নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Epshi007

ঈপ্সিতা চৌধুরী

I wanna know the wonders around me

ঈপ্সিতা চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

আমি কটকটি সাজবো......।।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:২০

>হিন্দি সিরিয়ালের প্রভাব শুধু মা/চাচী/ভাবী/ বোনদের উপর নয় বাচ্চুদের উপর ও পড়ছে! স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার একটা খেলা যেমন খুশি তেমন সাজোতে কি সাজবে এই প্রশ্নে ক্লাস ওয়ান পড়ুয়া ছাত্রী রোদেলা আমাকে বলে- সে কটকটি সাজবে!!
>কটকটি স্টার জলসার একটি জনপ্রিয় সিরিয়াল কিরণমালা তে ছদ্মবেশী রাক্ষুসী রানী চরিত্র! কিন্তু তার পোশাক এবং কথার কারনে এই চরিত্র খুব-ই জনপ্রিয়! এই সিরিয়ালের আর একটি চরিত্র প্যাকাটে মা’র ডায়লগ-“মরে যাই মরে যাই” বাচ্চুদের কাছে আরোও জনপ্রিয়! মূল চরিত্র কিরণমালার ডায়লগ কিংবা অভিনয়ের থেকে এই কটকটি/ প্যাকাটে মা’র চরিত্রগুলি এগিয়ে আছে জনপ্রিয়তার দিক থেকে!
>> যাক সেটা বিষয় না ... কিন্তু হিন্দি সিরিয়ালের প্রভাব যে মা/ বোন থেকে একদম পিচ্চিদের মধ্যে পড়ছে সেটাই ভাবার বিষয় !

মন্তব্য ১৬ টি রেটিং +১/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:২৮

আহলান বলেছেন: হাচাই বলছেন। আমার তিন বছরের কন্যা তার মায়ের সাথে ঝগড়া লাগলেই ভাঙা ভাঙা ভাষায় বলে তুমি হলে কটকটি .... আর আমি হলাম সুন্দরী কিরণ মালা ..... মরে যাই মরে যাই বলে আর দুই হাত ঘুরাতে থাকে ...হাহাহা ...সে এক দেখার মতো দৃশ্য বটে ....

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:২১

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হহহহা ভাইয়া এটা শুধু আপনার বাচ্চা না অনেক বাচ্চাই এভাবে মা’কে বলছে, আমি শুনেছি! আর আসলেই এই মরে যাই মরে যাই বলার স্টাইল বাচ্চুরা বেশ সুন্দর করে বলে-- আমার পাশের বাসাতেই একজন এই নিয়ে বিখ্যাত হয়ে গেছে সবার কাছে!!!!!!!

২| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৩৯

সোহানী বলেছেন: :( :( :( :( :( :( :( :(

আমার বাসায় হিন্দি চ্যানেলে ১৪৪ ধারা জারি করেছি। একমাত্র কাজের মেয়েরা দর্শক তাও আমি বাসায় না থাকলে....

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:২১

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হহাহাআ ১৪৪ ধারা জারি করেও লাভ নেই সোহানী...।। ফাঁকফোকর থেকেই যাই!

৩| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৫১

ইমতিয়াজ ১৩ বলেছেন: @ সোহানী এর মত করে বলতে গেলে আমরা এখনো পাকিস্তান আমলে আছি, ভারতীয় চ্যানেল ছাড়া অন্য চ্যানেলগুলো বাসায় দেখতেই পারি না। মানে মা, বউ ও বোন এর কাছে বাবা, আমি, ছোট ভাই এক প্রকার পরাধীন।


ভাল থাকুক ঈপ্সিতা চৌধুরী।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:২২

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হহাহহা ভাইয়া আমি খুব মজা পেলুম আপনার ব্যাপারটায়... ভাবীকে বেশি বেশি সিরিয়াল দেখার কথা আমি বলে দেবো কানে কানে।। হাহহাহহা আপনিও ভাল থাকুন!

৪| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:৩৮

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: হায়রে ভারতীয় সিরিয়াল বলে অজ্ঞান আমাদের আত্মীয়রা -- এখানেতো দেখি শুধু কুটনামী আর কুটনামী ---এখন বড়দের হতে ছোটদের মাঝেও এইসব হাবিজাবি সিরিয়াল দেখা সংক্রমিত হচ্ছে

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:২২

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু ছোটরাও সংক্রমিত হচ্ছে আপু -- তবে এই সিরিয়ালটা আসলে রাজা/রানী/ রাক্ষসদের/ যাদুর বলেই হয়ত কিছুটা রক্ষে আছে-- কিন্তু তবুও বাচ্চুরা অনেক কিছুই শিখে ফেলছে!!

৫| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:৪০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: বাচ্চারা অনুকরন প্রিয় , বিনোদন মাধ্যম গুলোর খারাপ দিক তাদের উপর বেশি প্রভাব ফেলে ।
তবে আমি বাচ্চাটার বিষয় নির্বাচনে নূতনত্ব তথা ক্রিয়েটিভিটি তে মুগ্ধ হয়েছি ।


মাঝে মাঝে বলয় ছেড়ে বেরিয়ে আসাও ভাল লাগলো =p~ =p~ =p~ =p~ =p~

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:২২

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহা ভাইয়া আমিও অবাক হয়েছি! হু অবশ্যই তার চিন্তায় ক্রিয়েটিভিটি আছে মুগ্ধ করার মত কিন্তু এখন যেমন খুশি তেমন সাজোতে বাচ্চাদের কোন নেগেটিভ কিছু সাজতে মানা করা হয়, যেহেতু কটকটি একটি ছদ্মবেশী রাক্ষুসী জালেম নারীর চরিত্র তাই ভাবনাটা বেশি ভাবাচ্ছে।। হহাহা বলয়ের বাইরে অনেক লেখা আছে ভাইয়া, সময় করে পড়ে দেখবেন! ভাল থাকবেন!

৬| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:১৬

দিশেহারা রাজপুত্র বলেছেন: স্টার জলসা জীবনটা পুরো খিচুড়ি করে দিয়েছে। সন্ধ্যার পর মা আর ভাবী দু রুমেই বসে পরে রিমোট নিয়ে।

মাঝে মাঝে বাইরে থেকে এসে হ্মুধা লাগছে বল্লে বলে এই সিরিয়ালটা শেষ হবে তারপর খাওয়া দাওয়া। যেন আমি নট ইম্পরটেন্ট সিরিয়াল ভেরি ইম্পরটেন্ট।

বড় কষ্টে আছি। :(

২২ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:২১

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: আহালে বেচারা... এরপর তো রাজকন্যা এসে রিমোট দখল করবে তখন? হাহহা!

৭| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:২৯

আমি স্বর্নলতা বলেছেন: মরে যাই মরে যাই ..........। :P :P

২২ শে ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:১৮

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহহা না কটকটি বলে- সেনাপতিইইইইইইইই বিটকেল...।

৮| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:০৪

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: :(

২২ শে ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:১৮

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: কি হল ভাইয়া?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.