|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
কল্পনা কল্পনা খেলাটা খেলতে খেলতে কখন যে সেই কল্পনাটাকেই সত্যি বলে ধরে নিয়েছিলাম জানা নেই... তবে এটুকু জানি, সেটাকে সত্যি ভাবতে তুই-ই শিখিয়েছিলি... কিছু কিছু কল্পনার হয়ত বাস্তবতা নেই... না কি কল্পনার মানুষগুলোর কোন একজনের সেচ্ছাচারিতা কিংবা বেখেয়ালী সিদ্ধান্তে তা বাস্তবে রূপ নেয় না...? বল তো? তবে কি কিছু কল্পনা কল্পনাতেই সুন্দর... ধরে নিচ্ছি সব মিলিয়ে তুই ভালোই আছিস... আমি সেই যেমন রেখে গিয়েছিলি তেমন-ই আছি... 
জানিস, ছাদের পাশের সজনা গাছটাতে ফুলে ফুলে ভরা অপরূপ দৃশটা দেখলেই তোকে সেখানে বেঁধে পিটানোর কথা মনে পড়ে... জানিস ফুলগুলি ঝরে ঝরে গাছটার পাশে বিছানা হয়ে থাকে... ফুলগুলির ঝরে যাওয়া দেখলেই তোর চলে যাওয়ার কথা মনে পড়ে... খুব বেশি তারাতাড়ি-ই মনে হয় চলে গিয়েছিস... কিন্তু এতটা তাড়াতাড়ি কি তোর চলে যাওয়ার কথা ছিল... না কি কথা ছিল... পাশে থাকার...? বল?  
তুই আমার শরত হলি না... শীতের চাদর হলি না... এই দেখ, বসন্ত ও এসে গেছে... তুই কি আমার বসন্ত হতে পারতি না...? বল...? রাতে ঘুম হয় না... বারবার জেগে গিয়ে ঘেমে অস্থির হয়ে যাই... জানালা খুলে দেই... হু হু করে বাতাস আসে... সেটাও কাঁপিয়ে দেয়... জ্বর চলে আসে...গরমের জন্য  ফেলে দেয়া কম্বলটা আবার জড়িয়ে নেই... জানিস মাঝে মাঝে বসন্ত বৃষ্টি হয়... ইচ্ছে করে সেই আগের মত তোর সাথে ভিজি... ভাবতে ভাবতে ছাদে চলে যাই... ভিজি... কিন্তু সেই বৃষ্টিতে তোকে  ভিজতে দেখি না... ইসস্ সময়গুলি এত তাড়াতাড়ি হারিয়ে গেল... হারিয়ে গেলি তুই এত তাড়াতাড়ি চোখের আড়ালে... 
আচ্ছা, দু’জনের হুট করে প্রেমে পড়াটা খুব সিনেমাটিক ছিল তাই না...? খুব দ্রুত ও কি...? আবার বাস্তবতার দোহাই দিয়ে তোর চলে যাওয়াটা এটাও দারুন সিনেমাটিক হয়ে গেছে তাই না...? আবার খুব দ্রুত ও বটে... কিছুদিন আগেই না তুই বলেছিলি- “এসব কি বলিস পাগলী? এইত আমি আছি পাশে...”? অথচ দেখ ঠিক ঠিক তুই চলে গেলি... আমি না কিছুতেই মেলাতে পারি না... কিছুতেই না... !!!!  
একাকী হাঁটতে হাঁটতে আনমনে  কল্পনা কল্পনা খেলায় তোকে কত কি জিজ্ঞেস করি... আচ্ছা, বল তো? এমনটা করলি কেন? তুই কি জানিস বৃষ্টি ভেজা এই আমার দু’চোখে আর কেউ কখনো ডুব দিতে পারবে না...? তুই কি জানিস এই মেয়েটার দু’চোখের একমাত্র অভিমান তুই...
যদি জেনেই থাকিস রে হাঁদারাম তবে বৃষ্টি ভেজা কোন রাতে কল্পনায় আমার চোখ দুটো একবার দেখে নিস... দেখবি সে দু চোখের প্রতীক্ষায় আজো তোর নামটি লেখা আছে... দেখবি সে দু ‘চোখ তোকে পাওয়ার  সুখে কিংবা না পাওয়ার অসুখে আজো একাকী ভিজে... 
 ১২ টি
    	১২ টি    	 +১/-০
    	+১/-০  ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫  সন্ধ্যা  ৭:২০
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫  সন্ধ্যা  ৭:২০
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: কি হইছে বাচ্চুমনি??????????
২|  ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫  বিকাল ৩:৪৯
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫  বিকাল ৩:৪৯
শায়মা বলেছেন: আচ্ছা, দু’জনের হুট করে প্রেমে পড়াটা খুব সিনেমাটিক ছিল তাই না...? খুব দ্রুত ও কি...? আবার বাস্তবতার দোহাই দিয়ে তোর চলে যাওয়াটা এটাও দারুন সিনেমাটিক হয়ে গেছে তাই না...? আবার খুব দ্রুত ও বটে... কিছুদিন আগেই না তুই বলেছিলি- “এসব কি বলিস পাগলী? এইত আমি আছি পাশে...”? অথচ দেখ ঠিক ঠিক তুই চলে গেলি... আমি না কিছুতেই মেলাতে পারি না... কিছুতেই না... !!!!   
  
