|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
জানি মাস দু’টোই তোর জন্য খুব ব্যস্ততার... 
ভাবিস না ছেড়ে দেবো......
আমিও দিয়ে দেবো হরতাল লাগাতার।।  
মাথার ভেতর ঢুকিয়ে দিস তুই হাজারো টেনশন 
ধোলাই দেয়ার আগে আমিও তোকে করবো না মেনশন ! 
কষ্ট দেয়ার সময় তোর থাকে না কোন বোধ 
ভাবিস না ছেড়ে দেবো...   
বুঝবি রে বুঝবি তখন, আমি যখন দিয়ে দিবো অবরোধ  
শাঁকচুন্নিদের পিছে নিয়ে ঘুরিস তুই বাইকে
বুঝবি মজা বাসায় এসে পড়বি যখন স্ট্রাইকে 
কত্ত  কত্ত আবদার যে, হয়েছে তোর কাছে জমা  
বুঝবি তখন ছুঁড়বো আমি যখন, বকা নামক পেট্রোল বোমা... 
কটকটিদের পাশে নিয়ে তুই, প্রকাশ করিস ভাললাগার আবেশ 
তুই একটা বদের হাড্ডি এই নিয়ে করবো আমিও সমাবেশ...  
 ১৮ টি
    	১৮ টি    	 +৩/-০
    	+৩/-০  ২২ শে ফেব্রুয়ারি, ২০১৫  সন্ধ্যা  ৭:১৬
২২ শে ফেব্রুয়ারি, ২০১৫  সন্ধ্যা  ৭:১৬
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহা অনেক ধন্যবাদ ! আপনিও ভাল থাকবেন...
২|  ২২ শে ফেব্রুয়ারি, ২০১৫  বিকাল ৩:০৩
২২ শে ফেব্রুয়ারি, ২০১৫  বিকাল ৩:০৩
হাসান মাহবুব বলেছেন: মজার হৈছে বেশ।
  ২২ শে ফেব্রুয়ারি, ২০১৫  সন্ধ্যা  ৭:১৬
২২ শে ফেব্রুয়ারি, ২০১৫  সন্ধ্যা  ৭:১৬
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ধন্যবাদ ভাইয়া... ভাল থাকবেন! 
৩|  ২২ শে ফেব্রুয়ারি, ২০১৫  বিকাল ৩:৪২
২২ শে ফেব্রুয়ারি, ২০১৫  বিকাল ৩:৪২
ইমতিয়াজ ১৩ বলেছেন: মনের অবেত আছাড় খেল রাজনীতির কাছে। 
ভাল থাকুক ঈপ্সিতা চৌধুরী  
  ২২ শে ফেব্রুয়ারি, ২০১৫  সন্ধ্যা  ৭:১৬
২২ শে ফেব্রুয়ারি, ২০১৫  সন্ধ্যা  ৭:১৬
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহা না ভাইয়া আছাড় খায়নি... আছাড় দিতে হবে এভাবেই... ভাল থাকবেন! আর হ্যাঁ ভাবীকেও শেখাবো ভাবছি...।
৪|  ২২ শে ফেব্রুয়ারি, ২০১৫  বিকাল ৪:৫৪
২২ শে ফেব্রুয়ারি, ২০১৫  বিকাল ৪:৫৪
দিশেহারা রাজপুত্র বলেছেন: ভালোবাসাতেও আজ রাজনৈতিক আবেগ! 
ভালো লাগল।
ভালো থাকবেন।
  ২২ শে ফেব্রুয়ারি, ২০১৫  সন্ধ্যা  ৭:১৭
২২ শে ফেব্রুয়ারি, ২০১৫  সন্ধ্যা  ৭:১৭
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হহাহা রাজনীতি আজ কোথায় নেই বলেন? তবে দুষ্টুদের ধোলাই দিতে এমন রাজনীতি একটু- আধটু চালু করলে মন্দ নয়।। রাজকুমারী আসুক তাকেও শিখিয়ে দেবো আমি!
৫|  ২২ শে ফেব্রুয়ারি, ২০১৫  রাত ৮:২৬
২২ শে ফেব্রুয়ারি, ২০১৫  রাত ৮:২৬
আহমেদ জী এস বলেছেন: ঈপ্সিতা চৌধুরী , 
 
উপরের সব মন্তব্যই যেন আমার-ই মন্তব্য । 
শেষে রাজনীতিকেও  করলেন প্রেমের গন্তব্য ? 
  ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫  দুপুর ২:৪৪
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫  দুপুর ২:৪৪
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হহাহহা এখন রাজনীতি কোথায় নেই বলুন তো?
৬|  ২২ শে ফেব্রুয়ারি, ২০১৫  রাত ১০:০৮
২২ শে ফেব্রুয়ারি, ২০১৫  রাত ১০:০৮
কলমের কালি শেষ বলেছেন: কেন গো এতো জ্বালাও এই বোকা বালকটা কে ?   
   
   
 
  ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫  দুপুর ২:৪৫
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫  দুপুর ২:৪৫
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: কই কই জ্বালালুম বালকটিকে ...। হাহহাহ?
৭|  ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫  বিকাল ৩:০১
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫  বিকাল ৩:০১
আমি সাজিদ বলেছেন: এমন রোমান্টিক হরতাল সমাবেশ করলে ভালোই হত। আহা! :!>
  ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫  সন্ধ্যা  ৭:২৬
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫  সন্ধ্যা  ৭:২৬
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহা যাক আপনি কিছুটা বুঝতে পেরেছেন...। হু ভালোবাসায় এমন রোমান্টিক হরতাল/ অবরোধ মন্দ নয়... বরং পরে তা ভালোলাগার-ই হতে পারে! ভাল থাকবেন। 
৮|  ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫  সকাল ৯:১৬
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫  সকাল ৯:১৬
শায়মা বলেছেন: কবিতা! রাগ করে?
এটা একটা রাগ হলো!
  ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫  সন্ধ্যা  ৭:২৬
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫  সন্ধ্যা  ৭:২৬
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহাহ কেন হবে না লে বাচ্চুমনি? রাগকে ক্রোধে না নিয়ে মজা এবং ভালোলাগায় নিয়েছি... তবে একেবারেই  যে ছেড়ে দেয়া হবে তা নয় বাচ্চু! 
৯|  ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫  সকাল ৯:২৪
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫  সকাল ৯:২৪
ভিটামিন সি বলেছেন: এইডা লিকছে কেডায়? হেরে হরতাল দিমু।
  ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫  সন্ধ্যা  ৭:২৬
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫  সন্ধ্যা  ৭:২৬
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: কেডায় আবার? আপনার বইনে দিছে! দেন না হরতাল! আমিও ভাবীর কানে কানে এইসব শিখিয়ে দেবো হু... কেমন আছেন ভাইয়া? আমার পুতলি ভাবীটা কেমন আছে? 
©somewhere in net ltd.
১| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৫  দুপুর ২:২৯
২২ শে ফেব্রুয়ারি, ২০১৫  দুপুর ২:২৯
আরণ্যক রাখাল বলেছেন: মজা পেলাম কবিতা পড়ে। ভালো থাকুন