|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
>আল্লাহ্ তায়ালা পবিত্র কোরআনে আগে পুরুষের পর্দার কথাই বলেছেন! মহান আল্লাহ্ ইরশাদ করেছেন,’ হে নবী, আপনি ঈমানদার পুরুষদের বলুন, তারা যেন তাদের দৃষ্টি সংযত রাখে এবং গোপন অঙ্গের হেফাজত করে। এতে তাদের জন্য উত্তম পবিত্রতা রয়েছে! নিশ্চয়ই তারা যা করে আল্লাহ্ এ ব্যাপারে জানেন। আর ঈমানদার নারীদের বলুন, তারা যেন তাদের দৃষ্টি সংযত রাখে এবং গোপন অঙ্গের হেফাজত করে! - সূরা নূর, আয়াত- ৩০। (সুত্র- ইত্তেফাক- ১৬ পৃষ্ঠা - ধর্ম চিন্তা বিভাগ) !  সৃষ্টিগত কারনে পোশাকের পর্দার ব্যাপারে নারীদের প্রতি ইসলাম কঠোর নির্দেশ দিয়েছে বটে কিন্তু দৃষ্টিগত ও হৃদয়গত পর্দায় পুরুষদেরকে কঠোরভাবে সতর্ক করা হয়েছে। --- প্রসঙ্গ এখানেই- 
> কারন বেশির ভাগ পুরুষ প্রতিক্ষেত্রে শুধু নারীর পর্দার কথা বলে বেড়ায় অথচ নিজেদের পর্দার কথা এড়িয়ে যায়! আর সে কারনেই একজন নারী যখন নির্যাতিত বা ধর্ষিত হয় সে সময় কিছু পুরুষ নির্যাতনকারীকে এবং ধর্ষণকারীকে দোষী না মেনে আগেই নারীর পর্দার কথা তোলে, এবং যখন একটা ৩/৪ বছরের বাচ্চা ধর্ষিত হয় তখন তারা সেই ধর্ষণের পেছনেও নারীর পর্দার কথা তোলে, ভুলে যায় নিজেদের পর্দার কথা! 
>হযরত বুরায়দা ইবেনে আল- হাসিব (রাঃ) থেকে বর্ণিত , রসুল (স) হযরত আলী (রাঃ) কে বলেন- ‘হে আলী! দৃষ্টির পর দৃষ্টি ফেলো না। অনিচ্ছাকৃত যে দৃষ্টি পড়ে তার জন্য ক্ষমা পাবে কিন্তু পরবর্তী দৃষ্টির জন্য ক্ষমা পাবে না- আবু দাউদ। (সুত্র ইত্তেফাক- ১৬ পৃষ্ঠা - ধর্ম চিন্তা বিভাগ) ! তিনি পুরুষদের উদ্দেশে বলেছেন- “পথের হকগুলির একটি অন্যতম হক হলো- দৃষ্টিকে সংযত  রাখা”! (বুখারী শরীফ ) - প্রসঙ্গ এটাই- 
>অস্বীকার করবো না অনেক নারীই চলাফেরায় সংযত নয় কিন্তু তাই বলে কি পুরুষের দৃষ্টি অসংযত হতে হবে? প্রসঙ্গ এটাই যে নারী -পুরুষ উভয়কেই পর্দা করতে হবে, শুধু শুধু নারীদের উপর সব দোষ চাপিয়ে নিজেদের পর্দার ব্যাপারটাকে আড়াল করাটাও কি ঠিক? আমি মনে করি- নিজের ঈমান নিজের কাছে, আমি নিজে সংযত হবো না আর দোষ চাপাবো নারীদের ঘাড়ে এটাও তো ঠিক নয়!   
 ১৪ টি
    	১৪ টি    	 +৪/-০
    	+৪/-০  ০৩ রা মার্চ, ২০১৫  দুপুর ২:৩৮
০৩ রা মার্চ, ২০১৫  দুপুর ২:৩৮
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হুম-৯ রাজপুত্র!
২|  ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৫  রাত ১০:০০
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৫  রাত ১০:০০
রোদেলা বলেছেন: পুরুষদের জন্যেও যে পর্দার বিধান আছে তা স্বয়ং পুরুষই জানে না।আর যারা জানে তারা সেটা মানতে নারাজ।
  ০৩ রা মার্চ, ২০১৫  দুপুর ২:৩৮
০৩ রা মার্চ, ২০১৫  দুপুর ২:৩৮
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু ক’জনে তা জানে ও মানে? ভাল থাকবেন!
৩|  ০১ লা মার্চ, ২০১৫  রাত ১১:১২
০১ লা মার্চ, ২০১৫  রাত ১১:১২
আরজু পনি  বলেছেন: 
 নারী -পুরুষ উভয়কেই পর্দা করতে হবে।
ধন্যবাদ ঈপ্সিতা ।।
  ০৩ রা মার্চ, ২০১৫  দুপুর ২:৩৮
০৩ রা মার্চ, ২০১৫  দুপুর ২:৩৮
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু আপু এটাই তো সত্যি- নারী- পুরুষ উভয়কে পর্দা করতে হবে! ভাল থাকবেন!
৪|  ০৩ রা মার্চ, ২০১৫  দুপুর ২:৪২
০৩ রা মার্চ, ২০১৫  দুপুর ২:৪২
যোগী বলেছেন: 
পর্দার কথা আসলেই নারীদের উপর আক্রমন আর পুরুষরা অবলীলায় খালি গায়ে ঘুরে আমার মত  
 
