নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাস্তার পাশে দাঁড়িয়ে চটপটির প্লেটটা সাবাড় করে আবার এক প্লেট নিল বাচ্চু হাতিটা...(ওর খাওয়ার জন্য ওকে বাচ্চু হাতি বলে মেয়েটা !)
এই প্লেট শেষ করে এবার এক প্লেট ফুচকা... টপাটপ একটার পর একটা ফুচকা শেষ করে চলেছে হাতিটা...
মেয়েটা অবাক হয়ে ওর খাওয়া দেখছে আর প্লেট দেখছে ...
একটা একটা ফুচকা ও মুখে দিচ্ছে আর গপগপ করে খাচ্ছে... কোনদিকে হুশ নেই... !
প্লেটের ফুচকা খাওয়া শেষে মেয়েটার দিকে তাকালো বাচ্চু হাতি নামক ছেলেটা ...
মেয়েটা ওর প্লেটেটা ছেলেটার দিকে এগিয়ে দিয়ে বলল- কি রেখুব খুদা লেগেছে তোর?
খাস নাই কিছু সকালে?ছেলেটা হাসল ... কিছু না বলে মেয়েটার প্লেটটাও নিয়ে নিল-এবার টপাটপ খাওয়ার আগে মেয়েটার দিকে একটা ফুচকা এগিয়ে আনলো...
মেয়েটার চোখ ভিজে গেলো... ওড়নার এক প্রান্ত দিয়ে চোখের কোণা মুছে ফুচকা টা হাতে নিয়ে ছেলেটার মুখের দিকে ধরলো...
ছেলেটা আবার সেই ফুচকা নিয়ে মেয়েটার মুখে ধরলো...
এবার মেয়েটাএকটু কামড় দিয়ে ভেঙ্গে নিয়ে তা ছেলেটার মুখে পুড়ে দিল...।ছেলেটা ফুচকাটা মুখে নিয়ে অবাক দৃষ্টিতে মেয়েটার দিকে তাকিয়ে রইল...
>অই বাচ্চু হাতি কি দেখছিস?
> কই কিছু না তো!
>মানে?
>হু
>আবার হু! তুই একটা ঘোড়ার ডিম... না হাতির ডিম!
>কাকে বললি ?
> জানিস না কাকে?!?
>ও আচ্ছা!
>নে ওঠ... যাই, এই নে পার্স ! টাকা নিয়ে বিল দে!
>ছেলেটা এবার হেসে ওঠে- হাহহা আজ পার্স ছিন্তাই করতে দিলি না কেন?অনেক দেনা হয়ে গেছে তাই না? আচ্ছা যা- সব সুদে-আসলে শোধ করে দেবো!
>তা তো দিতেই হবে! তুই কি ভেবেছিস এমনি ছেড়ে দেবো?
>হাহহা সে তো জানি রে গুন্ডি!
>নে চল!
>আবার কোথায় ?
>কোথায় মানে? বাসায় যাবো আর তুই কোন মাথায় যাবি তুই জানিস!
>আমি কি যাবো তোর সাথে?
>না অন্য কারো সাথে যা... হাঁদারাম !আমার সাথে এসে আবার আমাকেই জিজ্ঞেস করিস, আমার সাথে যাবি কি না...।!
>হু...
>>এরপর মেয়েটা রিকশা ডাকে...রিকশায় ঊঠে বসে... রিকশা চলতে শুরু করে হাবলা ছেলেটা হাবলার মত দাঁড়িয়ে থাকে...
মেয়েটা রিকশার মধ্য থেকে পেছনে ফিরে দেখে, তারপর রিকশায়ালাকে নিয়ে আবার পিছে ফিরে আসে...
এসেই ছেলেটার হাত ধরে টেনে রিকশায় তোলে... চুপচাপ দু’জনে হাতের উপর হাত আলতো করে রেখে বসে থাকে... !
...... এক বিকেলে আনমনে ফুটপাথ ধরে মেয়েটা হাঁটছিল ...
হঠাৎ চোখ যায় সেই ফুচকা/চটপটির দোকানটার দিকে...
ঘোরলাগা দৃষ্টিতে কিছু একটা খুঁজতে থাকে...
চোখআটকে যায় দু’টো ছেলে- মেয়ের ফুচকার প্লেটে হুড়োহুড়ি করা দেখে...ফুচকায়ালা বলে আপা আসেন... খেয়ে যান... মেয়েটা মাথা নেড়ে মুচকি হেসে না বলে...
