নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
>প্রতিদিন-ই পত্রিকায় আসছে, চারপাশে থাকা পরিচিত অনেকজনের কাছ থেকে জানতেও পারছি... বিভিন্ন স্কুলের প্রাথমিক+ মাধ্যমিকের বিনামূল্যের বই বিতরণ করার আগে, সেশন ফি+ হাবিজাবি কারন দেখিয়ে টাকা নিয়ে তারপর বই বিতরণ করা হচ্ছে! যারা এইসব টাকা দিতে পারছে না তারা বই পাচ্ছে না! যাদের কথা পত্রিকায় আসছে তারা নানা অজুহাত দেখাচ্ছে! আবার কোথাও কোথাও সব স্কুলে বই ঠিকমত যায়নি! এবং সব ছাত্র/ছাত্রী বই পায়নি!
>এমনিতেই এদেশের দলীয় রাজনীতি একদম যাচ্ছেতাই পর্যায়ে চলে গেছে... সেখানে শিক্ষকরাও যদি এধরনের নোংরা রাজনীতি বা খেলায় মেতে উঠেন তাহলে একজন শিক্ষক হিসেবে তাদের অপকর্মের লজ্জা আমারো! এরপর তো আছেই-ছাত্র/ছাত্রীদের উপর নোংরামি আচরণ! যা বেত দিয়ে নির্যাতন থেকে শুরু করে শারীরিক ভাবে লাঞ্ছিত এমনকি ধর্ষণের পর্যায়ে চলে গেছে!
>>আগে দেশের বিভিন্ন স্তরের মানুষদের মধ্যে শিক্ষকদের সবচেয়ে বেশি সম্মানের চোখে দেখা হত, সম্মান দেয়া হত সেখানে কিছু শিক্ষকের এই ধরনের নোংরামীর কারনে সমস্ত শিক্ষকরা মানুষের চোখে অসম্মানের পর্যায়ে চলে যাচ্ছে!
০৮ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:০৫
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: স্বপ্ন বুনতে বুনতে শেষ ভাই... তার বাস্তবায়ন নাই বরং স্বপ্নগুলি দিন দিন ভয়ঙ্কর রূপ নিচ্ছে......! অনেক ধন্যবাদ !
২| ০৮ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:০৩
ইমতিয়াজ ১৩ বলেছেন: শিক্ষক রা এখন সেই সন্মানের পর্যায় নেই, তারা এখন সফল ব্যবসায়ী।
পোষ্টে লাইক।
ভাল থাকুক ঈপ্সিতা চৌধুরী
০৮ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:০৫
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ঠিক ভাইয়া! তারা ব্যবসায়ীর পর্যায়ে চলে গেছে......।। কেমন আছেন?
৩| ০৮ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:২১
নেক্সাস বলেছেন: শিক্ষকের দোষ দিয়ে লাভ কি? দোষ আমাদের সমাজ বৈষম্যের, দোষ রাষ্ট্রের। নীতিহীনতা কে রাষ্ট্র উৎসাহ যোগাচ্ছে পদে পদে। নীতি বিসর্জনের প্রতিযোগিতা শুরু হয়েছে রীতিমত।
১৩ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৫২
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু একদিক দিয়ে আপনার কথাও ঠিক! তবুও লজ্জিত!
৪| ১৩ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:১৯
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
সমাজের রন্ধ্রে রন্ধ্রে অনিয়ম ঢুকে গেছে, শিক্ষক সমাজ ও এর অংশ আর কি।
আপনি তাহলে শিক্ষক? সম্মানিত পেশা।
১৪ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৩৬
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু... দোষ দিয়ে লাভ নেই কিন্তু লজ্জা লাগে! হু আমি শিক্ষক! একটা স্কুলে আছি!
©somewhere in net ltd.
১| ০৮ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:৩১
স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
এমনিতেই এদেশের দলীয় রাজনীতি একদম
যাচ্ছেতাই পর্যায়ে চলে গেছে !
তবুও মোরা স্বপ্ন দেখে যাই,
অবিরল স্বপ্ন বুনে যাই !
ভালোলাগা রইল ++