![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছোট্ট ছোট্ট কিছু ইচ্ছে বা শখ ছিল মেয়েটার...
হাত ভর্তি ডজন খানেক চুড়ি...
যেন সেই চুড়ির রিনিঝিনি শব্দে ছেলেটার ঘুম ভাঙ্গে প্রতিদিন... !
রুমঝুম শব্দ তোলা এক জোড়া নূপুরের ......
যাতে, কোথায় তুই...কোথায় তুই ডাকটার সাথে সাথে
পায়ে থাকা সেই নূপুরের ঝম ঝম শব্দ তুলে মেয়েটা এক ছুটে ছেলেটার কাছে আসতে পারে...
কিংবা ছেলেটা মেয়েটার নূপুরের শব্দ শুনে তাকে খুঁজে নিতে পারে...
চুড়ি আর নূপুরের ঝঙ্কারে ছেলেটা যেন সব সময় উতালা থাকে মেয়েটার জন্য...
আর মেয়েটা যেন সারাক্ষন তার মন ছুঁয়ে থাকে...
ভাললাগা আর ভালোবাসায় মিলেমিশে থাকে...।
কিছু কালো ক্লিপ... দিয়ে আটকে থাকা মেয়েটার অবাধ্য চুল...
ছেলেটার দুস্টমিতে ক্লিপ খুলে ছাড়া পাওয়া উত্তাল হাওয়ায়
চুলগুলির মাঝে ছেলেটার লুকোচুরি খেলা...!
ছোট্ট একটা টোনাটুনির ঘর... এক বিছানায় একটা বালিশ... একটা কম্বল...
মেয়েটার কোমরে শাড়ীর ভাঁজে থাকা একটা ছোট্ট চাবির গোছা...
ভালোবাসার মানুষটিকে ঘিরে থাকা নানা স্বপ্ন...
ছেলেটার একলা ঘরে সংসার সংসার খেলা... রান্না-বান্না আরো কত্ত কি...
ভালোবাসা মিলেছিলো... মিলিয়ে গেছে তা আবার ...
মিলেনি শুধু সেই চুড়ি/ নূপুর /কালো ক্লিপ/ এক গোছা চাবির থোকা ...
করা হয়নি ছেলেটার সাথে তার একলা ঘরে সংসার সংসার খেলা...।
০৬ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৪৭
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহা ভাইয়া......... সব-ই কি বোনের নিজের কথা...? লেখাতে কিছু কাল্পনিক মিশ্রন তো থাকে...। হু মম একটু ভাল গত দুইদিন সিক ছিল! আপনি কেমন আছেন? আর সব সময় এভাবেই স্নেহের বাঁধনে রাখবেন! ভাল থাকুন!
২| ০৬ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:১৬
তোমোদাচি বলেছেন: মাঝে মাঝে সেই সময়টাতে ফিরে যেতে খুব ইচ্ছে করে,
ভাল্বাসাবাসির সময়টাতে,
পাখির মত উড়ে উড়ে বেড়ানোর সময়টাতে,
অনুভব করার সময়টাতে...
তখন যদি বুঝতাম
ভালবাসা দেওয়া-নেওয়ারও একটা নির্দিষ্ট বয়স থাকে,
তাহলে অন্য সব কাজ বাদ দিয়ে শুধু ভালবাসতাম,
ভালবাসা উপভোগ করতাম!
০৬ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৪৭
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: বাহ খুব সুন্দর করে বলেছেন তো! সেটাই সেই সময়টাতে হয়ত আর ফিরে যেতে পারবেন না...!
৩| ০৬ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:১৮
নুর ইসলাম রফিক বলেছেন: কিন্তু কেন?
০৬ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৪৭
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহা কেন’র উত্তর তো লেখাটির নায়িকা চরিত্রে যে আছে সে বলতে পারবে!!!!!!!
৪| ০৬ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:৩২
সোহানী বলেছেন: নুর ইসলাম রফিক বলেছেন: কিন্তু কেন?
০৬ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৪৮
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহা কেন’র উত্তর তো লেখাটির নায়িকা চরিত্রে যে আছে সে বলতে পারবে!!!!!!!
৫| ০৬ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:১০
নুর ইসলাম রফিক বলেছেন: কে সে?
০৮ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:০৭
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: কেউ একজন!
৬| ০৭ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:৩০
তুষার কাব্য বলেছেন: আক্ষেপ গুলো পূর্ণতা পাক....শুভকামনায়...
০৮ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:০৭
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: অনেক ধন্যবাদ !
৭| ০৭ ই জানুয়ারি, ২০১৫ রাত ৯:৪৩
কলমের কালি শেষ বলেছেন:
০৮ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:০৭
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: কি হল?
৮| ১৩ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:১৭
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
ছেলেটা কই?
১৪ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৩৬
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহা ছেলেটা কল্পনাতে......।
©somewhere in net ltd.
১|
০৬ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:১১
ইমতিয়াজ ১৩ বলেছেন: আপনার অবাস্তবায়িত স্বপ্নগুলো আলোর মুখ দেখুক অতি দ্রুত।
ভাল থাকুক ব্লগ সন্ত্রাসীটা।
মম কেমন আছে ?