নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একা লাগছে তোর......... ?শোন, যখন-ই একা লাগবে চুপচাপ সিড়িঘরের মাঝের সিড়িতে গিয়ে বসবি...
হাতে একটা চায়ের মগ নিয়ে যাবি কেমন, মগটা বাম পাশে রাখবি আর পাশের জায়গাটা খালি রাখবি...
চোখ বন্ধ করে অনুভব কর,দেখ পাশে বসে আছি, একদম খুব কাছে,আলতো করে তোর হাতটা হাতে নিয়ে বলছি- কেন নিজেকে একা ভাবছিস,এই দেখ আমি না পাশেই বসে আছি! আমার নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছিস?
চল ছাদে যাই... দেখ আকাশে কতগুলো তারা... আচ্ছা বল তো কোন তারাটা আমি?না না তারা না... আমি তো তোর চাদনী! ঠান্ডা লাগছে তোর? আইস্ক্রিম খাবি না কি শীতে ঠকঠক করে কাঁপতে কাঁপতে ?একা লাগবে কেন বল তো?আচ্ছা, একটা গান কর? না না একটা না অনেকগুলো গান--- তোর সব পঁচা গানগুলা কর, আমি শুনছি ... !চায়ের মগটা কই রে? আয় দুজনে এক চুমুক করে সেই কাপে হুড়োহুড়ি করি...!
আর শোন, একটাও সিগ্রেট ধরাবি না কিন্তু! কি ভেবেছিস? চায়ের মগ খালি করে সেটাতে তোর এইসব ছাইপাশ নিকোটিনের গুড়ো দিয়ে ভর্তি করবি মগটা? তাইলেই কিন্তু তোকে ইঁদুরের কামড় খাওয়াবো হু?কি ভাবছিস? ইঁদুর কোথায় পেলাম? তুই না বিড়াল পুষিস তাই আমি ইঁদুর পুষি !
মনে করিস না, তোর ইঁদুরের খাবারের জন্য এইগুলা? এইগুলা দিয়ে তোকে কামড় খাওয়াবো বুঝলি?
তুই যখন আমার সাথে কুটকুট করেঝগড়া করবি,
আমি এইগুলাকে তোর গায়ে ছেড়ে দিবো আর এরা তোকে কুটকুট করে কামড়াবে! হহাহা!
আর তোর পঁচা বিড়ালগুলা যদি আমার ইন্দুরের দিকে চোখ মারে, কিংবা কামড়াতে আসে তাহলে মনে রাখিস,
তোর আর তোর বিড়ালের হাত/পা কোনটাইথাকবে না, একদম কেটেকুটে ল্যাংড়া বানিয়ে দেবো বুঝলি...?
>হাহহা পাগলী!
>হাসছিস তুই?
>হু হাসবো না? কিসব বলিস বল তো?
>বারে, তোর একাকীত্ব দূর করছি আর তুই বলিস কি বলছি!
অই তোর সেলফোন্টা তো হাতে ধরেই আছিস, আর গুতাগুতি করছিস...আহাহা!
এক কাজ কর না... একটা মেসেজ পাঠিয়ে দে আমার ইনবক্সে... কি লিখবি বল তো?
লিখ-“ আমার একলা রাতের সঙ্গী হবি তুই”?
>যদি না লিখি?আমার তো কতজন আছে........!
কতজন-ই তো সঙ্গী আমার একলা রাতের- তাহলে?
>ওক্কে বাপ , জানি তো, দুনিয়ার যতশাঁকচুন্নি আর কটকটিরা তোর সঙ্গী এখন!
তা আমার সাথে কল্পনা কল্পনা খেলাটা খেলছিস কেন তাহলে শুনি?
>হহাহহা! তুই-ই তো এসেছিস!
>ওকে, তাহলে যাই গা! বুঝছি, তোর অনেকসঙ্গী! তুই একলা না দোকলা!
>অইইইই ক্যাচাল করিস না রে! পাশে থাক চুপচাপ! তুই পাশেথাকলে আর একলা লাগে না রে!
>কেন কেন? একলা হবি কেন?
তোর ছ্যাড়া জুতাগুলাও তো আছে সাথে, ঠক ঠক করে কাঁপছিস কুয়াশা বৃষ্টিতে, সেই ধোঁয়াটে কুয়াশাও সাথে আছে,
তোর কাঁথা/বালিশ আর কোলবালিশ আছে বিছানায় তোকে সঙ্গ দিতে,আর তোর কালো চেকের শার্টটা যেটা পড়ে আছিস, সেটা,
ওয়াশ রুমের ঠান্ডা পানি, গোসল করতে গিয়ে যেখানে উউউউউ করেচিৎকার দিস,আর তোর ল্যাপি, পিসি, মুবাইল সবাই তো আছে রে তোকে সঙ্গ দিতে... !
এখন ঝটপট একটা বিটকেলে হাসি দে, তোর সেই ট্রেড মার্ক মার্কা হাসিটা দে......
