নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বড্ড বেরসিক এই মাঝ রাতটা... সারাদিন হৈ -হুল্লোড় করে হাসি-ঠাট্টায় মেতে ওঠা আর সুখ সুখ ভাব দেখানো মেয়েটার বাঁধ তখন ভেঙ্গে যায়... দু’চোখে তখন বৃষ্টি নামে... ঝম ঝম বৃষ্টি ... মিনিটেই জলাকার হয়ে যায় মেয়েটার ওড়নাটা... বালিশের কভারটা... সারাদিন আড্ডাবাজি/ বদমাশি/ করে কাটানো আর ভাল আছি ভাল আছি এই উচ্ছাস দেখানো ছেলেটাকে একরাশ হতাশা তখন পেয়ে বসে... বুকের ভেতরটায় কিসের একটা হাহাকার টের পায়... মেয়েটা পাওয়াগুলিকে বারবার ছুঁয়ে দেখে... ছেলেটা চাওয়াগুলির হিসেব মিলাতে থাকে... আশাবাদী মেয়েটার অপেক্ষার মধ্যরাত বাড়তে থাকে... মানুষকে আশার আলো দেখানো ছেলেটা নিরাশায় ডুবতে থাকে... হারিয়ে যাওয়া মানুষটার স্বপ্নে মেয়েটা বিভোর থাকে... দূরে থাকা মেয়েটার ছবি ছেলেটার চোখে ভাসে... আশ্চর্যজনক ভাবে এই মধ্যরাতেই ছেলেটা/ মেয়েটা অদ্ভুদ কিছু স্বপ্ন দেখে... দূরে থেকেও অদ্ভুদভাবে অনেক কাছে থাকে...
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:২২
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: বাহ্ রাজপুত্র বুঝে ফেলেছেন বেশ... আচ্ছা, মিলে গেল না কি নিজের সাথে...?
২| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:৩২
দিশেহারা রাজপুত্র বলেছেন: সে এক অপাঠ্য অধ্যায়।
পাঠ্যবই এর অন্তর্ভুক্ত কিন্তু সিলেবাসের আওতাধীন নয়।
তাই অব্যক্তই থাক।
©somewhere in net ltd.
১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৪৯
দিশেহারা রাজপুত্র বলেছেন: আসলেই মধ্যরাতে একটি ছেলে আর মেয়ের চিন্তা গুলো পাশাপাশি চলতে থাকা দুটি সমান্তরাল রেখা। যারা প্রায় একই বৈশিষ্ট্যময় কিন্তু কখনই ছুঁতে পারে না একে অন্যকে। যদি না কোনও ভুল হয়। ভুলটাই কিন্তু ভালোবাসা।
ভালো থাকুন ঈপ্সিতা চৌধুরী।