 
  ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫  সন্ধ্যা  ৭:২০
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫  সন্ধ্যা  ৭:২০
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: কি হইছে বাচ্চুমনি??????????
৩|  ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫  বিকাল ৩:৪৯
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫  বিকাল ৩:৪৯
শায়মা বলেছেন: একাকী হাঁটতে হাঁটতে আনমনে কল্পনা কল্পনা খেলায় তোকে কত কি জিজ্ঞেস করি... আচ্ছা, বল তো? এমনটা করলি কেন? তুই কি জানিস বৃষ্টি ভেজা এই আমার দু’চোখে আর কেউ কখনো ডুব দিতে পারবে না...? তুই কি জানিস এই মেয়েটার দু’চোখের একমাত্র অভিমান তুই...  
  
  
 
  ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫  সন্ধ্যা  ৭:২১
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫  সন্ধ্যা  ৭:২১
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: কি হইছে বাচ্চুমনি??????????
৪|  ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫  বিকাল ৩:৫০
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫  বিকাল ৩:৫০
শায়মা বলেছেন: যদি জেনেই থাকিস রে হাঁদারাম তবে বৃষ্টি ভেজা কোন রাতে কল্পনায় আমার চোখ দুটো একবার দেখে নিস... দেখবি সে দু চোখের প্রতীক্ষায় আজো তোর নামটি লেখা আছে... দেখবি সে দু ‘চোখ তোকে পাওয়ার সুখে কিংবা না পাওয়ার অসুখে আজো একাকী ভিজে...  
ফুহ!!!
তাই বলে এত না!!!!!!!!
  ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫  সন্ধ্যা  ৭:২১
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫  সন্ধ্যা  ৭:২১
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহা ফুউউউউউউ এত্ত রাগ কেন লে...?
৫|  ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৫  রাত ১২:৪৬
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৫  রাত ১২:৪৬
স্বপ্নচারী গ্রানমা বলেছেন: 
দেখবি সে দু ‘চোখ তোকে পাওয়ার সুখে কিংবা 
না পাওয়ার অসুখে আজো একাকী ভিজে..
অনেক ভালো লাগলো দুঃখ ভেজা চিঠি.।.।! 
  ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৫  দুপুর ২:৩১
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৫  দুপুর ২:৩১
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: অনেক ধন্যবাদ ভাই! ভাল থাকবেন!
৬|  ০১ লা মার্চ, ২০১৫  রাত ১০:৫৭
০১ লা মার্চ, ২০১৫  রাত ১০:৫৭
হাসান মাহমুদ ১২৩৪ বলেছেন:   হৃদয় ছুঁয়ে গেছে  
 
  ০৩ রা মার্চ, ২০১৫  দুপুর ২:৪১
০৩ রা মার্চ, ২০১৫  দুপুর ২:৪১
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: অনেক ধন্যবাদ ! ভাল থাকবেন!
©somewhere in net ltd.
১| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫  বিকাল ৩:৪৯
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫  বিকাল ৩:৪৯
শায়মা বলেছেন: জানিস, ছাদের পাশের সজনা গাছটাতে ফুলে ফুলে ভরা অপরূপ দৃশটা দেখলেই তোকে সেখানে বেঁধে পিটানোর কথা মনে পড়ে... জানিস ফুলগুলি ঝরে ঝরে গাছটার পাশে বিছানা হয়ে থাকে... ফুলগুলির ঝরে যাওয়া দেখলেই তোর চলে যাওয়ার কথা মনে পড়ে... খুব বেশি তারাতাড়ি-ই মনে হয় চলে গিয়েছিস... কিন্তু এতটা তাড়াতাড়ি কি তোর চলে যাওয়ার কথা ছিল... না কি কথা ছিল... পাশে থাকার...? বল?
 
 
তুই আমার শরত হলি না... শীতের চাদর হলি না... এই দেখ, বসন্ত ও এসে গেছে... তুই কি আমার বসন্ত হতে পারতি না...? বল...? রাতে ঘুম হয় না... বারবার জেগে গিয়ে ঘেমে অস্থির হয়ে যাই... জানালা খুলে দেই... হু হু করে বাতাস আসে... সেটাও কাঁপিয়ে দেয়... জ্বর চলে আসে...গরমের জন্য ফেলে দেয়া কম্বলটা আবার জড়িয়ে নেই... জানিস মাঝে মাঝে বসন্ত বৃষ্টি হয়... ইচ্ছে করে সেই আগের মত তোর সাথে ভিজি... ভাবতে ভাবতে ছাদে চলে যাই... ভিজি... কিন্তু সেই বৃষ্টিতে তোকে ভিজতে দেখি না... ইসস্ সময়গুলি এত তাড়াতাড়ি হারিয়ে গেল... হারিয়ে গেলি তুই এত তাড়াতাড়ি চোখের আড়ালে...