নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Epshi007

ঈপ্সিতা চৌধুরী

I wanna know the wonders around me

ঈপ্সিতা চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

হাতে মাত্র ৩মাস সময় আছে...! সব ইচ্ছেগুলিকে রাঙিয়ে এরপর সবকিছুকে ব্লাক করে দিয়ে চলে যাবো...

১০ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৪৮

> হ্যালো!
> হু বল?
>কি শুনছি এসব? ফাইজালামী পাইছিস?
>আজিব তো! কিসের ফাইজালামী? মরার আগেও কি তুই আমার সাথে এভাবে কথা বলবি?
> কেন তুই এসব ফাইজলামী মার্কা কথা বলছিস? মরার কথা কেন বলছিস? কত যন্ত্রনা দিবি আমাকে?
> হাহহা! এইত চলে যাচ্ছি... আর যন্ত্রনা দেবো না! শোন, হাতে মাত্র ৩মাস সময় আছে...এর মধ্যে আমাকে অনেক কাজ করে যেতে হবে, তোকে কত কি কাজ দিয়ে যাবো! তুই কি ভেবেছিস, আমি মরে গেলেই তোর যন্ত্রনা শেষ হবে? হবে না রে পাগল! হবে না! আর এসব ন্যাকামী বন্ধ কর! এসব মায়া কান্না, মাছের মার কান্না আর করুনা আমাকে দেখাতে আসিস না... ভালোবাসা দিয়েছিলি, নিয়েছিলাম কিন্তু করুনা করিস না ওটা নিতে পারবো না...।।
>বল, আর কত কি বলবি বল! তবুও একটু শান্ত হো! সত্যিটা বল? বল সব মিথ্যা?বল সোনামণি ?
>শোন, আমার এত কথা বলতে কষ্ট হচ্ছে! যা শুনেছিস, সব সত্যি! আমার ব্লাড ক্যানসার হয়েছে! ডাক্তার সময় বেঁধে দিয়েছে ৩ মাস! দেখতে দেখতে ২ মাস চলে যাবে রে... আমি যা যা বলবো তা কিন্তু করবি! বলে দিলাম! শোন, তোর যাওয়া- আসার টিকেটে কত টাকা লাগে বল তো? এখুনি না, ২মাস হওয়ার আগেই চলে আসবি কেমন, ততদিনে তুই জবটা ঠিকমত কর, সব কিছু একটু গুছিয়ে নে, আসার জন্য একটা প্রিপারেশন, যা যা লাগে... সব ঠিক-ঠাক কর, কারন আমি যাওয়ার আগে তোকে একবার দেখে যেতে চাই, আর যদি আমি কিছুটা সময় পেতাম তাহলে আমি নিজেই যেতাম কিন্তু সে সময় নেই রে! বল তো? কত টাকা পাঠাবো? আবার ভাবিস না, অপমান করছি এটা আমার একটা গিফট! বাকি গিফট গুলি আস্লেই পেয়ে যাবি!
>তুই কি একটু থামবি ? কি বলিস এসব?
>ওহ! একটু আগেই কি যেন বলছিলি? সোনামণি ? খবরদার এসব কিছু বলে আমাকে করুনা দেখাবি না... আমি ভালোবাসা নিয়েছি করুনা নিতে পারবো না, এগুলি রেখে দিস অন্য কারো জন্য! আর এসব মায়াকান্না, ডায়লগ ছাড়িস না তো!
> কেন এমন করছিস তুই? বল না সব মিথ্যা ? বল না হয় কিন্তু আমি সব কিছু ছাইড়া কাল-ই চলে আসবো! আমার কিছু ভাল লাগছে না চাদনী!
>কতবার বলবো - ডায়লগ বন্ধ কর! আর তোর ভাল লাগবে না কেন শুনি? তুই চল্লিশার একটা দাওয়াত পাবি! যন্ত্রনা থেকে মুক্তি পাবি! তোর-ই তো সবচেয়ে বেশি খুশি হওয়া দরকার!
>তোর যা খুশি বল! শুধু একবার বল, সব মিথ্যা ! সব মিথ্যা !
>হহাহা সরি! বাংলা সিনেমার নায়িকার মত বলতে পারছি না- সব সত্যি সব সত্যি শয়তান! মরে যাবো তবু তোকে যন্ত্রনা দেয়া বন্ধ করবো না।। তবে ভিলেনের মত করে তুই বলতে পারিস... “ যন্ত্রনা দাও... মরে যাও সুন্দরী তবু যেন চল্লিশার দাওয়াত খেতে পারিইইই”!
>এভাবে বলতে পারছিস তুই?
>না বলতে পারার কি আছে? আচ্ছা, এবার যে আমার সত্যি খুব খারাপ লাগছে, এত কথা বলতে হাপিয়ে উঠছি... যা বললাম, মনে রাখিস কেমন? মানে আসার একটা প্রস্তুতি... বাকি যেসব কাজ দিয়ে যাবো কষ্ট হলেও করিস কেমন! আরে! একদিন তো সবাইকে চলে যেতে হবে... কেউ আগে কেউ পরে! আমি তোর আগেই কেন যাচ্ছি জানিস? অইপারে গিয়ে তোর অপেক্ষায় বসে থাকবো রে বুদ্ধু!
>থামবি দয়া করে তুই?
>ওকে থামলাম ... আর শোন, কাল থেকেই আবার যেন মায়াকান্না, মাছের মার কান্না, হাবিজাবি ডায়লগ আর করুনা দেখিয়ে ১৪বার ফোন করা, মিনিটে-মিনিটে মেসেজ পাঠানো এসব করবি না! এখুনি আবার মায়াকান্না দেখিয়ে স্ট্যাটাস লিখিস না... আমি মরলে তো স্ট্যাটাস দিতেই পারবি... এখন এসব বন্ধ রাখ, যা করার আমি মরার পর করিস!আর মায়াকান্না দেখিয়ে আবার ঢং করে সিনেমার নায়কদের মত ড্রিঙ্কস করা/ সিগ্রেট একের পর এক শেষ করা/ আকাশের দিকে তাকিয়ে থাকা/ কান্নাকাটি করিস না... কাজ করছিস, কাজ কর এরপর খেয়ে-দেয়ে আরামে ঘুমা...
>এত অভিমান তোর? এত্ত?
>না! অভিমান কিসের? যা সত্যি তাই বলছি! ভাল লাগছে না তো! যা ঘুমা!
>কিছু হবে না তোর! আমি বলছি কিছু হবে না! তুই শান্ত হো!
>মানে কি? আমি কি অশান্ত না কি? শোন, আমি তোর মত ভিতু না!মরবো হাসি মুখেই! শুধু তুই/ তোরা আজাইরা কেউ মায়াকান্না করিস না! বাসায় তো মনে হয়-কাল থেকেই মরাকান্না শুরু হয়েছে! এখন তাদের সাথে তুই যোগ হলি!
>একটুও বুঝলি না আমাকে পাগলী!! বুঝলি না কি যন্ত্রনা নিয়ে বেঁচে আছি! কেন বারবার চলে যাওয়ার কথা বলছিস? বলেছি না কিছু হবে না তোর! কিছু না! আমি আসবো সোনামণি , আসবো!
>ধুস্‌! এখন কিন্তু গালি দেবো ! যত্তসব লবালছা ডয়লগ ছাড়ছিস! এতদিন তো একবার ও এইসব সোনামণি/ হাবিজাবি কিছু বলিসনি আর আজ মরার কথা শুনে সব ভালোবাসা মনে হয় উথলে উঠছে! যা দূর হো!
>কেন এমন করিস আমার সাথে? কেন বুঝিস না!
>এইসব বোঝার টাইম নাই এখন, তুই সেটা যত তাড়াতাড়ি বুঝবি তত ভাল! আরা আমাকে জ্বালাতন করা বন্ধ কর! টিকেটে কত টাকা লাগবে সেটা বলিস, আমি পাঠিয়ে দেবো! এমনভাবে আসবি যেন, চল্লিশা খেয়েই যেতে পারিস... আমি চোখ বন্ধ করতে চাই তোকে দুচোখ ভরে দেখে নিয়ে......।। আর কিছু না হোক... এতদিনের হিসেব-নিকেশের শোধ আমি সুদে-আসলে নিয়েই তবে যাবো! আইস্ক্রিম খাবো / চুড়ি নেবো... সব সব... সব ইচ্ছেগুলিকে রাঙিয়ে এরপর সবকিছুকে ব্লাক করে দিয়ে চলে যাবো... বাই এখন! টা!টা...।। মনে রাখিস- কাল থেকে যেন কোন ন্যাকামী/ ডায়লগ/ মায়াকান্না/ মাছের মার কান্না/ করুনা এর কোনটাই দেখাবি না...... হাসি মুখে বিদায় দেয়ার জন্য প্রস্তুতি নিয়ে আসিস... !

