|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
> মেয়েরা আন্টি ডাকে কেন যে রেগে যায়...হতাশ হয় বুঝি না...! ঘটনা- আমার কাজিন মৌ এর প্রতিবেশী তার বাসায় এসেছে বেড়াতে, মৌ আগে কথা হয়েছে এই সুত্রে তাকে ভাবী বলেই ডাকে (যদিও মৌ এর বয়স খুব কম এবং অই মহিলা আন্টি ডাকার মত বয়সেই- তবুও সে ডাকে ভাবী) এবং ঘরে নিয়ে আসে! এর মধ্যেই মৌ এর বর ঘরে এসে অই মহিলাকে আন্টি বলে সালাম দেয়!!!! হাহহা - হা- মহিলা লাফিয়ে উঠে বলে- না না আন্টি বলবেন না প্লিজ ভাবী বলবেন... 
>ওরা দুইজন এরপর মহিলা চলে গেলে হাসতে হাসতে শেষ ... এরপর আমরা সেই গল্প শুনে গড়াগড়ি... আসলেই মেয়েরা আন্টি ডাক শুনলে আর ছেলেরা ভাইয়া/আঙ্কেল  শুনলে মনে হয় আঁতকে ওঠে (ভাইয়া ডাকলে বয়ফ্রেন্ড হওয়া যাবে না আর আঙ্কেল বললে তো বুইড়া হইয়া যাবে-হিহিহি) 
>আমি কিন্তু বেশ মজা করেই বলি- কারো যদি আপু বলতে আপত্তি থাকে সে আমায় নির্দ্বিধায় আন্টি/ খালা/ ফুফু বলতে পারে!  
 ১৬ টি
    	১৬ টি    	 +১/-০
    	+১/-০  ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫  দুপুর ২:৩৫
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫  দুপুর ২:৩৫
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: না  ভাইয়া ভাবীকে আপনি আন্টি বলবেন কেন? ভাল করে পড়লে হয়ত ব্যাপারটা ধরতে পারবেন! 
২|  ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫  সন্ধ্যা  ৭:২৯
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫  সন্ধ্যা  ৭:২৯
সেলিম আনোয়ার বলেছেন: ভাল
  ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫  দুপুর ২:৩৫
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫  দুপুর ২:৩৫
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: কি জানি?
৩|  ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫  রাত ৮:১৮
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫  রাত ৮:১৮
দিশেহারা রাজপুত্র বলেছেন:  আচ্ছা সব মেয়েরাই কি আন্টি ডাকলে আঁতকে ওঠে।
একটা পরীহ্মা হয়ে যাক।
আন্টি আপনার কল্পনাপ্রসূত লেখাগুলো আমার অনেক ভালো লাগে।  
 
  ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫  দুপুর ২:৩৫
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫  দুপুর ২:৩৫
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: জি নেহি ভাইগ্না রাজপুত্র! আমি খুশি! তবে আমার মনে হয় আপনি আঁতকে উঠেছেন ভাইগ্না ডাকে?????????? হাহহাহ!
৪|  ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫  দুপুর ২:০৬
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫  দুপুর ২:০৬
ইমতিয়াজ ১৩ বলেছেন:  জুলিয়ান সিদ্দিকী বলেছেন আচ্ছা আমার উনি যখন আরো বয়সী হবেন তাকেও কি আন্টি ডাকতে হপে? 
ভাল থাকুক ঈপ্সিতা
  ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫  দুপুর ২:৩৬
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫  দুপুর ২:৩৬
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: কি মুশকিল ভাইয়া!!!!!! এই ডাকটা অন্যরা কি বলছে সে ব্যাপারে...
৫|  ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫  দুপুর ২:৪০
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫  দুপুর ২:৪০
যোগী বলেছেন: 
আপনার বয়স হয়েছে আপনাকে আন্টি ডাকাই যায়। তবে আমাকে কেও আঙ্কেল ডাকলে কইসা চড় লাগামু কইলাম।  
  
  ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫  সন্ধ্যা  ৭:৩০
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫  সন্ধ্যা  ৭:৩০
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: অবশ্যই ভাইগ্না! U should! তবে আমি মাঝে মাঝে আপনাকে আঙ্কেল বলতেই পারি, কারন ভাইগ্নাদের তা বলাও যায়!
৬|  ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫  বিকাল ৩:৪৭
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫  বিকাল ৩:৪৭
হাসান মাহমুদ ১২৩৪ বলেছেন:   কথা বড়ই সত্য!    
   
   
   
   
   
 
  ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫  সন্ধ্যা  ৭:৩১
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫  সন্ধ্যা  ৭:৩১
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহা কথা তো সত্যই আঙ্কেল!
৭|  ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫  বিকাল ৪:২১
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫  বিকাল ৪:২১
দিশেহারা রাজপুত্র বলেছেন: আঁতকে উঠি নি।
কিন্তু ভাইগ্না ডাকে আমার এলার্জি আছে। ব্যপক এলার্জি। 
তাই 'ভাইগ্না' না ডাকার জন্য মহোদয়ার কাছে আকুল আবেদন জানাচ্ছি এবং আবেদন গ্রান্ট করিয়া আমার ৩২ দন্তপাটি প্রসারিত করতে সাহায্য করবেন বলিয়া আশা রাখি।
  ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫  সন্ধ্যা  ৭:৩১
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫  সন্ধ্যা  ৭:৩১
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: কেনু কেনু!!!!!!! এত অ্যালার্জি কেনু? ওকে তাহলে ভাতিজা ডাকি?????? ভাতিজা রাজপুত্র!!!!! খুশি?
৮|  ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫  সন্ধ্যা  ৭:৩৩
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫  সন্ধ্যা  ৭:৩৩
এম এম করিম বলেছেন: অতি সত্য কথা!
৯|  ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫  রাত ১০:০১
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫  রাত ১০:০১
দিশেহারা রাজপুত্র বলেছেন:   
 
©somewhere in net ltd.
১| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫  সন্ধ্যা  ৭:১৫
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫  সন্ধ্যা  ৭:১৫
জুলিয়ান সিদ্দিকী বলেছেন: আঙ্কেল আন্টি হইবার নির্দিষ্ট বয়স আছে বোঝা যায়। অবশ্য পিচ্চিকাল থেকেই কাকা/চাচা ডাক শুনতে অভ্যস্ত। আঙ্কেল ডাকটা আমার কাছে তাই স্বাভাবিক।
 
 
আচ্ছা আমার উনি যখন আরো বয়সী হবেন তাকেও কি আন্টি ডাকতে হপে?