইপের কিংবা তার পোশাক উচ্ছৃঙ্খল! ( এটা বললাম এই কারনে কারনে টিজ/ ধর্ষণের কথা উঠলেই পুরুষেরা আগে নারীর পোশাকের কথা বলে!)
>>আমি নিজেও কয়েকবার এমন বয়সী ছোকরাদের দ্বারা ইভটিজড হয়েছি! এমনকি এই ফেবুতেও ফেবুটিজড হতে হচ্ছে!!!!!!
>>বোরখা পরিহিত মাস্টার্স পড়ুয়া এক পরিচিত মেয়ে এভাবেই স্কুলগোয়িং মানে ১৪/১৫ বছরের পিচ্চির দ্বারা ইভটিজড হয়েছে! পিচ্চি আরো দুইজন সহ সেই মেয়ের পিছু পিছু তার বাড়ী পর্যন্ত এসেছে!!!!!!! (বোরখা পড়া মেয়ে পাগল করেছে এই গান গাইতে গাইতে!)
>> পরিচিত এক মধ্যবয়সী চাচীও একদিন বললেন- মার্কেট থেকে ফেরার পথে তিনি কিছু পিচ্চি- পোলাপানদের জটলা থেকে শুনেছেন -“ আরে এই বয়সেও আন্টিটাকে তো জোশ লাগছে!!! এরপর হিহিহি করে হাসতে থাকা সেইসব ছেলেদের মাতলামি দেখে লজ্জায় মুখ লুকিয়েছেন!

মন্তব্য ২১ টি রেটিং +১/-০

মন্তব্য (২১) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৪১

সেলিম আনোয়ার বলেছেন: সেনসেটিভ ইস্যু । টিজ আর লাভ ভিন্ন রকম জিনিস।

০৪ ঠা জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৩৫

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু ভাইয়া! সেনসেটিভ ইস্যু! তবে এখানে কিন্তু ঘটনাগুলি একটাও লাভ নয়...... !

২| ০৪ ঠা জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৪২

নুর ইসলাম রফিক বলেছেন: লজ্জায় মুখ লুকিয়েছেন!
থাপ্পড় মারার সাহস ছিলনা।

০৪ ঠা জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৩৫

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: সবার যদি এইসব অন্যায়ের প্রতিবাদ করার সাহস থাকতো তাহলে তো অনেক অন্যায় কমে যেত!

৩| ০৪ ঠা জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৫১

শাহ আলম বাদশাহ বলেছেন: শুধু আইন দিয়ে কিচ্ছু হবেনা, পরিবার আর শিক্ষাপ্রতিষ্ঠান থেকে নৈতিকশিক্ষা, পরকালীন শাস্তির ভীতিসৃষ্টির সামাজিক আন্দোলন গড়তে পারলেই এদের জীবনবোধ পালটে যাবে-এরা মানুষের মতোই মানুষ হবে।

এরপরও যারা ভুলপথে যাবে তাদের আইনী শাস্তি নিশ্চিতের বিকল্প নেই

০৪ ঠা জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৩৫

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: জি ভাইয়া! আইনের আগে পারিবারিক শিক্ষা, নিজেদের মানবিক মূল্যবোধ এইসব আগে দরকার! তবে আইনটাও কম জরুরী নয়! আর আইনের ব্যবহার ঠিকমত হচ্ছে না!

৪| ০৪ ঠা জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:০৯

মুক্তকণ্ঠ বলেছেন: নুর ইসলাম রফিক বলেছেন: লজ্জায় মুখ লুকিয়েছেন!
থাপ্পড় মারার সাহস ছিলনা।

০৪ ঠা জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৩৫

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: সবার যদি এইসব অন্যায়ের প্রতিবাদ করার সাহস থাকতো তাহলে তো অনেক অন্যায় কমে যেত!

৫| ০৪ ঠা জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:২২

প্রামানিক বলেছেন: এসব যে কবে বন্ধ হবে? পোষ্টের জন্য ধন্যবাদ

০৪ ঠা জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৩৫

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: সেটাই প্রশ্ন! ধন্যবাদ !

৬| ০৪ ঠা জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:৪১

পদ্মা_েমঘনা বলেছেন: কুড়কুড়ানী-এই শব্দটা ছাপার অযোগ্য বলে জানতাম!
এনিওয়ে সময়-উপযোগী পোষ্ট।

০৪ ঠা জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৩৬

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: পোষ্টের সাথে এই কথাটা দেয়ার প্রয়োজন মনে করেছিলাম! ভুল বুঝবেন না! ধন্যবাদ !