১৪ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৩৪
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহা ধন্যবাদ ভাইয়া!
২| ১৪ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:১৭
ইমতিয়াজ ১৩ বলেছেন: গল্প করার এইতো দিন
মেঘ কালো হোক মন রঙ্গিন
১৪ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৩৪
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহা এরকম গল্প চলতেই থাকে কল্পনাতে...।
৩| ১৪ ই জানুয়ারি, ২০১৫ রাত ১০:২৯
হাসান মাহবুব বলেছেন: কিউট লেখা।
১৫ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৩২
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া! তবে আপনার লেখাগুলি কিন্তু আরো অনেক বেশি সুন্দর হয়! আমি মাঝে মাঝে পড়ি! ভাল থাকবেন ভাইয়া!
৪| ১৫ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:২২
ছ্যাকামাইছিন বলেছেন: খাইছে
মানুষ আবার তারা হয় নাকি ?
ইদুরের ফার্মও দিয়া দিছেন তাইলে !
কেম্নে পারেন এইসব ?
ন্যাকামি পোস্টে মাইনাস
১৫ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৩২
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: মাইনাসের জন্য আপনাকে অনেক অনেক ধইনাপাতা! ছ্যাকামাইসিন নাম নিয়ে নিজেই যে ন্যাকামী করে বেড়ান সেটা যে আপনার মনে থাকে না তা আপনার কমেন্টগুলি দেখলেই বোঝা যায়।।
৫| ১৫ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:২৯
আরজু পনি বলেছেন:
একেবারে জীবন্ত অনুভূতি !
খুব ভালো লাগলো প্রকাশটা ।
১৫ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৩৩
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: আপু আপনি আপনার পোস্টে!!!!! এবার নিয়ে মনে হয় ২য়! আর আপনার ভাল লেগেছে জেনে আমার অনেক বেশি ভাল লাগছে! অনেক ধন্যবাদ ! ভাল থাকবেন!
৬| ১৬ ই জানুয়ারি, ২০১৫ রাত ১:৫১
ছ্যাকামাইছিন বলেছেন: হো হো , মজা পাইলাম আপনার কমেন্টে
আপ্নে মানুষটা প্র্যাকটিকাল না । বসবাস ঘোরের মধ্যে ।
অবাস্তব চিন্তাভাবনা আর আবেগে চলেন বইলা আপনার ন্যাকামিগুলা চোখে লাগে ।
আর ন্যাকামি করার ইচ্ছা হইলে আপনার পোস্টে আইসা 'চমতকার লেখা' 'একেবারে জীবন্ত অনুভূতি' 'আপু তুমিই পারো এমন করে আবেগ তুলে ধরতে ' কিংবা 'আপনার লেখায় কেমন যেন অন্যরকম আবেগ আছে ' .......... এইসব হাবিজাবি তেলমারা কমেন্ট করতাম ।
সমালোচনা সহ্য করতে শিখেন । কামে দিব
১৬ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৪৩
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: সমালোচনা!! হাহহা সমালোচনা করর জন্যও যোগ্যতার এবং মেধার দরকার আছে! আপনার তো সেটা নেই-ই এবং এই যে ক্যাচাল করেন সেটাও ঠিকমত করতে পারেন না! রুচিতে বাঁধে আমার আপনার রিপ্লাই দিতে! যদি সেভাবেই সমালোচনা করতেন আমি খুশি হতাম!
৭| ১৬ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৪৮
দর্পণ বলেছেন: ছ্যাকামাইসিন ও ইপ্সিতা এবারে যুথবদ্ধ ছ্যাকা আর ন্যাকা পোস্ট লিখুন।
দারুন কিছু হবে মনে হচ্ছে। রসিকতা নয় দরকার আছে এমন কিছু লেখারও।
১৬ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৪৭
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহহা! আমার পোস্ট তো ন্যাকার হচ্ছেই- আপনার ছ্যাকা ভাই সেটা বলেছে, তবে আমি জানি না উনি উনার ছ্যাকা নামের মত ছ্যাকা নিয়ে লিখেন কি না- দেখার ইচ্ছে হয়নি সেটা! ভাল থাকবেন!