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১০ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:০৬

নিলু বলেছেন: যদি আরও বেশী দিন বেচে যায় , তাহলে কি হবে বা লিখবেন জানাবেন

১০ ই জানুয়ারি, ২০১৫ রাত ৮:৩৭

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু গল্পের নায়িকা যদি ভাগ্যক্রমে বেঁচে যায় বা যদি তাকে বাঁচিয়ে দেই এই লেখুনী দিয়েই তাহলে জানাবো! ভাল থাকবেন!

২| ১১ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:৫৯

ইমতিয়াজ ১৩ বলেছেন: ২য় ভাল লাগা।




কিন্তু এই সন্ত্রাসীটার লেখার মাধ্যমে কিছুই বুঝলাম না। গল্পের নায়িকাটা যদি এই ঈপ্সিতা চৌধুরী হয় থাকে তাবে অনেক কথা আছে আর যদি না হয় তবে চেষ্টা করুন নায়িকাকে বাচিয়ে রাখতে।




ভাল থাকুক ঈপ্সিতা চৌধুরী

১১ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:৩১

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: সব লেখাই যে আমার নিজের কথা না সে কারনেই তো লিখলাম ......! চিন্তা করছি গল্পের নায়িকাকে বাঁচিয়ে দেবো না মেরে ফেলবো ? মেরে ফেললেই মনে হয় কাহিনীটা ভাল হবে! চিন্তার কারন নেই ভাইয়া! অনেক ধন্যবাদ !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.