নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার না কখনো আলগা দরদ পছন্দ না...
এটা এক ধরনের তামাশা ছাড়া আর কি হতে পারে বল?
নিজের দায়বদ্ধতা থেকে মুক্তির জন্য এক ধরনের আকুলতা আমি দেখি সেই আলগা দরদে...
ইচ্ছে করে ভুল করে... খামোখা কিছু ডায়লগ ছেড়ে এখন দেখানো হচ্ছে সেখানে হিমশীতল আইস্ক্রিমের মত শোকের ছোঁয়া ...
যেন সেটাও ঠিক ঠেকায় পড়ে দেখচ্ছিস......
শুধু নিজেকে বাঁচাতে অন্যজন মরলে তাতে কি-বা যায় আসে... !
অথচ আমাদের সেই সময়গুলো কতই না প্রাণবন্ত ছিল...বল তো?
ভালোবাসা আর ভালোলাগায় জ্বলছিল প্রতিটি মুহূর্ত...
মনে হত আমি নিঃশেষ হয়ে যাচ্ছি... নিজে পুড়ছি ...
জ্বলে যাচ্ছি কিন্তু তারপরও তোর গুমোটধরা মনের আকাশ আলোকিত করতে চেয়েছি...!
আজো কি চাই না তা...বল? হাহাআহ অথচ এক সময় চুপিচুপি
কিন্তু আমাদের মাঝে প্রকাশ্যে সেই ভালোবাসা আর ভালোলাগার আবেশ কেড়ে নিয়েছিলি...
আমি হাপুস-হুপুস করে কেঁদেছি ... তুই বলিসনি তখন- কাঁদছিস কেন হারামী, এইত আমি আছি!!
ছিনিয়ে নিয়েছিলি সবটুকু অধিকার... আমি কষ্টে কষ্টে কুঁকড়ে গেছি... ছুপা জ্বরটা প্রতিনিয়ত বেড়ে চলেছে ...
আমি এই-সেই বলে পাশ কাটিয়ে গেছি... তবু তুই বলিসনি ... তোর অধিকার আছে ।। থাকবে চিরকাল!
এই তুই সবকিছুতেই আমাকে মিছিমিছি হারিয়ে দেয়ার চেষ্টা করেছিস...এই তুই আমাকে ভাংতে ভাংতে বারবার রক্তাক্ত করেছিস... কিন্তু তাতে কি... ?
পেরেছিস কি সেই একটা জায়গায় হারিয়ে দিতে......?
তাই আজো হাতের রিনিঝিনি চুড়ির বায়না...
বৃষ্টিতে ভিজে চোখে ডুব দেয়া কিংবা ভিজতে ভিজতে জবুথবু হয়ে আইস্ক্রিম খাওয়া আবার চায়ের কাপে হুড়োহুড়ির সেই সময়গুলিতে ডুবে গিয়ে আমি বারবার তোর-ই মাঝে রক্তাক্ত... ক্ষতবিক্ষত হই...
কিন্তু তাতে তোর কি-বা যায় আসে...
তোর তো দিন যাচ্ছে চলে যেভাবেই হোক সেভাবে...!
১৬ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৪৮
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু দর্পণ ভাই, ভালোবাসা এমন-ই হয় বলেই তো বলেছি! ধন্যবাদ !
২| ১৬ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:০৭
ছ্যাকামাইছিন বলেছেন: দর্পন ভাই , আমি মেয়ে মানুষ হইলে আপনার কমেন্টেই আপনার প্রেমে পড়ে যেতাম ।
মজা করলাম ভাই । কিছু মনে নিয়েন না ,,,,, @ দর্পন
১৬ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৪৮
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ইয়ে ছ্যাকা ভাই ... দর্পণ ভাই তো আমার লেখার অংশই তুলে ধরেছে...! ইসস্ কেন যে আপনি মেয়ে হলেন না, তাহলে তো অন্তত আপনার প্রেমে পড়ার কাহিনী এখানেই দেখতে পেতাম!
৩| ১৬ ই জানুয়ারি, ২০১৫ রাত ৮:১৪
দর্পণ বলেছেন: হা হা প্রেমে ফেলানোই যে আমার কাজ তা আমার রিসেন্ট লেখাগুলি পড়লেই বুঝতে পারতেন আপনারা বাচ্চারা।
ছ্যাকা আর ইপ্সিতা আপনাদের প্রেমগুলি তো ইয়ো ইয়ো কিডের বড় জোর ডিজ্যুস আমল প্রেম।
৪| ১৮ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১০:৩১
ইমতিয়াজ ১৩ বলেছেন: বৃষ্টিতে ভিজে চোখে ডুব দেয়া কিংবা ভিজতে ভিজতে জবুথবু হয়ে আইস্ক্রিম খাওয়া আবার চায়ের কাপে হুড়োহুড়ির সেই সময়গুলিতে ডুবে গিয়ে আমি বারবার তোর-ই মাঝে রক্তাক্ত... ক্ষতবিক্ষত হই...
কিন্তু তাতে তোর কি-বা যায় আসে...
তোর তো দিন যাচ্ছে চলে যেভাবেই হোক সেভাবে...!
ভাল থাকুক ঈপ্সিতা চৌধুরী
২১ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৪১
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া!
৫| ২৭ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:১৬
কাব্য পূজারি বলেছেন: অনুভূতি প্রবল একটা লেখা। অনেকদিন পর
জাগালো, পড়তে পড়তে ফিকে হয়ে যাওয়া
দুঃখ ও সুখ গুলো যেসব আর পোড়ায় না
কিংবা বিশেষ পার্থক্য খুজে পাইনা
সেখানে বক্রতার একফালি কাপড় ,
যে জীবন সরলরেখার বক্রতাই সেখানে ভালো।।
ধন্যবাদ দিলাম না, সামাজিকতা আমার মধ্যে নেই। কেমন লাগলো সেটা জানালাম।
২৮ শে জানুয়ারি, ২০১৫ রাত ৮:৩৯
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: আমিও কি বলবো বুঝতে পারছি না ভাই! তাই ধন্যবাদ না দিয়ে শুভ কামনা করলাম! ভাল থাকবেন!
©somewhere in net ltd.
১| ১৬ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৪৫
দর্পণ বলেছেন: অথচ আমাদের সেই সময়গুলো কতই না প্রাণবন্ত ছিল...বল তো?
ভালোবাসা আর ভালোলাগায় জ্বলছিল প্রতিটি মুহূর্ত...
মনে হত আমি নিঃশেষ হয়ে যাচ্ছি... নিজে পুড়ছি ...
জ্বলে যাচ্ছি কিন্তু তারপরও তোর গুমোটধরা মনের আকাশ আলোকিত করতে চেয়েছি...!
আজো কি চাই না তা...বল? হাহাআহ অথচ এক সময় চুপিচুপি
কিন্তু আমাদের মাঝে প্রকাশ্যে সেই ভালোবাসা আর ভালোলাগার আবেশ কেড়ে নিয়েছিলি...
ভালোবাসা তো এমনই হয় ইপ্সিতা।