নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
>লোভ ছুঁতে পারেনি... তাই তাদের মাঝে সততার ও অভাব হয়নি! রাজশাহীর গোদাবাড়ীর অটোরিকশা চালক আবুল কাশেম সেই লোভ থাকে নিজেকে বাঁচিয়ে সততার প্রকাশ দেখিয়েছে... আমরা কি পারবো এমন হতে...?
> আবুল কাশেমের অটোর যাত্রী হয়েছিলেন শিমু নামের এক মহিলা,অটো থেকে নেমে যাওয়ার সময় ভুল করে রেখে যান তার ব্যাগ! ব্যাগে ছিল মুঠোফোন, নগদ টাকা, স্বর্ণের চেইন/ দুল/ আংটি/ মান টিপ/ ব্রেসলেট ...! আবুল কাশেম সেই ব্যাগ পেয়ে যত্ন করে রেখে দেন এবং মুঠোফোনের সুত্র ধরে খুঁজে বের করেন শিমুকে এবং ফেরত দেন সবকিছু! বিনিময়ে কিছুই নেননি !
>সত্যি কাশেম, এমন সততা ক’জনে দেখাতে পারে...?!?
(খবর- ইত্তেফাক- ছবি সহ আছে- ২য় পাতায়!)
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৩৩
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: অবশ্যই সে শ্রদ্ধা পাওয়ার যোগ্য ! ভাল থাকবেন!
২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:২৪
ইমতিয়াজ ১৩ বলেছেন: এই কাশেম আছে বলেই আমরা আছি।
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৩৪
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু ভাইয়া এরকম কিছু মানুষ আছে বলেই আমরা আছি...। ভাল থাকবেন!
৩| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:২৭
দিশেহারা রাজপুত্র বলেছেন: শ্রদ্ধা রইল।
আসলে এখনো কিছু মানুষ আছে যারা প্রকৃতার্থেই মানুষ।
অফ টপিকঃ আমি কিন্তু আন্টিরে আন্টি বলে ডাকি নাই।
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৩৪
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু ঠিক বলেছেন ভাতিজা !
অফ টপিক- আমি কিন্তু ভাইগ্না বলি নাই, ভাতিজা বলেছি... ভাতিজা রাজপুত্র! হাহহা
©somewhere in net ltd.
১| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:১১
আরণ্যক রাখাল বলেছেন: তাঁকে শ্রদ্ধা| হ্যাঁ এখনও আমার মত মহৎ কিছু মানুষ আছেন!