নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
>নে বাবা! পার্লারে গিয়েছিলাম একটু। ঢুকেই দেখি কমন রুমেই এক মেয়ে বউ সাজছে আর তার পাশে একজন পার্টি মেকআপ করছে। আমার কাজ এখানেই, তাই যে মেয়েটা পার্টি মেকআপ করছে তার পাশের চেয়ারে বসলাম। টেবিলে মেয়েটির ফোন রাখা, মেয়েটির তখন চোখে মেকআপ চলছিলো, আমি বসতে না বসতেই আমার ফোন বেজে ওঠে, স্ক্রিনে দেখি ভাতিজা আরিফের ফোন, ফোনটা রিসিভ করে, হু আরিফ ৫টায় যাবো, বাসায় তাড়াতাড়ি আসিস ( ভাতিজা আরিফকে নিয়ে বিকেলে একটু কাজে বাইরে যেতে হবে) বলতে না বলতেই পাশে বসা মেয়েটা ঝট করে চোখ খুলে ফেলে চিৎকার দিয়ে ওঠে- আমার আরিফের সাথে আমার ফোন দিয়ে আপনি কি কথা বলেন?!
>হায় হায়! আমি সহ সবাই পুরাই থতমত! নিজেকে সামলে নিয়ে বললাম- ম্যাম, আমি আপনার আরিফের সাথে না আমার ভাতিজা আরিফের সাথে কথা বলছি, ফোনের রিং টোন শুনেও কি বোঝেন নি? বাই দা ওয়ে- আরিফ আপনার?
>>এইবার মেয়েটা লজ্জা পেয়ে বলে ওঠলো- আরিফ আমার হাজব্যান্ড! ওকে বলেছিলাম বাবুকে রেডি করে রাখতে, গভীর চিন্তায় মগ্ন ছিলাম চোখ বন্ধ ছিল, ফোন টেবিলে, তাই ভুল হয়ে গেছে... এরপর আর কি সবাই হাসি...
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:২৯
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: আসলে ঠিক অবিশ্বাস কি না জানি না... কারন মেয়েটা তার আরিফের এবং তার বাচ্চার চিন্তায় মগ্ন ছিল এবং কিছুক্ষন আগেই সে আরিফের সাথে কথা বলে ফোন রেখেছিলো... এটা একটা মিস্টেক ও হতে পারে! ধন্যবাদ !
২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:১৫
দিশেহারা রাজপুত্র বলেছেন: এটা দ্বারা বাঙালী মেয়েদের সিরিয়াল প্রিয়তা ও তার কুফলের কেমন যেন একটা গন্ধ পেলাম।
আমরা সারাজীবনই নিপীড়িত।
নিপীড়নের প্রতিহ্মায় নিপীড়নকারীনির অপেহ্মায়।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:২৯
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হহাহা কে বলিল ভ্রাতা আপনারা নিপীড়িত ...আপনারা নিপীড়নকারী হু... আর খুব তো দেখি নিপীড়িত বইলা আবার নিপীড়নকারীর অপেক্ষায়... হাহাহা! শুভ কামনা!
৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:৩৭
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: এটাই হয় --- স্বামীকে ধরে রাখার প্রবনতা -- কিন্তু যেখানে বিশ্বাস হয় ঠুনকো সেখানে কি আর পারষ্পরিক বিশ্বাস ও নির্ভরশীলতা থাকে !! আমরা নারীরা এখনো পুরুষতান্ত্রিক যাতাকল হতে মুক্ত হতে পারি নাই -
সুন্দর করে লেখায় ফুটিয়ে তুলেছেন -----
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:২৯
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু আপু সেটাই... তবে মেয়েটা কিছুক্ষন আগেই তার আরিফের সাথে কথা বলেছিলো তো তাই তার ধ্যানেই হয়ত মগ্ন ছিল+ তার বাচ্চা বাসায় ছিল... সব মিলিয়ে ব্যাপারটা যে আসলেই কি হয়েছিল আমিও ভাবছি তা!
৪| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:৪০
ইমতিয়াজ ১৩ বলেছেন: প্রথম ভাল লাগা এই সন্ত্রাসীটার পোস্টে। নির্মম বাস্তবতাফুটে উঠেছে আপনার পোস্টে।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৩০
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হহাহহা ভাইয়া তা বাস্তবতাটা কি একটু বলেন তো? অনেক ধন্যবাদ সন্ত্রাসীর ভাই!
৫| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৫৬
দিশেহারা রাজপুত্র বলেছেন: নিপীড়ক আর নিপীড়িত বেশ কিছুটা সম্পর্কযুক্ত।
এহ্মেত্রে নিপীড়িত হতে না চাইলে নিপীড়ক হতেই হবে।
আর নিপীড়ক হলে নিপীড়ন করতেই হবে।
আর অজানা জিনিসের প্রতি আগ্রহ তো মানুষের আজন্ম। সেহ্মেত্রে আমি যে মানুষ সেটা প্রায় প্রমাণিত। তাই এই নিপীড়নের প্রতি অপেহ্মা আর আগ্রহ দুটিই আছে আমার।
ভালো থাকবেন। সবসময়।
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৩৭
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহা রাজপুত্র! ভাবনাটা মন্দ নয়... শুভ কামনা!
©somewhere in net ltd.
১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৩৫
আলম৪৩৪ বলেছেন: নিজের স্বামীর উপর মনে হয় খূবই অবিশ্বাস! হায় হায়!