৭| ০৪ ঠা জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:১৮

নুর ইসলাম রফিক বলেছেন: জনাব সেলিম আনোয়ার ভাই সম্ভবত পুরো পোষ্ট না পড়েই মন্তব্য করেছেন।

৮| ০৪ ঠা জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৪২

মাসূদ রানা বলেছেন: কিছু বলার নাই বোন; সমাজের নম্রতা,সভ্যতা,ভদ্রতা এসব সামাজিক মুল্যবোধগুলো ভেংগে পরেছে ............সমাজটাই আজকে পার্ভার্টেড হয়ে পড়েছে,পচে গেছে........ এর জন্য দায়ী ঐসব নারীবাদী পুরুষ নেকড়েগুলা, যারা নারীদেরকে নারীস্বাধীনতার দোহাই দিয়ে শালীনতার আবরন থেকে টেনে বার করে সমাজে অশ্লীলতা কায়েম করেছে ........... সমাজে অশ্লীলতা মহামারীর মত এমনভাবে ছরিয়ে পড়েছে যে ৮ বছরের শিশু থেকে ৮০ বছরের বৃদ্ধ সবাই পার্ভার্টেড হয়ে পড়েছে .............. পার্ভার্টেড আচরন [ইভটিসিং,খারাপভাবে তাকানো]এসব যেন মুক্তমনা,আধুনিকতার সিমবলেই রুপ নিয়েছে ..........আপনি তো নারী দৃষ্টিভংগী থেকে বলেছেন, আমি আমার অভিজ্ঞতা থেকে বলি, রাস্তাঘাটে বের হলে এমন একটা মেয়েকেও দেখা যায় না,যেকিনা হ্যাংলার মত তাকিয়ে থাকে না!চতুর্দিক থেকে ৫ বছরের বাচ্চা থেকে শুরু করে ৬০ বছরের বৃদ্ধা পর্যন্ত এমনভাবে আবেদনময়ী দৃষ্টি সহকারে তাকায়, যা যে কাউকেই বিব্রত করতে বাধ্য ............. পাশে হাসব্যান্ড আছে সেটাও যেন ভুলে যায় ..............

সমাজের বাস্তব চিত্র এটা .............. অথচ ১০ বছর আগেও কি এতোটা অবক্ষিত অবস্থা কল্পনাও করা গেছে ?

০৬ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৪৬

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু বুঝলাম ভাইয়া! সেটাই আমাদের মানবিক মূল্যবোধগুলি কমে গেছে...... দিন যত যাচ্ছে পরিস্থিতি তত খারাপ হচ্ছে!

৯| ০৫ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:২৩

ইমতিয়াজ ১৩ বলেছেন: প্রয়োজন ধর্মীয় শিক্ষা যা শুরু হবে পরিবার থেকে পরিপূর্ণতা পাবে শিক্ষা প্রতিষ্ঠানে,





ভাল থাকুক ঈপ্সিতা চৌধুরী

০৬ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৪৬

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু ভাইয়া ধর্মীয় + পারিবারিক শিক্ষাটা খুব জরুরী! ভাল থাকবেন!

১০| ০৫ ই জানুয়ারি, ২০১৫ রাত ৯:৩২

শাহ আজিজ বলেছেন: সামাজিক ভারসাম্যতা নষ্ট হয়ে গেছে। পারিবারিক বন্ধন শিথিল হয়েছে। একজন গুণ্ডার স্ত্রী তার স্বামীকে নিয়ে গর্ব করে। একজন মা তার বখে যাওয়া সন্তানকে নিয়ে নিশ্চিন্তে থাকে , সাথে বাবাও। পাড়ার শীর্ষ গুণ্ডার ছেলেটাও বাবাকে অনুসরন করে একটা দল গড়ে তোলে। এই এরা সবাই ইভ টিজারদের আশ্রয় ও প্রশ্রয়দাতা । রাজনৈতিক নেতৃত্বের দিকে আর আঙ্গুল তুললাম না । কমুনিটি গ্রুপ গড়ে তুলতে হবে বয়স্ক নাগরিকদের নিয়ে। এটি সাইজ করা ২৪ ঘণ্টার ব্যাপার।

আমি আশাবাদী , আপনি ??

০৬ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৪৬

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: আমিও আশাবাদী ভাইয়া! কিন্তু সেই কাজটাই তো শুরু হচ্ছে না!

১১| ০৬ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৫৬

নতুন বলেছেন: এর জন্য পরিবার এবং সমাজই দায়ী...

মা আমাকে সব সময়েই নারী/মুরুব্বিদের সন্মান করতে শিখেয়েছেন... জীবনে কোন মেয়ে চিজ করিনাই..

মা সব সময়ই সন্তানের মানুষীকতা গড়ে তোলে... নারীকে সন্মানের ব্যপারটা অবশ্যই মা ই শেখাতে পারে...

যারা বলে পোষাকের দোষ তাদের এই পরিসংক্ষান

১৩ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৫৩

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.