নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Epshi007

ঈপ্সিতা চৌধুরী

I wanna know the wonders around me

ঈপ্সিতা চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

অই অই খবরদার তুমি বলবি না......

১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:২৯


একটুতেই মাথা গরম করে বকা দিয়ে মেয়েটাকে কষ্ট দিয়ে ছেলেটাও শান্তি পাচ্ছে না... কেন যে এরকম করে!! বকা দেয়ার সময়/ গালি দেয়ার সময় তার দুনিয়ার কোনদিকে খেয়াল থাকে না... আর এখন ভুল করছি ভুল করছি এই ভাবনায় কতটা সময় পার হয়ে গেল... কতগুলো মেসেজ দিয়ে সরি বলেছিল... আসলে ভুলটা তো মেয়েটার না... মজা করতে করতে সে নিজেই সিরিয়াস হয়ে যায়... আর দোষ চাপায় বোকা মেয়েটার ঘাড়ে... রাতে মেয়েটাকে ফোন দিল... কিন্তু ফোন বন্ধ... বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছে... রাত গভীর হচ্ছে... চোখ ভিজে যাচ্ছে... ধুস্‌ শালা মনে হচ্ছে নিজের মাথায় নিজেই জুতা মারি... এভাবে বিরবির করছে ছেলেটা... ভোর ভোর সময়ে মেসেজ এর টুংটাং শব্দে চমকে উঠে ছেলেটা... এরপর-ই সাথে সাথেই ফোন... কে এত রাতে...? ভাবতে ভাবতে ফোনটা হাতে নেয়... চমকে ওঠে... পাগলীটার ফোন...! তাড়াতাড়ি কেটে দেয়... এরপর মেসেজটা পড়ে... “ কাউকে এভাবে বলে কেউ”? কতবার সরি বলেছিলাম! তুই একটা আস্ত কুত্তা।। ফোন ধরিস না কেন? না কি অন্যদিকে বিজি...?
>না রে না... কোথাও বিজি না সোনামণি ... বিশ্বাস কর- রাতে তোকে ফোন দেই কিন্তু তোর ফোন বন্ধ... সেই তখন থেকে ভাবছি- ভুল করেছি ভুল করেছি... মেসেজ দেবো কিন্তু ঘুমাচ্ছিস ভেবে আর দেইনি... তুই এখনো ঘুমাস নাই কেন সোনামণি ? ঠিক বলেছিস আমি আসলেই কুত্তা...
> হু কুত্তাই তো... বিলাই... শিয়াল... কাউয়া... হাম্বা... গাম্বা... সব...
>হু সব... প্লিয এখন একটু শান্ত হো... লক্ষী বউটা আমার...
>তুই একটা খারাপ ... ভয়ঙ্কর নিষ্ঠুর ...
>তোর জন্যই তো এমনটা হল বিল্লিটা......
>আমার জন্য...? আমার যে কাঁদতে কাঁদতে জ্বর এসে গেছে- তুই জানিস না কাঁদলে আমার জ্বর হয়...?
>বাচ্চাদের মত কাঁদিস কেন তুই...? আর আমি যে খাইনি কিছু...
>তোকে কি আমি খেতে বারন করেছি না কি রে শয়তান...
>তাহলে তুই এত কাঁদলি কেন...
>তুই আজেবাজে কথা বললি কেন...?
>বলছে না হয় একটু...
>একটু না অনেক বলেছিস...
>অই অই এখন ঝগড়ার মুড নাই... খুদায় মরে যাচ্ছি রে...।
>মরে যা... কুত্তা... বিলাই...
>মরলে কাঁদবি না...
>না... আর আমি যদি মরে যাই... আমার যে এত্ত জ্বর ...... তখন কি করবি? কাঁদবি ...
>না আমিও কাঁদবো না...
> তা কাঁদবি কেন রে শয়তান... আর একটা ইয়ে জুটাবি যে... ফুর্তি করবি
>কি করবো বল...? একা ক্যামনে থাকবো... ?
>অই অই যা... বিয়া কর যা... আমি মরে যাই... বলেই মেয়েটা কাঁদতে থাকে...
>অই অই ছেলেটা চিল্লাইতে থাকে... একদম কাঁদবি না কইলাম... শয়তান্নী... ধান্দাবাজি।। কাইন্দা জ্বর বাড়াবি আর কইবি-- সেবা কর... চুপ কর সোনামণি চুপ কর... আয় বুকে আমার আদুরে বিল্লিটা...
>না আসবো না...
>আসবি না... আমি কিন্তু কইলাম সব কিছু ভাইঙ্গা... না খাইয়া মইরা থাকুম... আসবি না...
>এইবার মেয়েটার সব বাঁধ ভেঙ্গে যায়... হাপুস-হুপুস করে... কাঁদতে কাঁদতে ছেলেটার বুকে ঝাপিয়ে পড়ে...।
>গাধি... কষ্ট পাস... তবুও চুপ করে দূরে বসে থাকিস...
>তুই এত বকিস কেন? আর এত গালি দিস কেন...।
>বা রে লক্ষ্মী পেত্নীটাকে একটু বকতেও পারবো না...? গালি দিতেও পারবো না...
>না কিছু বলতে পারবি না... আমি শুধু খামচামি করবো...
>ইসস্‌ তাহলে আবার ঢং করে দূরে গেলি কেন রে গাধিটা...
>তুই কাছে আসবি দেখে... কিন্তু তুই তো খারাপের খারাপ... এত্তগুলা কষ্ট দিস...
> হহাহা আমি খারাপ হলে বুঝি তোর ভাল লাগে না...বিল্লি... আর আমি তো জানি আমার আদুরে বিল্লিটা আমাকে ছেড়ে থাকতে পারবে না...
> ও তাই বুঝি এমন করিস... একদিন আমারো দিন আসবে... বুঝলি... যা এখান থেকে...
>অই দেখো আবার গাল ফুলাচ্ছে... আসো সোনামানিক... বুকে আসো আমার... আসো আদুরে বিল্লি...
>অই অই খবরদার তুমি বলবি না......
>হাহহা ওকে আয় বুকে আয় বিল্লি... এই দেখ তোকে বুকে নিয়ে চুলে বিলি কেটে বাচ্চাদের মত করে ঘুম পাড়িয়ে দিচ্ছি......

মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৫৬

ইমতিয়াজ ১৩ বলেছেন: প্রথম ভাল লাগা সন্ত্রাসীটার পোস্টে।


কাদলেও জ্বর হয় !!!!!?????


আরো একটি কল্পিত লেখায় বাস্তবতা পাওয়ার স্বপ্ন দেখি



ভাল থাকুক ঈপ্সিতা চৌধুরী

১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:১৬

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহা হু ভাইয়া গল্পের মেয়েটার জ্বর বাতিক আছে... কাঁদলে ও জ্বর হয়...! এখন একটা মজার কথা বলি- এটা কিন্তু বাস্তবের কাহিনী... কল্পনার কিছু নেই।। সো এখানে বাস্তবতার ছোঁয়া আর আসবে না... দিলাম এবার ধাঁধায় ফেলে... হাহহা! অনেক ধন্যবাদ !

২| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:৪২

দিশেহারা রাজপুত্র বলেছেন: হা হা!

কাঁদলে জ্বর হয়?
প্রথম জানলাম।

প্রেমময় স্বপ্নরা বেঁচে থাকুক।
'তুই' টা যে কত মধুর হতে পারে আপনার লেখায় তা ফুটে উঠল।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:১৬

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু রাজপুত্র! গল্পের মেয়েটার জ্বর বাতিক আছে... কাঁদলেও জ্বর হয়... টেনশন থেকে জ্বর হয় ! হহাহা সমস্যা হল- গল্পের মেয়েটা /ছেলেটা তুই থেকে তুমি তে যেতে পারে না... আপনি বলতে প্রব নেই কিন্তু তুমি...হাহহা সে সম্ভব নয়... ! হু প্রেম ময় স্বপ্নরা আর স্বপ্নের মানুষেরা সবাই ভাল থাকুক, বেঁচে থাকুক তাদের ভালোবাসায় ... অনেক ধন্যবাদ !

৩| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:১৬

নূসরাত তানজীন লুবনা বলেছেন: ভালোবাসায় পূর্ণতা

১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:১৮

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহা উহু... ঝগড়াতে পূর্ণতা ... কারন ঝগড়ার পর আরো বেশি কাছে আসা...

৪| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:২০

নিলু বলেছেন: দিন দিন ভালই লিখছেন , আরও লিখতে থাকুন

১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৪৬

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু ধন্যবাদ !

৫| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:২৫

শায়মা বলেছেন: আহালে কি আল্লাদ !!!


এত আল্লাদ দিয়ে মাথায় উঠানো কেনো?????? X(( X(( X((

যা ইচ্ছা তাই বলবে না!!!!!!!!!!!! ফুহহহহ!!! X(( X(( X((


আমি হলে হাত পা টুকরা টুকরা করে টুকরাগুলো জানলা দিয়ে ফেলে দিতাম। :) :) :) :) :) :) :)


এত্ত্ না !!!!!!!!!!!! হুহ !!!!!!!!!!!!





:P


:P


:P

১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৪৬

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহা শায়মা মণি গল্পের নায়িকাও হাত/পা কাইটা দিতে পারতো--- কিন্তু সেও যে একটু মজা করতে গিয়ে নায়ককে কষ্ট দিয়ে ফেলেছিল... ! হাহহা হু বলে গল্পের ছেলেটার এই এক দোষ কিন্তু পরে তো কান-ধরে উঠ-বস করতে হয়, আর মেয়েটাও দুইএকটা বকা/ গালি দেয়... হু হু... একদম ছাড় পায় না কি! ! এত্ত সোজা না...।

৬| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:৪৯

আমি তুমি আমরা বলেছেন: পড়লাম।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৪৭

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.