|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
উহু শাড়ি না গয়না না... রেস্টুরেন্টের খাবার না...
এটা না সেটা না... কিছু চাই না...
কিছু বলতে হবে না... মেসেজ ও না...
শুধু আমার মন খারাপের সময়গুলিতে একটু পাশে বসিস...
আলতো করে হাতটি ধরে বোকা বোকা হাসি দিস ... !
রাগ হলে অভিমানে ভেঙ্গে পড়লে... বিরক্ত হয়ে কপাল কুঁচকে ...
গাল ফুলিয়ে... এলো চুলে বসে রইলে ...
আঙুলের টোকা দিয়ে নাকটিতে খোঁচা মারিস...
আলতো করে চুলগুলি ধরে আরো বেশি এলোমেলো করে দিস... !
হাপুস হুপুস করে কাঁদতে থাকলে তোর কাঁধটাতে একটু মাথা রাখতে দিস...
ইচ্ছে মত যতক্ষন খুশি কাঁদতে আমায় দিস...!
ঘুম না এলে দূ’চোখের মাঝে একটু ফুঁ দিয়ে দিস...
ক্লান্ত দূ’চোখে একটুখানি আবার ডুব দিস...!
আর কিছু না... আর কিছু না...
অমন মায়াময় ভালোবাসার একটু ছোঁয়া আমায় দিয়ে দিস.........।
 ৬ টি
    	৬ টি    	 +৪/-০
    	+৪/-০  ১১ ই ফেব্রুয়ারি, ২০১৫  দুপুর ২:৩১
১১ ই ফেব্রুয়ারি, ২০১৫  দুপুর ২:৩১
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহা অনেক ধন্যবাদ ভাইয়া...। যাক এইবার বকা খাই নাই... আপনিও ভাল থাকুন!
২|  ১১ ই ফেব্রুয়ারি, ২০১৫  সকাল ১০:৪৩
১১ ই ফেব্রুয়ারি, ২০১৫  সকাল ১০:৪৩
দিশেহারা রাজপুত্র বলেছেন: ২য় ভালো লাগা।
ভালোবাসার আবেদন মনে হয় এমনই আনন্দদায়ক হয়।
ভালো থাকুন। আর ভালোবাসা ঘিরে রাখুক আপনাকে।
  ১১ ই ফেব্রুয়ারি, ২০১৫  দুপুর ২:৩১
১১ ই ফেব্রুয়ারি, ২০১৫  দুপুর ২:৩১
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু ভালোবাসার আবেদনগুলি এমন-ই হওয়া উচিত... তবেই সেখানে থাকবে ভালোবাসার ছড়াছড়ি...... অনেক ধন্যবাদ রাজপুত্র! ভাল থাকবেন!
৩|  ১১ ই ফেব্রুয়ারি, ২০১৫  দুপুর ১:৫৩
১১ ই ফেব্রুয়ারি, ২০১৫  দুপুর ১:৫৩
হাসান মাহবুব বলেছেন: সুন্দর।
  ১১ ই ফেব্রুয়ারি, ২০১৫  দুপুর ২:৩২
১১ ই ফেব্রুয়ারি, ২০১৫  দুপুর ২:৩২
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া! ভাল থাকবেন!
©somewhere in net ltd.
১| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৫  বিকাল ৪:১০
১০ ই ফেব্রুয়ারি, ২০১৫  বিকাল ৪:১০
ইমতিয়াজ ১৩ বলেছেন: প্রথম ভাল লাগা কবিতাময় পোস্টে। অন্তত একটা স্বাতন্ত্র আসল।
ভাল থাকুক ঈপ্সিতা চৌধুরী