|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
>অই অই কি লুকাচ্ছিস রে...? কার জন্য কি কিনেছিস ? দেখা বলছি... দেখা বদমাশ..
>আরে কই কি? কিছু না রে ...
>মানে কি? আমারে কি তোর কানী মনে হয়...হু?
তোর হাতে একটা প্যাকেট আবার বলিস কিছু না!!! তোর মতলব কি রে? ঠিক করে বল?
>আরে বাপ চুড়ি রে চুড়ি... এমন করিস কেন...?
>ও ! তা বললে কি হত শুনি? আমি কি নিয়ে নিচ্ছি?
>আমি কি বলেছি নিয়ে নিবি! এমন করিস কেন?
>ওকে বাপ! মাফ চাই!
>আমি কি তোকে  মাফ চাইতে বলেছি?
>না বলিস নি! কিন্তু এমন ভাব করলি!যেন প্রশ্নটা জিজ্ঞেস করে মহা অপরাধ করেছি!
>অপরাধ যে করিস নাই তাও না!
>মানে কি? কি অপরাধ করলাম?
>কিছু না...
>হুম...
>দেখ চুড়িটা ... নে... ধর ...
>লাগবে না আমার...
>লাগবে না মানে? এতক্ষন তো দেখার জন্য মুখিয়ে ছিলি আর এখন ঢং করিস?
>আমি ঢঙ্গী তো তাই ঢং করি... আর আমি মুখিয়ে ছিলাম না দেখার জন্য...
>ছিলি না মানে... দেখতে দেখতে মনে হয় নজর-ই লাগিয়ে দিয়েছিস...।
>নজর লাগিয়ে দিলাম মানে? এটা কি খাওয়ার জিনিস বদের হাড্ডি?তুই খাচ্ছিস আর আমি হা করে দেখতে দেখতে নজর লাগিয়ে দিয়েছি বলে তোর পেট খারাপ হয়ে যাবে...।
আমি কি একবার ও চেয়েছি- বল?
>হইছে হইছে! ছিচকাঁদুনী... আর কাঁদতে হবে না... নে ...নিয়ে দেখ...
>নেবো না বললাম না... দেখবো না... আর আমি তোর মত ভেতকান্দুরা না...
>হইছে হইছে এক ডজন চুড়ির জন্য কাঁদতে হয় না গাধী!
> কখন কাঁদলাম হু? খালি মিছা কথা কস কেন শয়তান...
>তোর চোখের কাজল লেপ্টে গেছে... দু’চোখ বেয়ে নেমে আসা অশ্রু ফোঁটায় ...
>তোরে কেউ কাব্য কইতে কয় নাই ... চুপ থাক... সামনে থেকে যা...দূরে গিয়া ঘাস/লতা-পাতা আর তেলাপোকা / টিকটিকি দিয়ে কড়মড় করে মুড়ি খা... যা ভাগ...
>এইত দেখ... এই যে পানি... নে চোখ বন্ধ কর...
>হু... তুই চোখ  বন্ধ করতে বলে হাত ধরিস কেন...? কাজল কি চোখে না হাতে বদের হাড্ডি...?
>হাতে চুড়ি পড়াবো তাই হাত ধরেছি...অপরাধ হইছে?
>কি বলিস এসব...
>নড়িস না... এরকম ছট-ফট করলে তো চুড়ি পড়াতে গিয়ে ভেঙ্গে যাবে...আর বেশি নড়াচড়া করলে আমি-ই চুড়ি গুলি ভেঙ্গে ফেলবো 
তখন তো আবার ভ্যা ভ্যা করে কাঁদবি ...
ছিঁচকাঁদুনে ... হু  হু...
 ১১ টি
    	১১ টি    	 +১/-০
    	+১/-০  ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫  সন্ধ্যা  ৭:১১
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫  সন্ধ্যা  ৭:১১
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: আমি ছিঁচকাঁদুনে নানান্না ভাইয়া...। আপনিও ভাল থাকুন
২|  ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫  বিকাল ৫:২৫
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫  বিকাল ৫:২৫
কলমের কালি শেষ বলেছেন:   
   
   
 
  ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫  সন্ধ্যা  ৭:১১
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫  সন্ধ্যা  ৭:১১
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ?????????
৩|  ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫  বিকাল ৫:৪৬
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫  বিকাল ৫:৪৬
দিশেহারা রাজপুত্র বলেছেন: দিশেহারা রাজপুত্র জানতে চায়
মেয়েরা কি এখনো চুড়িতে খুশি হয়? 
  
  
 
  ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫  সন্ধ্যা  ৭:১১
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫  সন্ধ্যা  ৭:১১
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু হয়......... কেউ কেউ হয়......।।
৪|  ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫  দুপুর ১২:৪৪
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫  দুপুর ১২:৪৪
শায়মা বলেছেন: দিশেহারা রাজপুত্র বলেছেন: দিশেহারা রাজপুত্র জানতে চায়
মেয়েরা কি এখনো চুড়িতে খুশি হয়?
 
আমিও জানতে চাই 
রোজ রোজ চুড়ি চাও কেনো???
গজমতীর হার আনতে বলো ........
নইলে বারো হাত কাঁকুড়ের তেরো হাত .......
দেখি তখন কই যাই তোমার তেলাপোকা......  
 
  ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫  সন্ধ্যা  ৭:১২
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫  সন্ধ্যা  ৭:১২
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহা এই বায়নাটাই যে আমাকে বেশি মজা দেয়... হু হয় কেউ কেউ শুধু এক ডজন চুড়িতেই খুশি হয়......।। লেখার নায়িকা অইসব গজমতি- ফজমতি পড়ে না।।ইয়াকা ইয়াক...। এর থেকে এক ডজন লাল/নীল রেশমি চুড়ি কত সুন্দর......।
৫|  ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫  রাত ৯:২৭
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫  রাত ৯:২৭
দিশেহারা রাজপুত্র বলেছেন: গল্পের নায়িকারাই মনে হয় গজমতি না চেয়ে চায় চুড়ি।
বাস্তব হলে অবধারিত ভাবেই গজমতি। পারলে তার থেকেও বেশি কিছু।
ব্যতিক্রম অবশ্যই আছে। তবে এক্সসেপশন কান্ট বি অ্যান এক্সাম্পেল।  
 
এই রকমই কিছু একটা। 
  ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫  সন্ধ্যা  ৭:২৯
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫  সন্ধ্যা  ৭:২৯
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হহাহা আপনি রাজকুমার তো তাই ভাবেন রাজকুমারী গজমতি ছাড়া অন্য কিছু চিনবে না- আমি ভাই সাধারণ মানুষ -লেখার চরিত্রটাও একজন সাধারণ মেয়ের- যার কাছে অই এক ডজন চুড়ি মহা মূল্যবান ! আর জীবনের কথাই তো গল্পে আসে রাজকুমার... ভাল থাকবেন!
৬|  ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫  রাত ৮:২২
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫  রাত ৮:২২
মনিরা সুলতানা বলেছেন:   
 
©somewhere in net ltd.
১| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫  দুপুর ২:২৯
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫  দুপুর ২:২৯
ইমতিয়াজ ১৩ বলেছেন: ছিঁচকাঁদুনে ... হু হু...
ভাল থাকুক ঈপ্সিতা চৌধুরী