নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Epshi007

ঈপ্সিতা চৌধুরী

I wanna know the wonders around me

ঈপ্সিতা চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

ভেতরে ভেতরে এসব অনুভূতিকে স্বীকার না করার কোন পথ নেই রে হাবলাটা ......।

৩১ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:০৬

আহা! কি মধুর ভালোবাসা ! দূরে থেকেও কতবার পাশাপাশি বসা...
নানা খুনসুটিতে এক অপরের গায়ে হেলে পড়া...
ক্লান্ত দুপুরে নিজের কাঁধে বিশ্রাম নিতে থাকা মানুষটার মাথা ...
কল্পনায় একসাথে পাশাপাশি নরম ঘাসের উপর হাঁটতে হাঁটতে
আনমনে আঙ্গুলে আঙ্গুল ছুঁয়ে যাওয়া ......
ঘর্মাক্ত প্রেমিকের মুখটা ওড়নার প্রান্ত দিয়ে মুছে দেয়া...
হাতে থাকা কিছু কাঁচের চুড়ির রিনিঝিনি শব্দে প্রেমিকের মুগ্ধ হওয়া ...
একজন গালি দিচ্ছে অন্যজন হেসে চলেছে...
একজন অভিমান করেছে অন্যজন কান ধরে উঠ-বস করছে... !
একজন কি সব আবোল-তাবোল বকে চলেছে অন্যজন লজ্জায় মুখ লুকাচ্ছে...
একজন আড়চোখে দেখছে তো অন্যজন হেসে লুটিয়ে পড়ছে...
ইসস্‌ ভালোবাসার এই দৃশ্য গুলো অন্যরকম অনুভূতির সৃষ্টি করে...
ভাবলেই ... চোখ বুজলেই সেসব দৃশ্য সুখানুভূতির সৃষ্টি করে... !
ভালোবাসার এসব খুনসুটি ... কাঁচের চুড়ির রিনিঝিনি...
আদুরে বকাবকি আর গালাগালি ঘর্মাক্ত মুখ মুছে দেয়ার পর ঘামে ভেজা ওড়না...
আর আঙ্গুলে আঙ্গুলে ছুঁয়ে যাওয়া আছে বলেই তো বেঁচে আছি আমরা...
ভালোবাসি বলতে পারছি ... ভালবাসিস শুনতেও পারছি......
থাকুক না এভাবেই বেঁচে আমাদের ভালোবাসারা ......
যান্ত্রিকতার সাথে যতই নিজেকে রোবট ভাবিস না কেন...
ভেতরে ভেতরে এসব অনুভূতিকে স্বীকার না করার কোন পথ নেই রে হাবলাটা ......।

মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ৩১ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:১৬

শায়মা বলেছেন: ঘর্মাক্ত প্রেমিকের মুখটা ওড়নার প্রান্ত দিয়ে মুছে দেয়া...
হাতে থাকা কিছু কাঁচের চুড়ির রিনিঝিনি শব্দে প্রেমিকের মুগ্ধ হওয়া ...
একজন গালি দিচ্ছে অন্যজন হেসে চলেছে...
একজন অভিমান করেছে অন্যজন কান ধরে উঠ-বস করছে... !
একজন কি সব আবোল-তাবোল বকে চলেছে অন্যজন লজ্জায় মুখ লুকাচ্ছে...
একজন আড়চোখে দেখছে তো অন্যজন হেসে লুটিয়ে পড়ছে...
ইসস্‌ ভালোবাসার এই দৃশ্য গুলো অন্যরকম অনুভূতির সৃষ্টি করে...



আহারে কি আল্লাদ!!!!


মরে গেলাম !!!!!!!!!! :P

৩১ শে জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৫৪

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: একটু আধটু আহ্লাদ ...হুড়োহুড়ি আর মারামারি না থাকলে কি ভালোবাসা জমে...? এসব কিছু আছে বলেই তো আমরা বেঁচে আছি... !

২| ৩১ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:১৬

নাজমুল হাসান মজুমদার বলেছেন: আঙ্গুলে আঙ্গুলে ছুঁয়ে যাওয়া আছে বলেই তো বেঁচে আছি আমরা

৩১ শে জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৫৪

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু... এসব কিছু আছে বলেই তো আমরা বেঁচে আছি... ভালোবাসি বলতে পারছি... শুনতে পারছি...

৩| ৩১ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:১৭

নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা

৩১ শে জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৫৫

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: অনেক ধন্যবাদ ...ভাল থাকবেন!

৪| ৩১ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:২১

শায়মা বলেছেন: আমি আমার পোস্টে তোমার কমেন্টের যে রিপ্লাই দিলাম সেটা দেখতে পাইনা।:(

৩১ শে জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৫৫

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: আমিও দেখতে পাচ্ছি না তো!!!!!! সামুতে একি শুরু হল?

৫| ৩১ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:২৩

দিশেহারা রাজপুত্র বলেছেন: আমরা হয়তোবা মরে যাব কিন্তু ভালোবাসা চিরঞ্জীবী।
যান্ত্রিকতায় অভ্যস্ত আমরা হ্মণিকের অবসরে ওয়ালেটে লুকানো প্রিয়জনকে একপলক দেখার সাধ অবদমিত করতে পারি না।

আপনার কবিতা পাঠে ভালোবাসা জেগে উঠল।
তাই আর একবার প্রিয় রাজকণ্যার প্রেমে পড়তে ইচ্ছে করে।
লোকের ভীড়ে চুপিসারে ছুঁয়ে দিতে মন চাই সেই 'তোমাকে'।

৩১ শে জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৫৬

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু ঠিক বলেছেন... আমরা মরে যাবো কিন্তু আমাদের ভালবাসারা বেঁচে থাকবে... শুধু ইচ্ছে করবে কেন রাজপুত্র? এখুনি ডুবে যান প্রিয় রাজকন্যার প্রেমে... ছুঁয়ে দিন তাকে আলতো করে... ভাল থাকবেন... আর ভালোবাসায় ভাসবেন রাজকন্যার সাথে...।

৬| ৩১ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:১৫

শায়মা বলেছেন: উফ কত যে কষ্ট করে তোমার কমেন্টের রিপ্লাই দিলাম।:(

৩১ শে জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৫৬

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: আহাহা আর আমি সেই রিপ্লাই এখনো দেখতে পাচ্ছি না...... !!!!!

৭| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:৪০

ইমতিয়াজ ১৩ বলেছেন: প্রথম ভাল লাগা।





ভেতরে ভেতরে এসব অনুভূতিকে স্বীকার না করার কোন পথ নেই রে হাবলাটা ......।




ভাল থাকুক ঈপ্সিতা চৌধুরী সেই হাবলাটার সাথে।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৪১

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া! ... ভাল থাকুক লেখার নায়িকার সাথে হাব্লাটা... হহাহহা!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.