নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আর একটাও কথা বলবি না ! ঘুমা এখন...... মেয়েটার মেসেজ যায় ছেলেটার কাছে...।
গাধা ছেলেটা জানে মেয়েটা রেগে গেছে ...আর এটাও জানে শুধু সরিতে কাজ হবে না... !
মেয়েটা ছেলেটার মত হুট হাট রেগে যায় না... কিংবা হুট করেই বলে ফেলে না এমন কিছু...
কিন্তু যখন রেগে যায় তখন সেই রাগ ভাঙ্গানোই মুশকিল হয়ে যায় তার... !কতবার যে কান ধরেছে এই রাগের কারনে... কিন্তু এইবার... কি হবে...ভাবতে ভাবতে ছেলেটা কুয়াশা ভেজা সন্ধ্যায় জবজব করে ঘামে ভিজে যায়... !
চোখ বন্ধ করে ছেলেটা বুঝতে পারে মেয়েটা একদম চুপচাপ বসে আছে বিছানার পাশে জানালা ধরে কিংবা ঝুল বারান্দায়...
রাগতে রাগতে তার কপাল কুঁচকে যাচ্ছে বারবার... দু’চোখের মাঝে যেন আগুন ঝরছে ...
ঠোঁট কেপে উঠছে বারবার... কপাল কুঁচকে মেয়েটা ঠোঁট কামড়ে ধরে আছে...মনের ভেতর চলছে তোলপাড় ...
মেয়েটার একটা প্রব আছে সে প্রচন্ড রেগে গেলে কখনো কখনো ঠাস- ঠাস করে শব্দ করবে নয়ত এতটাই নীরব চুপচাপ হয়ে যাবে যে সেই নীরবতা কারো বুকে ছুড়ি বসানোর থেকে কম না...
কিন্তু ছেলেটা এটাও জানে কিছুক্ষন পর সেই রাগ দপ করে কমে যাবে মেয়েটা কিছু একটা বলে মেসেজ দিবে...
ছেলেটা সেই কল্পনা কল্পনা খেলায় চলে যায়-- দেখতে পায় সে ......
মেয়েটার কুঁচকে থাকা কপালের দিকে অপলক দৃষ্টিতে দেখতে দেখতে সে চোখের দিকে এসে থমকে যায়...
ওরে বাপ্স্ কিসেই দৃষ্টি ! না ভয়ঙ্কর কোন দৃষ্টি না - আশ্চর্য রকম শীতলতা সেই দৃষ্টিতে ...ভয়ে চোখ নামিয়ে ফেলে ছেলেটা... তারপর মুচকি হাসতে থাকে... আর মনে মনে বলে-
“ তুই কি জানিস? তোর এই শীতল দৃষ্টি কিভয়ঙ্কর”? --
একটু পর ছেলেটা মুখ তুলে তাকিয়ে দেখে মেয়েটার ঠোঁটের কোণে এক চিলতে হাসি খেলেযাচ্ছে...
তার মানে মেয়েটা পড়ে ফেলেছে ছেলেটার ভাষা... !
ছেলেটা আবার মেয়েটার দিকে তাকায়...
বুঝতে পারে অই চোখের শীতলতার আড়ালেই লুকিয়ে আছে গভীর ভালোবাসা ...... ! এত্ত অভিমান তোর?!? আনমনে ছেলেটা বলে ওঠে......আর কিছু বুঝে ওঠার আগেই দেখে মেয়েটা তার সিল্কি চুল এলোমেলো করে টেনে দুম দুম করে পিঠের উপর মেরে চলেছে ...ইসসস্ তুই একটা মারকুট্টী মাস্তান !ব্যাথা পাচ্ছি তো বলেই ছেলেটা হাসতে হাসতে সত্যি সত্যি কোঁকাতে থাকে...
মেয়েটা অবাক হয়ে মার থামিয়ে বলে-“ কাউকে এভাবে কিলালে সে হাসে রে গাধা ”!!!
ছেলেটা বলে চলে- “ কাউকে গালি দিলে কেউ হাসে রে গাধি”!!
মেয়েটার মনে পড়ে- ছেলেটা রেগে গিয়ে তাকে গালি দিলে সে হাসতেই থাকে......।
২৩ শে জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৫৪
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ধইনা পাতা দিলাম! অনেক ধন্যবাদ !
২| ২৩ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:০৮
ভিটামিন সি বলেছেন: ইরাম মেয়েরে ধইরে জেলখানায় পুইরে রাখা উচিত।
২৩ শে জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৫৪
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ইরাম ভাইরেও আমি চাই না যে বুন্টির নায়িকারে জেলে পাঠায় হু! আমার পুতলি ভাবী কেমন আছে?
৩| ২৩ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:৪১
রাজু মাষ্টার বলেছেন: ছোট্ট সুন্দর ১টা গল্প
২৩ শে জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৫৫
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ঠিক গল্প না... কিছু অনুভূতি ! অনেক ধন্যবাদ !
৪| ২৩ শে জানুয়ারি, ২০১৫ রাত ১০:৫৩
হাসান মাহমুদ ১২৩৪ বলেছেন: ভালো লাগলো।
২৫ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:০৮
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ধন্যবাদ !
৫| ২৩ শে জানুয়ারি, ২০১৫ রাত ১১:৩২
বটের ফল বলেছেন: ভালো লাগলো ।
২৫ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:০৯
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ধন্যবাদ !
৬| ২৪ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৫৭
হাসান মাহবুব বলেছেন: কিউট।
২৫ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:০৯
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ধন্যবাদ !
৭| ২৫ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ২:১৫
ইমতিয়াজ ১৩ বলেছেন: নষ্টালজিক এই অনুভূতি গুলো বাস্তবতায় রুপ নিবে কবে ???
ভাল থাকুক ব্লগ সন্ত্রাসীটা।
২৫ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:০৯
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহা সেটা তো সময়-ই বলে দেবে ভাইয়া! ভাল থাকবেন!
©somewhere in net ltd.
১| ২৩ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৫২
ভুল্কিস বলেছেন: অল্প স্বল্প প্রেমগল্প ভালো লাগিলো