নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Epshi007

ঈপ্সিতা চৌধুরী

I wanna know the wonders around me

ঈপ্সিতা চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

কাকতাড়ুয়া তুই-ই বা কেন এত যন্ত্রনা সহ্য করে আহ্লাদে গদ্গদ হয়ে কথা বলিস...?

০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:০৫

>অই কাউয়া তোর গিএফ না প্রেমিকা ফোন দিছে! এত্ত লেট করলি কেন রে কাউয়া?

> তা চিল পাখি তুমি কই থেকে এত্তখনে উইড়া আসলা?

>সাবধান হইয়া যা কইলাম! ভাল করে কথা কো ! নইলে জাহান্নামী হয়ে যাবি কইলাম!

>কেন কেন কি করবি? হহাহা! তোরেও তাইলে জাহান্নামে নিয়া যামু!

> কি আবার কান ধরে উঠ- বস !হিহিহি তোরে ঠেইলা জাহান্নামে দিয়া আমি বেহেস্তী হুরের সাথে মাস্তি করুম!

>হাহহা ওকে আয়- প্রেমিক-প্রেমিকা খেলি? শুরু কর?

>আহহা! জান আমার ভাত খাইছো?

>না রে প্রিয়তমে! তুই আমাকে খাওয়াই দিস নাই তাই!

>আহারে! আমার কক কক মোরগটা! আসো তুমাকে খাওয়াই দেই...হাহা!

> হাহহা! এতদিন কোথায় ছিলেন? আমার প্রিয়ে বনলতা সেন!!!

>আহা! আহা! পুদিনা পাতা না না ধইনা পাতা পুঁটি মাছটা!

>তুই মেয়েটা না বহুত পাজী... হু হু!

>এতদিনে বুঝিলে বুঝি গাজী?

>ভালোবাসি ! ভালোবাসি ! বালিতে তোমার নাম লিখে দেবো......

>জলে ধুয়ে যাবে ইইইইইই

>হৃদয়ে তোমার নাম লিখে দেবো...

>বদনাম হয়ে যাবে......

>হয় যদি বদনাম... হোক আরো...আমি তো এখন আর নই কারো...

>অ্যাই অ্যাই কারো নই মানে কি রে... ?

>তুই না আসলেই একটা শয়তান্নী!

>ছেড়ে দে শয়তান্নন্নন্নন্নন্নন ...

>হহাহা চড়ুই পাখি তুই আমাকে এত ভালবাসিস কেন? কেন এত যন্ত্রনা দিস?

>> একদম অসহায়ের মত চুপ্টি হয়ে যায় মেয়েটা... কথা বলে না......

একরাশ হাহাকার ছুঁয়ে যায়... কষ্ট কষ্ট সুখের এক অদ্ভুদ অনুভবে ডুবে যায়...

তারপর নিজেকে সামলে নিয়ে বলে -

কাকতাড়ুয়া তুই-ই বা কেন এত যন্ত্রনা সহ্য করে আহ্লাদে গদ গদ হয়ে কথা বলিস...?মরে যাবো বলে? বল?

>কুলক্ষণে কথা বলবি না...!

>চোখ ভর্তি পানি নিয়ে আবার নীরবতা...

>ঔষধ খাচ্ছিস তুই ঠিক মত?

>না খাচ্ছি না! ফেলে দিচ্ছি আর কিছু জমিয়ে রাখছি তোকে খাওয়াবো বলে!

>>ছেলেটা বুঝতে পারছে মেয়েটা হাপুস-হুপুস করে কাঁদছে ...

>>মেয়েটা বুঝতে পারে ছেলেটার বুকের ভেতরে

এক অমানষিক হাহাকার আর কষ্টের স্রোত বয়ে চলেছে.....!

মন্তব্য ১৮ টি রেটিং +২/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:১৪

ইমতিয়াজ ১৩ বলেছেন: প্রথম ভাল লাগা সন্ত্রাসীটা এই পোস্টে।






ভাল থাকুক ঈপ্সিতা চৌধুরী

০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৩২

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: এইখানে সন্ত্রাসীগিরি কিন্তু করি নাই ভাইয়া...শুধু একটু দুষ্টামি করেছি । অনেক ধন্যবাদ ভাইয়া!

২| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:১৬

তোমোদাচি বলেছেন: চমৎকার!

০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৩২

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া!

৩| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:১৭

শায়মা বলেছেন: হায় হায় কাক তাড়ুয়া স্টিকি পোস্টে বানান ঠিক করছে আর তুমি কাকতাড়ুয়া নিয়ে এই লুতুলুতু পোস্ট দিলে ইপ্সিমনি!!!!!!!!! :P

০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৩৪

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: আমি ভুই খাইছি নিজের বানান নিয়ে ... শায়মামণি ! অহ্‌ আপনার পোস্টে আমার কমেন্টের রিপ্লাই আমি আজো দেখতে পাইনি ... আর আর লুতুপুতু কই দিলাম তো ভাংচুর টাইপের কথপোকথন ...

৪| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:২০

স্টিভেন রিয়াদ বলেছেন: আহালে কি বালুবাসা!!!
গল্প,উপন্যাস,ব্লগ কিংবা নোটসের মধ্যেই উহাকে পাই;
বাস্তবে এখনু উনার দেখা পাই নাই :||

০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৩৪

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: আপনার পিক দেখে তো খুব পিচ্চি মনে হচ্ছে ভাইয়া... এখুনি বাস্তবে বালুবাসা দেখা কি দরকার...? আর বাস্তবেও এমন ভালোবাসা দেখা যায়...

৫| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:৪৪

দিশেহারা রাজপুত্র বলেছেন: ভালোবাসা আর জীবন।

যেন ধোঁয়া ওঠা গরম ভাত এর সাথে শুকনো মরিচ দিয়ে আলু ভর্তা।

অসাধারণ। :)

ভালো লাগা জানবেন আর ভালো থাকবেন।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৩৪

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: আমি আলু ভর্তা খাই না তো!!!!! হহাহা অনেক ধন্যবাদ ! আপনিও ভাল থাকবেন ভাইয়া!

৬| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:০১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: বরাবরের মতই চমৎকার !!!
++++++++++++++

০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৩৫

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ইসস বরাবর তারপর এত্ত +... অনেক ধন্যবাদ ভাইয়া! ভাল থাকবেন!

৭| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:২৬

এস কাজী বলেছেন: মাথার আধ ইঞ্চি উপ্রে দিয়া গেল B-) B-) B-)

০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৩৫

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ভাগ্যিস উপ্রে দিয়ে গেছে... নিশানা বরাবর গেলে কি হত কে জানে...হহাহা!

৮| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:৪৭

নিলু বলেছেন: মন্দ নয় , লিখতে থাকুন

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:১২

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ধন্যবাদ ! ভাল থাকুন!

৯| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:৩০

হাসান মাহবুব বলেছেন: সুইট।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:১৩

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ধন্যবাদ ! ভাল থাকুন!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.