মেয়েটার ঘোলাটে দৃষ্টিতে কেউ একজন অবাক হয়...বলে কিছু খুঁজছেন ...মেয়েটা বলে চলে- না তো কিছু খুঁজছি না...
বুকের ভেতরটা চিনচিন করে ওঠে...
আর কিছু না বলে মেয়েটা ফুটপাথ ধরে আবার হাঁটতে থাকে...
অনুভব করে সে যা খুঁজছে তা এক মায়া...অদ্ভুদ এক টান...
সেই মায়া আর টানটা শুধু একজনের জন্যই হয়... সবার জন্য নয়...।।
২২ শে জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:২৫
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহহা হু করতেও পারে... যদি মেয়েটির আকুতি তার কাছে পৌছায় ...... ধন্যবাদ !
২| ২২ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:২৯
তোমোদাচি বলেছেন: ছেলেরা এভাবে ফুস্কা খাই এই প্রথম শুনলাম। আসলে মনে হয় উল্টাটা হয়ে গেছে ...
২২ শে জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:২৫
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: উহু ফুচকা মেইন ফ্যাক্টর না... এখানে খাওয়াটা এবং ছেলেটার খুদা’টা মেইন ছিল... আরো কিছু বিষয় আছে, হয়ত বুঝতে পারেন নি! ধন্যবাদ !
৩| ২২ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:৫৬
ইয়াশফিশামসইকবাল বলেছেন: ইপশিতা, মানুষের জীবন মাঝে মাঝে এতো কষ্ট ভোগ কোরে কেনো? প্রকৃত ভালোবাসা মানেই কি দুখ্খ বোধে ভেসে যাওয়া?
২২ শে জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:২৫
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু ভালোবাসাতে এমন সুখ- দুঃখ থাকবেই... ! আর কষ্ট ছাড়া শুধু সুখের জীবন আমরা তো পাই না... ধন্যবাদ !
৪| ২২ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:২৭
ইমতিয়াজ ১৩ বলেছেন: প্রথম ভাল লাগা এই ব্লগ সন্ত্রাসীটর এই পোষ্টে।
ভাল থাকুক ঈপ্সিতা চৌধুরী।
২২ শে জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:২৫
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহা অনেক ধন্যবাদ ভাইয়া! সন্ত্রাসী ভালমত হতে পারলাম না তো!!
৫| ২২ শে জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৫৭
মনিরা সুলতানা বলেছেন: ক্যাম্পাস গল্প মনে পরে গেল
লেখায় ++++++
শুভ কামনা
২৩ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ২:২৯
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহা অনেক ধন্যবাদ আপু! শুধু কি ক্যাম্পাস... এরকম ঘটনা ক্যাম্পাসের বাইরেও ঘটে... !
৬| ২২ শে জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৫৭
হাসান মাহমুদ ১২৩৪ বলেছেন: ছেলেরা এত ফুসকা খায় ??
অনেক touchy silo
২৩ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৩০
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: আগেও বলেছি একটা কমেন্টে- আসলে ফুচকা খাওয়াটা মেইন ফ্যাক্টর না... ছেলেটার খুদা +আরো কিছু বিষয় আছে ভাইয়া! অনেক ধন্যবাদ !
৭| ২২ শে জানুয়ারি, ২০১৫ রাত ১০:৩৭
ক্ষুদ্র খাদেম বলেছেন: এইরকম হইল না জীবনে
আপনি তো অনেক পোস্ট দেন দেখা যাচ্ছে
২৩ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৩০
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: কেন কেন? আর হতাশ হচ্ছেন কেন? হতেও তো পারে? তাই না কি? ধন্যবাদ !
৮| ২৩ শে জানুয়ারি, ২০১৫ রাত ২:০৫
ছ্যাকামাইছিন বলেছেন: হুমম
২৩ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৩০
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হুম-৪ !
৯| ২৫ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১:১৫
তুষার কাব্য বলেছেন: ছেলেরা এত ফুসকা খায়
২৫ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:১০
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: গল্পের ছেলেটা শুধু ফুচকা না-- সব কিছুই বেশি বেশি খায়!!!!!
©somewhere in net ltd.
১| ২২ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৪৮
নিলু বলেছেন: ছেলেটির মন , আনচান করছে বোধ হয় ।