৮| ১৬ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:৫৩
ছ্যাকামাইছিন বলেছেন: কমেন্টে বিপ্লব @ দর্পন
৯| ১৬ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:০৩
ছ্যাকামাইছিন বলেছেন: সেলফোন্টা
হহাহা
ইন্দুর
যত
ছ্যাড়াজুতা
এক পৃষ্ঠার লেখায় এতোগুলো বানান ভুল । আর বাংলা ভাষার তো মনে হয় বারোটা বাজাইছেন এই লেখায় ।
আর সেইটারে ন্যাকামি বললাম দেইখা গায়ে লাগলো আপনার ।
আমি সোজাসাপ্টা মানুষ । যা মনে আসে সেইটাই বলি । আর সেইটা যদি ভালো না লাগে তাহলে কিচ্ছু করার নাই ।
১৬ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৪৭
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: যাক কিছুটা লাইনে এসেছেন! বানান তো আরো ভুল আছে, যেমন- মুবাইল! এখন প্রসঙ্গে আসি- প্রথমত আমি অভ্রতে লিখে নিয়ে লেখা পোস্ট করি, অভ্রতে লিখতে গিয়ে অনেক বানান যে এদিক-ওদিক হয়ে যায় তা এটা যারা ব্যবহার করেন তারা ভাল করেই জানেন! যেমন সেলফোনটা (ক্লিকের হেরফের) ! আর হাহহা (তাড়াতাড়িতে আকার বাদ) আর ইন্দুর ইচ্ছে করেই বলা যেমন বলা হয়েছে- মুবাইল! অনেক বড় বোনেরা আদর করে অনেক ছোট বোনকে বুড়ি ডাকে তাই বলে কি সে বুড়ি হয়ে যায়? অনেক পিচ্চি বাচ্চাকে তাদের পাকনা কথার জন্য আমরা পাকনা বুড়া বলি যে কি বুড়া হয়ে যায়? আপনি লেখার গভীরতায় যান না- পোস্টে আসেন শুধু আজাইরা ক্যাচাল করতে! বুঝতে পারছি বেশ মজা পাচ্ছেন , হতে পারে এটা আপনার অভভাস! আর হ্যাঁ সোজাসাপ্টা মানুষদের কথা অনেক সরল- সহজ হয় তাদের মধ্যে কুটিলতা থাকে না! তার কথা দিয়ে কাউকে মারতে চাইলেও সেটা সেইরকম-ই হয় যার নামমাত্র আপনার মধ্যে নেই!
১০| ১৬ ই জানুয়ারি, ২০১৫ রাত ৮:১৯
দর্পণ বলেছেন: ইপ্সিতা ছ্যাকামাইসিন কেন ছ্যাকা খায় তা এবার কিছুটা বোধগম্য হচ্ছে। ছ্যাকা না খাইতে চাইলে একটু আধটু ন্যাকা হতে হবে সেই তত্ব উনার জানা নাই। এমন ছাঁচাছোলা কথা বার্তায় ছ্যাকা তো কম কিছু ব্যাকা খাওয়ারও সমূহ সম্ভাবনা আছে।
ছ্যাকা ভাই অতি সত্বর ন্যাকা কথা বার্তা বা নেকামী রপ্ত করুন। দেখবেন বালিকারা কেঁদে বুক ভাসাবে। আপনি হাজার চাইলেও ছ্যাকামাইসিন তারা দেবেই না।
২১ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৪১
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: কি বলবো বুঝতে পারছি না!
১১| ১৮ ই জানুয়ারি, ২০১৫ রাত ৮:২০
ছ্যাকামাইছিন বলেছেন: এই লেখাটি গভীর ভাবে পড়ার পর একটি উপলব্ধি হলো । লেখার আবেগগুলো যেন খুব গভীর থেকে এসেছে ।
ছন্নছাড়া কোন কবিতার মতো মনের দরোজাগুলো যখন খুলে যায়, তখন উত্তরের জানালা দিয়ে একরাশ মাতাল হা্ওয়া এসে যেন হুড়মুড় করে ঢুকে পড়ে । উদ্দাম স্বাধীন কোন ষোড়শী বালিকার মাতাল প্রেমের ছোয়া যেন প্রতিটি লাইনের আনাচে কানাচে ।
কোন এক আশ্বিনের ভরা পূর্নিমায় চাঁদকে স্বাক্ষী রেখে এক তরুনী বলেছিলো - 'ভালোবাসি' । অত:পর আর একটি কৃষ্ণপক্ষ আসার আগেই সে যেন কোথায় হারিয়ে গেল । আজ ভাবি তাকে তো আমার ভালোবাসার কথাগুলো ভালো করে বলাই হলো না ।
আসলে এমনি হয় ..... কিছু কিছু কথা না বলাই থেকে যায় আজীবন ।
ইপ্সিতা চৌধুরি , আপনার লেখাটি যে কতো ভালো লেগেছে তা যদি আজ না বলে যাই তাহলে মনে হবে আমার এই ক্ষুদ্র জীবনের আরো একটি কথা বুঝি আজীবন না বলাই রয়ে গেল ।
২১ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৪০
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: কি মুশকিল!!!!!!! এক লেখায় ৩ টাইপের মন্তব্য !!!! মাথা আউলিয়ে দেয়ার চেষ্টা করছেন বুঝি? যাক, ধইনা পাতা! আর হ্যাঁ ইপ্সিতা না ঈপ্সিতা! এর জন্য আপনাকে মাইনাস!
১২| ১৯ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:০৫
দর্পণ বলেছেন: হা হা ছ্যাকামাইসিনভাই। উপরের লেখাখানি বড় ভালো লাগলো
২১ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৪০
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হা হা
©somewhere in net ltd.
১| ১৪ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:১৩
ইমতিয়াজ ১৩ বলেছেন: প্রথম ভাল লাগা।