নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ধুমায়িত চায়ের কাপটা হাতে নিয়ে মেয়েটা ঝুল বারান্দার একপাশে গিয়ে দাঁড়ায় ...
চায়ের কাপের ধোঁয়ার সাথে সাথে ঘোরলাগা এক দৃষ্টিতে মেয়েটা আনমনে আবারো সেই কল্পনার জগতে চলে যায়...
যেখানে এক হাতে এমন-ই ধুমায়িত চায়ের কাপ নিয়ে মেয়েটি উদ্ভ্রান্তের মত আকাশের দিকে তাকিয়ে থাকা ছেলেটার পাশে গিয়ে দাঁড়িয়েছিল... ছেলেটা তবুও বুঝতে পারেনি...!
কিছুক্ষন পর মেয়েটা ছেলেটার মাথায় টাস করে একটা চাটি মেরে
রাগান্বিত দৃষ্টিতে গাল ফুলিয়ে সামনে গিয়ে দাঁড়ায়... !
উদ্ভ্রান্ত ছেলেটা কোথায় যেন ডুবে গিয়েছিল আর মেয়েটার চাটিতে সে যেন সম্বিত ফিরে পায়...
অথচ এই মেয়েটাকেই সে কখনো মায়াবতী কখনো মারমুখী কখনো পেত্নী তো কখনো লক্ষী বলে ডাকে...!
মায়াবতী মেয়েটার মারমুখী রূপটা ছেলেটার বড্ড বেশি পছন্দের!
আর সেই মায়াবতীটা তার পাশে এসে দাঁড়িয়েছে এটাও আজ সে বুঝতে পায়নি... না জানি কি হয় এভাবেই ছেলেটা উদ্ভ্রান্তের মত মাঝে মাঝে কোথায় যেন হাবুডুবু খায়...
মাঝে মাঝে এভাবেই তাকে তলিয়ে যেতে দেখে মেয়েটা...
বারবার সে তলিয়ে যাওয়ার রহস্যটা জানতে চেয়েও মেয়েটা জানতে পারে না...ছেলেটা এই সেই বলে উড়িয়ে দেয়... অন্যমনস্কতার ঘোর থেকে ছেলেটা কিছুটা ফিরে আসে -
বলে ওঠে আনমনে আবার ধুস্ শালা... আমি না একটা--
এ পর্যন্ত বলেই আবার ডুব দেয়ার আগে মেয়েটার হাত থেকে চায়ের কাপটা নিয়ে নেয় সাবধানে...
এরপর আবার সেই ধোঁয়াটে চায়ের কাপের দিকে একবার তাকায়
একবার কপাল কুঁচকে রাগান্বিত হয়ে গাল ফুলিয়ে থাকা মেয়েটার দিকে তাকায়...।মেয়েটার কুঁচকে থাকা কপালের দিকে তাকিয়ে চমকে যায় ছেলেটা!
দেখে কি যেন নেই...কোন রিনিঝিনি শব্দ ও শুনতে পাচ্ছে না।। উফস্!মনে পরে ছেলেটার মেয়েটাকে আজ কালো টিপের পাতা কিনে দেয়ার কথা ছিল, সাথে এক ডজন চুড়ি...!
ইসস, আবার ভুলে গেছে সে... কিচ্ছু হবে না তাকে দিয়ে...
ভাবতে ভাবতে সে আবার তলিয়ে যেতে থাকে... সজোরে তার সিল্কি চুলে টান পড়ে...দেখে মেয়েটা মারমুখী হয়ে গাল ফুলিয়ে তার দিকে তাকিয়ে আছে...!
আহারে! ভুলে গেছি একদম সত্যি বলছি... এভাবেই চোখ ছলছল করে ছেলেটাও মেয়েটার দিকে তাকায়...
