নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Epshi007

ঈপ্সিতা চৌধুরী

I wanna know the wonders around me

ঈপ্সিতা চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

কাট কাট মানে বুঝিস নাই... তাহলে টুট টুট শোন এখন...

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৩৬

>অই যা যা খবরদার একটা কথাও বলবি না... যা ভাগ আমার সামনে থেকে...

দূরে গিয়ে বসে তেলাপোকা/ টিকটিকি দিয়ে ঘাস/লতা-পাতার মিশ্রনে মুড়ি খা গা আর নয়ত তোর শাঁকচুন্নিদের সাথে আর কটকটিদের সাথে গিয়ে ঢলাঢলি কর বদের হাড্ডি!

খবরদার ফোন করবিনা, মেসেজ দিবি না... জাহান্নামে যা জাহান্নামী পোলা...

>কি হইছে বলবি তো? আজিব তো রে বাপ!

>বলছি কাট কাট ! শেষ ! আর কোন কথা আছে...

>আরে কি করছি বলবি তো?

>কাট কাট মানে বুঝিস নাই... তাহলে টুট টুট শোন এখন...

ওপাশে ফোন রেখে দেয়ার শব্দের সাথে সাথে টুট টুট শোনা যায়...

ছেলেটা ভাবতে থাকে কি হল...এরপর কতবার ফোন না মায়াবতীর মায়াবী কন্ঠ শোনা যায় না

বারবার তোতাপাখির বুলি... এই মুহূর্তে ... !

ধুস্‌ শালা...! রাত গভীর হতে থাকে... ছেলেটা ডিউটিতে মন বসাতে পারেনা...মেয়েটার সব কাজ এলোমেলো... বিছানায় শরীর এলিয়ে দিয়ে ছেলেটা বারবার মুঠোফোনটার দিকে তাকায়...

এপাশ ওপাশ করে একটা মেসেজ লিখেই ফেলে- “ অই অই ফোনটা একবার ধর না রে? তোর ওখানে বৃষ্টি হচ্ছে তাই না...?

আমি বৃষ্টির জলে ডুব দেবো... ঘোরলাগা মুগ্ধতায় বৃষ্টির রিমঝিম শব্দ শুনবো... শুনাবি?

দিবি আমায় বৃষ্টির জলে ডুব দিতে... ভিজবি আমার সাথে...?

কেউ জানে না হাজার হাজার মাইল দূরে থাকা দু’জন মানুষের একজন তার একলা ছোট্ট ঘরে জানালার পাশে বসে কানে ফোন ঠেকিয়ে একজনের ভালোবাসার আকুতির নানা শব্দ শুনছে ...

এলোমেলো ঝড়টা তখন মৃদু বাতাসে হাহাকারের মত শোনাচ্ছে...

আর একজন বিছানায় উপর হয়ে শুয়ে কানে ফোন ঠেকিয়ে বৃষ্টিতে ডুব দিচ্ছে... ভিজে চলেছে ...

অই মুহূর্তে দু ‘প্রান্তে থাকা দুজনের একজনের চোখেই বৃষ্টি নেমেছিলো...অন্যজনের বুক থেকে বেরিয়ে আসা দীর্ঘশ্বাসটাই মৃদু বাতাসে শন শন শব্দে হাহাকারের মত ছিল...

মন্তব্য ১৮ টি রেটিং +২/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৫০

হাসান মাহবুব বলেছেন: সুন্দর।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:০৬

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া। ভাল থাকবেন!

২| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:০২

সেলিম আনোয়ার বলেছেন: কঠিন প্রেম ।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:০৬

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু একদম মনের গভীরতা থেকে উঠে আসা প্রেম...... ভাল থাকবেন ভাইয়া!

৩| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:০৮

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: শেষের দুই লাইন পড়ে মনটা হাহাকার করে উঠলো :(

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:০৬

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু... আপু ... এখন আপনার কথা পরে আমারো ভেতরটা হাহাকার করছে... ভাল থাকবেন!

৪| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:২৪

মনিরা সুলতানা বলেছেন: দারুন ...

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৩৩

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: অনেক ধন্যবাদ আপু! ভাল থাকবেন!

৫| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:৫১

দিশেহারা রাজপুত্র বলেছেন: অসাধারণ।
আবেগের ঘনঘটা। মান অভিমান। ভালোবাসা।
মিক্সারটা বেশ লাগল কিন্তু।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৩৩

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ধইনা পাতা ভাইগ্না রাজপুত্র... হু সব কিছুর মিক্সার ... মান/ অভিমান/ ভালোবাসা... সব... ! ভাল থাকবেন!

৬| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:১৮

শায়মা বলেছেন: আহা ! মরে যাই...

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৩৩

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: আহালে বাইচা ওঠেন আবার বাচ্চুমনি...

৭| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:১৬

ইমতিয়াজ ১৩ বলেছেন: আমি বৃষ্টির জলে ডুব দেবো... ঘোরলাগা মুগ্ধতায় বৃষ্টির রিমঝিম শব্দ শুনবো... শুনাবি?
দিবি আমায় বৃষ্টির জলে ডুব দিতে... ভিজবি আমার সাথে...?



বৃষ্টিতে ভিজা ভালু না।




ভাল থাকুক ঈপ্সিতা চৌধুরী।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৩৪

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহা বৃষ্টিতে ভেজা ভাল না... কিন্তু ডুব দেয়া ভাল...। হাহহা !

৮| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:৫৭

হাসান মাহমুদ ১২৩৪ বলেছেন: অনেক সুন্দর। বিশেষ করে শেষ অংশটুকু।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:২৭

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: অনেক ধন্যবাদ ! ভাল থাকবেন!

৯| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৩৭

নীল ভোমরা বলেছেন: ছোট্ট.....মিস্টি! ভাল!

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:২৩

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: অনেক ধন্যবাদ ! ভাল থাকবেন!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.