নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Epshi007

ঈপ্সিতা চৌধুরী

I wanna know the wonders around me

ঈপ্সিতা চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

এরকম স্নেহের বাঁধনে জড়িয়ে আমার বা আমাদের মান যায়নি... বরং অন্যরকম একটা ভালোলাগা বেড়েছে ... !

১১ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:২৮

> সেই ছোটবেলার আইস্ক্রিময়ালা যার কাছে বাকিতেও কত আইস্ক্রিম খেয়েছি...! ছোটবেলার সাতমিশালীয়ালা (এখানে ঝাল মুড়িকে সাত মিশালী বলে, কারন ৭ রকম আইটেমে এটা বানানো হয়) যার কাছে প্রতিদিন সাতমিশালী/ আচার কিনে খেয়েছি... এই বড়বেলাতেও তারা যখন আসেন পাড়াতে এসব বিক্রি করতে আর আমরা আগের মতই তাদের কাছ থেকে এসব জিনিস কিনে মজা করে খাই এবং সেই ছোটবেলার এই আমাদের (আমি, আমার বোন) এখনোও যেমন তারা স্নেহ করেন সেই স্নেহের আলাদা কোন নাম হয় না...... অদ্ভুদ এক ভালোলাগা ছুঁয়ে যায়...! আইস্ক্রিম আর সাতমিশালী কিনে খাওয়ার রেকর্ড আছে আমাদের! কেউ কিনুক আরনা কিনুক উনারা এই রাস্তা ধরে যাওয়ার আগে আমাদের পাড়াতে ঢুকে আমাদের ডাকবেন-ই!
>তাদের জিনিস কিনে খেতাম বা খাই বলে না তাদের সাথে আমাদের একটা অন্যরকম আন্তরিকতা তৈরি হয়েছে...যেটা ক্রেতা- বিক্রেতার শুধু সম্পর্ক নয় সেখানে একটা আলাদা স্নেহের / মায়ার সম্পর্ক তৈরি হয়েছে ... ! একজন আইস্ক্রিময়ালা বা সাতমিশালীয়ালার সাথে এরকম স্নেহের বাঁধনে জড়িয়ে আমার বা আমাদের মান যায়নি... বরং অন্যরকম একটা ভালোলাগা বেড়েছে ...

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১১ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:৩৩

ইমতিয়াজ ১৩ বলেছেন: প্রথম ভাল লাগা।







ভাল থাকুক ঈপ্সিতা চৌধুরী

১৩ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৪৯

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহা ধন্যবাদ ভাইয়া! আপনিও ভাল থাকুন!

২| ১২ ই জানুয়ারি, ২০১৫ রাত ৯:৩৪

ভাইস্তা বলেছেন: তোমার অনেক পোস্টেই আস্ক্রিমের কথা চলে এসেছে। তার মানে তুমি আইস্ক্রিম খেতে খুব পছন্দ করো, তাইনা?

আমিও তোমার মত আইস্ক্রিমের পোঁকা। =p~

১৩ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৫০

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হহাহা আপনি এটাও খেয়াল করে ফেলেছেন!!!!!! হু খুব পছন্দ করি কিন্তু খাওয়া- নিষেধ! একদিন তাহলে আইস্ক্রিম খাওয়ার প্রতিযোগিতা করতে হপ্পে!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.