কি জানি কিহয়... মেয়েটা মারমুখী থেকে মায়াবতী হয়ে ছেলেটার চোখ পড়ে ফেলে...এক ঝটকায় হাত নামিয়ে আলতো করে ছেলেটার হাত মুঠো করে ধরে মুচকি হেসে বলতে থাকে- আরে ধুস্!লাগবে না আমার চুড়ি/ টিপ! হাঁদারাম, আমি তো এসব এমনি বলি...ছেলেটা আবার তলিয়ে যেতেথাকে... চায়ের কাপে ডুবে যাওয়া বিস্কুটের মত...মেয়েটা ঝুল বারান্দার এক পাশে থাকা টেবিলে এবার চায়ের কাপটা রেখে
আলতো করে ওড়নার এক কোনা দিয়ে চোখের কোনটা মুছে নেয় এরপর আবার আনমনে আকাশের দিকে তাকিয়ে ফিসফিস করে বলে ওঠে- আর কত ঘুমাবি রে গরুটা?!?
ওঠ এবার, চায়ের কাপে মুখ ডুবিয়ে তাড়াতাড়ি অফিস যা...
বলেই ছেলেটার মায়াময় ঘুমন্ত মুখটার দিকে অদ্ভুদ ভাবে তাকায় কল্পনায় ...! ওদিকে ছেলেটা বিছানায়এপাশ- ওপাশ করতে করতে ঝট করে উঠে পড়ে...আনমনে বলতে থাকে-
এবার মেয়েটার জন্য তাকে একটা কালো টিপের পাতা আর চুড়ি আনতেই হবে...পড়িয়ে দিতে হবে সেই টিপ তার কপালে আর চুড়ি হাতে...দেয়ালে থাকা ঘড়ির টুংটাং শব্দে ছেলেটা আবার তলিয়ে যায় ভাবতে থাকে... আহা!কল্পনার জগতটা কতই না সুন্দর ঠিকসেই মায়াবতী মারমুখী পেত্নীটার মত ভয়ঙ্কর মারমুখী সুন্দর...
আর ওপাশে মেয়েটা ভাবতে থাকে তাদের এই কল্পনা কল্পনা খেলাটা আসলেই কত সুন্দর ঠিক একটু আগে ছেলেটার ঘুমন্ত মায়াময় মুখটার মত ভয়ঙ্কর মায়াময় সুন্দর... !
২১ শে জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৫৪
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া! কেমন আছেন?
২| ২১ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৪৫
নাজমুল হাসান মজুমদার বলেছেন: সিক্যুয়েল হবে নাকি এখানেই শেষ ?
শুভেচ্ছা
ভালো থাকবেন ।
২১ শে জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৫৬
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হহহাআ জানি না সিক্যুয়েল হবে কি না...! অনেক ধন্যবাদ ! ভাল থাকবেন!
৩| ২১ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:২০
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: দেয়ালে থাকা ঘড়ির টুংটাং শব্দে ছেলেটা আবার তলিয়ে যায় ভাবতে থাকে... আহা!কল্পনার জগতটা কতই না সুন্দর ঠিকসেই মায়াবতী মারমুখী পেত্নীটার মত ভয়ঙ্কর মারমুখী সুন্দর...
আর ওপাশে মেয়েটা ভাবতে থাকে তাদের এই কল্পনা কল্পনা খেলাটা আসলেই কত সুন্দর ঠিক একটু আগে ছেলেটার ঘুমন্ত মায়াময় মুখটার মত ভয়ঙ্কর মায়াময় সুন্দর..''----------------------- এই লাইনগুলো খুবই ভাল লেগেছে
২১ শে জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৫৬
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: অনেক ধন্যবাদ আপু! ভাল থাকবেন!
৪| ২১ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:২৭
হাসান মাহবুব বলেছেন: এইসব তুই তোকারি হাঙ্গামাময় প্রেম বড়ই উপভোগ্য বাস্তবে এবং কল্পনাতেও।
২১ শে জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৫৭
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু ভাইয়া ভালোবাসার হাঙ্গামা তুই/তুমি কিংবা বাস্তব/ কল্পনা সব জায়গায় সুন্দর ! অনেক ধন্যবাদ ! ভাল থাকবেন!
©somewhere in net ltd.
১| ২১ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৪১
ইমতিয়াজ ১৩ বলেছেন: প্রথম ভাল লাগা।
ভাল থাকুক ঈপ্সিতা চৌধুরী