নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Epshi007

ঈপ্সিতা চৌধুরী

I wanna know the wonders around me

ঈপ্সিতা চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

চোখ দেখে খিস্তি বলা বন্ধ......।। !

১৩ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৪২

>> কাজে বাইরে গিয়েছিলাম মামনীর সাথে! সকালে ঠিকমত খেয়ে যাইনি এবং স্কুল থেকেই বাইরে যেতে হয়েছিল বলে মামনী রাস্তার পাশে থাকা টং দোকানের একটাতে গরম গরম পুড়ি ভাঁজা দেখে খেতে বলল, যদিও আমি ভাঁজা- পোড়া জিনিস কম খাই কিন্তু তবুও ঢুকলাম দোকানে... আমরা খাচ্ছি পেছনে এক মধ্য বয়স্ক ছেলে ফোনে কারো সাথে কথা বলছে ... হঠাৎ করে ছেলেটা এমন সব খিস্তি দিয়ে ওপাশে থাকা কাউকে গালি দিতে শুরু করলো... ওর খিস্তি শুনে আমি পেছনে অবাক দৃষ্টি নিয়ে তাকালাম, ছোকড়া এরপর খিস্তি থামিয়ে মিউ মিউ শুরু করলো... ! ওদিকে ছোকড়ার দিকে অবাক দৃষ্টি ছুড়ে দিলেও ভেতরে ভেতরে আমার হাসি পাচ্ছিল একজনের খিস্তির কথা মনে পড়ে... ! এর মধ্যেই দোকানদারও তার দোকানের বয়গুলিকে হাতের কাছে না পেয়ে খিস্তি শুরু করলো... এইবার জোড়ে হেসে ওঠার আগে মামনীকে নিয়ে তাড়াতাড়ি বেড়িয়ে আসলাম......। !
>>এখন হাসছি কেন এইটা না বলতে পেরেছি মামনীকে না অই ছোকড়া বা দোকানদেরকে ...... যেটাই হোক...! দোকানদার এর কথা বাদ দিলাম কিন্তু ছোকড়া শিক্ষিত হয়েও এবং সামনে দুজন মেয়ে/মহিলা দেখেও কি করে এসব বলতে পারলো এটা চিন্তা করার দিকে গেলাম না... কারন এই ফেবুতে যে হারে খিস্তি চলে যেকোন বিষয়ে সেটা মনে হয় রাস্তায় শোনা এসব খিস্তির থেকে বেশি চলছে...... ! !

মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১৩ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৪৬

ইমতিয়াজ ১৩ বলেছেন: প্রথম ভাল লাগ।

১৩ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৫৪

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহা ধন্যবাদ ভাইয়া!

২| ১৩ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৪৮

ইমতিয়াজ ১৩ বলেছেন: ভাল থাকুক ঈপ্সিতা চৌধুরী

১৩ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৫৪

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: আপনিও ভাল থাকুন!

৩| ১৩ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৫০

আবু শাকিল বলেছেন: ব্লগে আছি নাকি ফেসবুকে আছি ,বোঝতে পারছি নে =p~ =p~

১৩ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৫৫

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহা ভুলে ব্লগের কথা লেখা হয়নি! কারন ব্লগেও যে খুব চলে তা জানি এবং কিছু দেখেছি! কেমন আছেন ভাইয়া?

৪| ১৩ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৫১

বলেছেন: ভাই এসবের বিপক্ষে গত ২০ বছর ধরে লড়াই করছি।

১৩ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৫৫

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু! আসলে এটা এখন ডাল-ভাত এর মত হয়ে গেছে!

৫| ১৩ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:২৯

নুর ইসলাম রফিক বলেছেন: খুব তো মজা নিলেন।
আর ফেইসবুকের দোষ দিলেন।
ফেইসবুক-ই কিন্তু অধিকাংশ ব্লগারের জন্মদাতা।
আজ ব্লগে এসে সবাই ভদ্র লোক হয়ে গেছেন।
আর ইচ্ছে মতো সেই ফেইসবুকের দুর্নাম করে যাচ্ছেন।

১৪ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৩৪

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: না মজা নেইনি... ফেবু থেকে পোস্টটা এখানে দেয়ার আগে ব্লগের কথা লিখতে ভুলে গিয়েছিলাম...ওহ্‌ আমি ব্লগে খিস্তিটা একটু কম-ই দেখেছি কারন ব্লগে খুব বেশি থাকি না... তাই সব খিস্তি মার্কা পোস্ট দেখা হয় না!

৬| ১৩ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:১০

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: :)

১৪ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৩৪

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: আমি ইমু দিতে পারি না... এখানে ভেংচানোর ইমু হইবেক!

৭| ১৪ ই জানুয়ারি, ২০১৫ রাত ১২:৪১

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
খিস্তি খেউর বন্ধ হোক সর্বত্র !

১৪ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৩৫

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু বন্ধ হোক!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.