নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Epshi007

ঈপ্সিতা চৌধুরী

I wanna know the wonders around me

ঈপ্সিতা চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

অভিমানে থর থর করে কেঁপে ওঠা মেয়েটার হাতটা ছেলেটাকেই এসে খুঁজে নিতে হবে...

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৩৩

মেয়েটার লাল গ্লাডিওলাস আর টকটকে জারবারা খুব পছন্দ... আর চুড়ি...একটা লাল টকটকে যেটাকে সিঁদুর লাল বলে ঠিক সে রঙের শাড়ি পড়ে দাঁড়িয়ে আছে... কপালে টিপ নেই ... হাতে চুড়ি নেই... শুধু চুলটা খোঁপা করা ... কথা আছে ছেলেটা লাল গ্লাডিওলাস/ জারবারা আর এক ডজন লাল টকটকে রেশমি চুড়ি নিয়ে আসবে... সাথে দুটো টিপের পাতা... একটা কালো আর একটা লাল... মেয়েটার কালো টিপ খুব পছন্দের... আহা... সেই ফুল ছেলেটা নিজ হাতে মেয়েটার খোঁপায় পড়িয়ে দেবে... মেয়েটা লজ্জায় লাল হয়ে যাবে... তাকাতে পারবে না ছেলেটার দিকে... ছেলেটা যখন আলতো করে মেয়েটার হাত ধরবে... মেয়েটা কেঁপে উঠবে... ছেলেটা একটা একটা করে চুড়ি মেয়েটার হাতে পড়িয়ে দেবে... মেয়েটা মাথা নীচু করে থাকবে... একবার আনমনে ছেলেটার দিকে তাকাতেই... ছেলেটাও তাকিয়ে মুচকি হাসবে... আর একটা চুড়ি ভেঙ্গে যাবে ছেলেটার অজান্তেই... মেয়েটা চুড়িটার খোঁচায় উফ্‌ করে উঠবে... ছেলেটা আহত ভঙ্গিতে... চোখ ছল ছল করে মেয়েটার দিকে তাকাবে... মেয়েটা চোখের পলক ফেলে জানিয়ে দেবে...। কিছু হয়নি... ছেলেটা চুড়ি পড়িয়ে একটা লাল টিপ পাতা থেকে খুলে নেবে... মেয়েটার কপালে দিতে যাবে... মেয়েটা চোখ বন্ধ করে ফেলবে... কিছুক্ষন পর কপালে টিপের আর ছেলেটার হাতের ছোঁয়া নে পেয়ে চোখ খুলে ফেলবে... দেখবে ছেলেটা লাল টিপ টা আবার পাতায় রেখে কালো টিপের পাতা থেকে একটা কালো টিপ নিয়ে আলতো করে মেয়েটার কপালে পড়িয়ে দেবে... হাতের চুড়ির টুংটাং শব্দে ছেলেটা মুগ্ধ হবে... মেয়েটা ভাবছে... এমনটাই তো হওয়ার কথা... উহু না ... সব কিছু ছেলেটাকে বুঝতে দেবে না মেয়েটা... আজ সব মায়া/ মমতা/ ভালোবাসা সব লুকিয়ে রাখবে সে... সব অনুভূতিগুলিকে বুকের মধ্যে আবদ্ধ করে রাখবে... একটুও বুঝতে দিবে না আজ তার মনে কি চলছে... এতদিন তো অনেক কিছুই বুঝিয়ে দিয়েছে... আজ ছেলেটার বুঝে নেয়ার পালা... ছেলেটা বুঝতে পারছে মেয়েটা কিছু একটা লুকাচ্ছে... এতদিনের ভালোবাসার ছিটে- ফোঁটা কেন দেখা যাচ্ছে না তার চোখে- মুখে... অদ্ভুদ এক শীতলতায় নিজেকে আবৃত করে রেখেছে... অথচ এমন তো হওয়ার কথা নয়... ছেলেটা হাতে চুড়ি/ গ্লাডিওলাস/জারবারা/ টিপের পাতা নিয়ে দূরে দাঁড়িয়ে আছে... ভাবছে মেয়েটা তাকে ডাকবে কিংবা দৌড়ে তার কাছে গিয়ে তার বুকের সাথে লেপ্টে যাবে... মেয়েটাও ছেলেটা হতে দূরে দাঁড়িয়ে নীচের ঠোঁট কামড়ে ধরে ভাবছে... না আজ আর ছেলেটাকে সে ডাকবে না... তার খুব ডাকতে ইচ্ছে করছে... কিন্তু না... আজ সে দেখবে ছেলেটা নিজে হতে আসে কি না... এতদিন ভালোবাসা দেখিয়েছে... আজ সে ভালোবাসা ছেলেটাকে নিজে হতে খুঁজে নিতে হবে... কঠোর শীতলতায় ঢাকা মেয়েটার মুখ দেখে বুঝে নিতে হবে সে মুখের আড়ালে লুকিয়ে থাকা গভীর ভালোবাসাকে ... অভিমানে থর থর করে কেঁপে ওঠা মেয়েটার হাতটা ছেলেটাকেই এসে খুঁজে নিতে হবে... মুঠি বদ্ধ করে ধরে আলতো করে চাপ দিয়ে নিজের ভালোবাসার কথা জানান দিতে হবে......।।

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৪০

শায়মা বলেছেন: আহালে তোমাদেরকে নিয়ে একটা কবিতা লিখতে হবেই আমাকে!:)

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:১৩

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: তোমাদেল কে কোথায় পেলেন-- হু? তবে ঝট-পট কবিতা লিখে ফেলুন -- তোমাকে নিয়ে দেলকে বাদ...।।

২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৪৯

নিলু বলেছেন: অনেক ভালই লিখে যাচ্ছেন , তাই আরও লিখতে থাকুন

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:১৩

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হহাহা ইহা কি আশীর্বাদ ভাই... ?

৩| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:৪৫

ইমতিয়াজ ১৩ বলেছেন: ঈপ্সিতা চৌধুরীর কাল্পনিক ভালবাসা আর ভাল লাগে না। বাস্তবতার আগমন দেখতে চাই।



ভাল থাকুক ঈপ্সিতা চৌধুরী ।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:১৪

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহা ভাইয়া বাস্তবিক কিছু আসলে না তখন দেখতে পাবেন-- আপাতত কল্পনা নিয়েই জল্পনা চলবে...

৪| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:১৫

দিশেহারা রাজপুত্র বলেছেন: ইমতিয়াজ ভাই এর মন্তব্য

আমি কিন্তু কল্পনাতেই স্বাচ্ছন্দ্যবোধ করি। বাস্তবতা কেন যেন গলায় আটকে যায়। তাই আপনার ভালোবাসার কল্পনাতে আমার বরাবরই ভালো লাগা।
বাস্তবে এত ভালোলাগা নাও থাকতে পারে।

আচ্ছা চুড়ির উপস্থিতি সবজায়গায়। কেন?

ভালো থাকবেন।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:২৯

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: কল্পিত নায়ক আজ ও চুড়ি দেয়নি নায়িকাকে... চুড়ির বায়না করলেই নায়ক টাকা ধার চায়... বলে পরে শোধ দিয়ে দিবে... এই বায়নাটাতেই নায়ক-নায়িকার ঝগড়া জমে ওঠে... আর গল্পের নায়িকার চুড়ি খুব পছন্দের এবং আইসক্রিম ......।
আমারো কল্পনার জগতটা খুব পছন্দের... তাই তো কল্পনাতেই মেলে ধরি ডানা... ভাল থাকবেন! অনেক ধন্যবাদ রাজপুত্র!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.