  ০৫ ই মার্চ, ২০১৫  দুপুর ২:০৮
০৫ ই মার্চ, ২০১৫  দুপুর ২:০৮
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: উপরের কথাটা সত্যি নয় কি?!? তবে আপনার লেখা নীচের লাইনটা দিয়ে কি বুঝাইলেন?
৫|  ০৩ রা মার্চ, ২০১৫  দুপুর ২:৫৮
০৩ রা মার্চ, ২০১৫  দুপুর ২:৫৮
দিশেহারা রাজপুত্র বলেছেন:   
 
আমি কি কইত্তাম। 
হুম- ১০ ঈপ্সিতা।
  ০৫ ই মার্চ, ২০১৫  দুপুর ২:০৯
০৫ ই মার্চ, ২০১৫  দুপুর ২:০৯
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু তাই তো!!! আপনি কি বলবেন!
৬|  ০৫ ই মার্চ, ২০১৫  দুপুর ২:৪৬
০৫ ই মার্চ, ২০১৫  দুপুর ২:৪৬
নতুন বলেছেন: পদা`র ব্যপারটা পুরোটাই নারীর উপরে চাপাইতে চায় পুরুষ সমাজ.... 
অনেকে নারীর পোষাক ভাল পরেনাই বলে অভিযোগ করে.... 
কিন্তু তারা কেন নারীর শরীরের ভাজের দিকে চাইয়া থাকে এই প্রশ্ন কেউই করেনা.... 
কারন চাইয়া না থাকলে তারা দেখলো কেমনে???   
 
বাইরের বিশ্বের তুলনায় আমাদের দেশের মেয়েরা শতগুন স্বালীন পোষাক পরে... তার পরেও আমাদের সমাজে কত কথা পোষাখ নিয়ে... 
৭|  ০৭ ই মার্চ, ২০১৫  সকাল ১১:০৮
০৭ ই মার্চ, ২০১৫  সকাল ১১:০৮
ইফতেখার ভূইয়া বলেছেন: পর্দার কথা যদি বলেন তবে নিঃসন্দেহে পৃথিবীর যে কোন দেশে সেদেশের নারীদের তুলনায় পুরুষদের পোশাক বরাবরই বেশী সংযত। দৃষ্টি সংযত রাখাটা অবশ্য আমার কাছে পর্দা থেকে ভিন্ন মনে হয়। সংযত দৃষ্টির ব্যাপারে আপনার সাথে পুরোপুুরি একমত। পুরুষরা তুলনামূলকভাবে বেশী অসংযত এবং অবশ্যই পুরুষদের এ ব্যাপারে আরো বেশী যত্নবান হওয়া উচিত। নারীর ঘাড়ে "সব" দোষ চাপানোটা অবশ্যই ভুল। দোষ নারী-পুরুষ উভয়েরই আছে, কম আর বেশী।
৮|  ২৫ শে মার্চ, ২০১৫  সকাল ৭:০৮
২৫ শে মার্চ, ২০১৫  সকাল ৭:০৮
আওণ বলেছেন: আমার জীবনের এক অনুপ্রেরনার আয়াত।
শুকরিয়া অনেক অনেক।
হা এটা উভয়কেই করতে হবে।
৯|  ১৯ শে অক্টোবর, ২০১৫  রাত ৮:৪২
১৯ শে অক্টোবর, ২০১৫  রাত ৮:৪২
স্যার এডলফ হিটলার (২) বলেছেন: ইফতেখার ভূইয়া। ভাই মনের কথাটাই বলে দিলেন। আর কিছু বলার নেই।
©somewhere in net ltd.
১| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৫  রাত ৯:০২
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৫  রাত ৯:০২
দিশেহারা রাজপুত্র বলেছেন: হুম।