নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Epshi007

ঈপ্সিতা চৌধুরী

I wanna know the wonders around me

ঈপ্সিতা চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

ডুবতে থাকা মেয়েটার খবর ছেলেটা ভুল করেও জানতে পারে না...

২৫ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:০৫

কল্পনা কল্পনা খেলায় ছেলেটা কতবার মেয়েটাকে বউ বানিয়েছে...

তার একলা ঘরে টোনাটুনির মত করে কুটকুট করে ঝগড়া আর হাসি-ঠাট্টায় সংসার সংসার খেলাটা খেলেছে...

চারপাশ জুড়ে কত শত হাহাকার আর না পাওয়ার বেদনার সাথে যুদ্ধ করে ক্লান্ত হয়ে ছেলেটা সেই একলা ঘরে ফিরেছে...

মেয়েটা ছেলেটার জন্য রাত জেগে না খেয়ে বসে থেকেছে...

ছেলেটা ঘরে ফিরলে সেই ঘর্মাক্ত/ক্লান্ত ছেলেটাকে বুকে জড়িয়ে নিয়েছে,আলতো করে ওড়নার কোনা / শাড়ির আঁচলে তার মুখ মুছিয়ে দিয়েছে...এরপর ছেলেটার জন্য গরম পানি/ তোওয়ালে এগিয়ে দিয়েছে ...ছেলেটার ভেজা মাথা মুছে দিয়েছে... এক সাথে পাশে বসে খেয়েছে...রাত গভীর হতে থাকে মেয়েটা ছেলেটার মাথায় হাত বুলিয়ে দিয়েছে ...ছেলেটা এক নিমিষেই ঘুমিয়ে যায়... ডুবে যেতে থাকে ...আহ্‌ কি মধুর সে ঘুম... মেয়েটা জানালা ধরে আঁকড়ে বসে ছেলেটার ঘুমন্ত মুখে ডুব দিয়েছে...

ভালোবাসার এমন গল্পগুলি কি ঘুমায়...? না ঘুমায় না...!

তারা এভাবেই স্বপ্ন হয়ে কারো কারো চোখে জেগে থাকে... কি অদ্ভুদ সে স্বপ্ন ...।।

......ঘুমন্ত ছেলেটার ঘুম ভাঙ্গে... যেন এক ঘোর থেকে সে উঠে আসে...সেই ঘোরটা কল্পনা থেকে তাকে বাস্তবে নিয়ে আসে... আহা !কল্পনায় এত্ত এত্ত যুদ্ধ জয় করে এসে যে ছেলেটা মেয়েটার আলতো স্পর্শে ঘুমিয়ে পড়েছিল...বাস্তবের এই একটা যুদ্ধের সামনে সে যেতে পারলো না...সেই যুদ্ধের মুখোমুখি না হয়েই নিজেকে পরাজিত ঘোষণা করে বসলো ...

যেন নিজেকে পরাজিত দেখতেই তার পছন্দ...

ছেলেটা তার চোখের সামনে মেয়েটার ডুবে যাওয়া দেখছে...

বুঝতে পারছে সব কিছু কিন্তু পিনপতন নীরবতায় নিজেকে আড়াল করে রেখেছে...তার বুকের ভেতর থেকে একরাশ জমাট বদ্ধ দীর্ঘশ্বাস বেড়িয়ে আসে...

ফিসফিস করে বলতে থাকে... নিজেকে আড়াল করেই রাখো...

যতটা পারো... পাশ কাটিয়ে চলে যাও...

একদিন মেয়েটার কোলে মাথা রেখে যে ছেলেটা তার সব কষ্টকে ভুলে যেত আজ সেই ছেলেই মেয়েটার কষ্টকে দেখে নিজেকে আড়াল করে রাখে...

যে মেয়েটা ছেলেটার সব কষ্টের ভাগ নিয়েছিল আজ সেই ছেলেটাই

মেয়েটার কষ্টের ভাগ নেয়া তো দূরে থাক বরং নিজেকে বাঁচাতে তাকে পাশ কাটিয়ে চলে...

ছেলেটার চোখের আড়ালে মেয়েটা প্রতিনিয়ত ডুবতে থাকে...

ডুবতে থাকা মেয়েটার খবর ছেলেটা ভুল করেও জানতে পারে না...

জানতে চায় না... কিছু মানুষের ডুবে যাওয়ার কথা এভাবেই অজানা থেকে যায়...

একদিন সেই মানুষটাও সব জানা-অজানার বাইরে চলে যায়......

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৫ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:১০

ইমতিয়াজ ১৩ বলেছেন: প্রথম ভাল লাগা প্রেমময় সাংসারিক গল্পে। কিন্তু বাস্তবতার স্বাদ কোথায় ????





ভাল থাকুক ঈপ্সিতা চৌধুরী

২৬ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:৩৩

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহাহ ভাইয়া ধন্যবাদ ! কিছু কিছু কল্পনা বাস্তবে রূপ নেয় না... আবার কিছু কল্পনা বাস্তবকেও হার মানায়......।। কেউ কেউ কল্পনার জগতে কিছু স্বপ্ন বাঁচিয়ে রাখে... বাস্তবে যদি তা কখনো ধরা দেয় এই ভেবে!

২| ২৫ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:২৪

নিলু বলেছেন: লিখে যান

২৬ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:৩৩

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু লিখছি-ই তো!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.