|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
তুই কি আমাদের বাসার আব্দুল হবি... ?
>বেরসিক হাম্বাটার যেন কি হয়েছে! ইদানিং তাকে খুব রোমান্টিজম পেয়ে বসেছে ...দাঁত কেলাইতে কেলাইতে আমাকে মেসেজ দিয়েছে- “ তুই কি আজ আমায় নতুন করে কিছু বলবি...? 
>বললাম- তুই কি করে জানলি যে- আজ তোকে আমি কিছু বলবো ...?
>হে হে জানি রে জানি! তুই কি সত্যি আমাকে হাব্লা ভাবিস? আজ প্রোপোজ ডে জানি... 
>হু তাই তো... 
>বল না কি বলবি?
>সত্যি বলবো ...? 
>হু হু... তুই আজ যা বলবি- আমি তা গ্রহন করবো... মানে মেনে নেবো...। 
>সত্যি বলছিস?
>হু রে হু...
>ওকে শোন তাহলে-“ তুই কি আমাদের বাসার আব্দুল হবি”? ঘর ঝাড়ু দেয়া থেকে শুরু করে সব কাজ করবি...?
>শালা... শয়তান্নী... ... খাচ্চরনী... এইটা কি বললি-...যা ভাগ... 
>কেন কেন? আব্দুল হওয়ার প্রস্তাব খারাপ না কি রে... বদমাশ... 
>চুপ থাক-- তোর সাথে কথাই কমু না... এইটা একটা প্রস্তাব শালা শয়তান্নী...... 
>হাহাহহাহহাহা --- আব্দুল হবি? তুই কি আমার আব্দুল হবি...?  
@ ইহা গতকালের কাহিনী......।। 
ছি ছি হাম্বা তুই এত্ত খারাপ... ! 
>নিরস হাম্বার মেসেজ-“অই আজ না কি রোজ ডে”?
>বললাম- না রোজ ডে না- গোলাপ দে... 
>মানে কি?
>কি আবার গোলাপ দে বদমাশ... 
>হাহহা- শয়তান্নী! তাহলে চক্লেট ডে র দিন কি বলবি?
> কি আবার? চক্লেট দে শয়তান... 
>আর কিস ডে র দিন...... 
>হহাহা শয়তান... কি আবার?
>বল- এখন বল? 
>বলবো ? 
>হু?
>পাপ্পি দে...... হিহিহি 
>অই আমি কি পিচ্চি না কি - যে- পাপ্পি দেবো? 
>তাইলে কিছু দেয়ার দরকার নাই কেমন...।। 
>না না হবে না-- খেলুম না কইলাম-- বল- বল্লল্লল্লল্ল 
>ওকে বলতেছি- ছি ছি হাম্বা তুই এত্ত খারাপ!!!! 
>এইটা কি কইলি তুই?কিস ডে তে- তুই বলবি- কিস দে... খেলুম না যা শয়তান্নী..
 ৬ টি
    	৬ টি    	 +২/-০
    	+২/-০  ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫  দুপুর ২:৩৫
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫  দুপুর ২:৩৫
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহা সুড়সুড়ি... !!!!!!! রাজকুমারীর সাথে আপনার দেখা হোক আবার... তারপর শুনবো দু’জনের অনেক প্রেমময় কাহিনী।। ভাল থাকুন।।
২|  ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫  রাত ৯:০৯
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫  রাত ৯:০৯
নিলু বলেছেন: লিখে যান
  ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫  দুপুর ২:৩৫
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫  দুপুর ২:৩৫
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ধন্যবাদ !
৩|  ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫  সকাল ১০:১০
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫  সকাল ১০:১০
ইমতিয়াজ ১৩ বলেছেন: <আর কিস ডে র দিন......
পৃথিবীর দীর্ঘতম কিস হোক ........
ভাল থাকুক ঈপ্সিতা চৌধুরী  
  ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫  দুপুর ২:৩৬
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫  দুপুর ২:৩৬
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহা ভাইয়া যে কি বলেন!!!!!!
©somewhere in net ltd.
১| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫  সন্ধ্যা  ৭:২২
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫  সন্ধ্যা  ৭:২২
দিশেহারা রাজপুত্র বলেছেন: কথোপকথন মনে সুড়সুড়ি জাগাইলো।
কি যেন স্মৃতিরর বুকে মাথা তুলে তাকাতে চাইছে।
প্রেমময় জীবন হোক আপনার।
ভালো থাকবেন।