|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
>আজ স্কুলে ক্লাসে হাসান (কাজিন) কে অনেক বকেছি... শাস্তিও দিয়েছি...কান ধরে উঠ-বস (পড়াশুনা করে না খালি দুষ্টামি ) করিয়েছি! ও কতবার সরি বলছে... কিন্তু আবার সেই দুষ্টামি করে দেখে শাস্তি দিতেই হয়েছে! কিন্ত বাসায় এসে এত্ত খারাপ লেগেছে... চোখ দিয়ে পানি পড়ছে... স্কুলেই ওকে চকলেট  দিয়েছি, বাসায় এসে আবার দিয়েছি... লজ্জায় ওকে বলেছি- তোকে বকা দিয়ে আমার খুব খারাপ লাগছে... বিচ্ছুটা মায়াভরা হাসি দিয়ে বলে কি!!! 
>আরে কিসের মন খারাপ করো? বকা না দিলে আমি পড়বো কিভাবে? বড় হব কিভাবে... আমি চোখের পানি চোখেই আটকে রেখে ওর সাথে কথা বলেছি... অবাক হয়েছি!!!! হাসানের মত অন্য দুষ্টু বাচ্চুগুলাও এমন করে... এভাবেই বলে!!!!! ম্যাম আপনি তো মারতেই পারেন না, একটু মারলে নিজেই কাঁদেন ! 
>> আর এই বিচ্ছুগুলাকে কখনো বকা বা শাস্তি দিলে আমার-ই লস হয়... চকলেট  দিতে হয়... 
 ৮ টি
    	৮ টি    	 +১/-০
    	+১/-০  ১২ ই ফেব্রুয়ারি, ২০১৫  সন্ধ্যা  ৭:০৬
১২ ই ফেব্রুয়ারি, ২০১৫  সন্ধ্যা  ৭:০৬
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ভাল বলছেন!!!!! আমি ভাবলাম সবাই আমাকেই বকবে!!!
২|  ১২ ই ফেব্রুয়ারি, ২০১৫  বিকাল ৩:৪২
১২ ই ফেব্রুয়ারি, ২০১৫  বিকাল ৩:৪২
দিশেহারা রাজপুত্র বলেছেন: আমি আবার চকলেট ভালো পাই।  
 
ইচ্ছে করলে আপনি আমায় বকতে পারেন।  
 
অনেকদিন কেউ বকে না।
ফিলিং স্যাড।   
 
  ১২ ই ফেব্রুয়ারি, ২০১৫  সন্ধ্যা  ৭:০৭
১২ ই ফেব্রুয়ারি, ২০১৫  সন্ধ্যা  ৭:০৭
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: রাজপুত্র আপনি তো একটা দারুন বেদ্দপ... খালি ঘুরঘুর করেন... মাইর দিলে সোজা হয়ে যাবেন বুঝলেন... বেদ্দপ পোলা... ! হিহিহি... আর বকা দেয়ার কিছু খুঁজে পাচ্ছি না রাজপুত্র!!!! এই নেন চ...... ক......লে...ট ......। খুশি? 
৩|  ১২ ই ফেব্রুয়ারি, ২০১৫  বিকাল ৪:৫৫
১২ ই ফেব্রুয়ারি, ২০১৫  বিকাল ৪:৫৫
ইমতিয়াজ ১৩ বলেছেন: বকা খেয়ে যদি চকলেট পাওয়া ডায় তবে বকা খেতে আমার কোন আপত্তি নেই।
ভাল থাকুক ঈপ্সিতা চৌধুরী  
  ১২ ই ফেব্রুয়ারি, ২০১৫  সন্ধ্যা  ৭:০৭
১২ ই ফেব্রুয়ারি, ২০১৫  সন্ধ্যা  ৭:০৭
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহা তাই না কি ভাইয়া? তাহলে ভাবীকে বলতে হবে... যেন আপনাকে বেশি বেশি বকা দেয় আর চকলেট দেয়...! এইসব ফাঁকিবাজি চলবে না বুঝলেন!!!! আমাকে চকলেট না দিয়ে আমার-ই কাছে চাওয়া হচ্ছে হু...... আপনি তো খুব খারাপ... হিহিহি বকে দিলাম, এবার চকলেট দেন্নন্নন্নন্ন
৪|  ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫  দুপুর ২:৩৫
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫  দুপুর ২:৩৫
হাসান মাহবুব বলেছেন: বকা দিলে কান্দেন আর বকা খেলে কী করেন?
৫|  ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫  সকাল ১০:৩৯
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫  সকাল ১০:৩৯
ইমতিয়াজ ১৩ বলেছেন: প্রতিউত্তরে লাইক দিলাম।
©somewhere in net ltd.
১| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৫  বিকাল ৩:২২
১২ ই ফেব্রুয়ারি, ২০১৫  বিকাল ৩:২২
নিলু বলেছেন: ভালো