|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
>ঘৃণা হয় সেইসব গৃহকর্তাদের জন্য যাদের কারনে, গৃহবধূরা বাসায় বুয়া নিয়োগে শঙ্কিত থাকে এবং নিয়োগের পরও আতঙ্কে থাকে না জানি কখন কি ঘটবে? (তবে সবাই না) ! 
>সে যেটাই হোক, যারা এ ধুরনের লুচ্চামি মনোভাব নিয়ে চলে, তাদের জিজ্ঞেস করতে ইচ্ছে করে, তোদের রুচি কি এতই নিম্ন রে যে তোরা ঘরের বউ রাইখা, কাজের মেয়ের প্রতি ঝুঁকিস! শুধু গৃহকর্তা না অনেক ছেলেই সুযোগ বুঝে কাজের মেয়ের উপর নির্যাতন চালায়, ব্যাখ্যায় যাচ্ছি না আর-  সেটা কি হতে পারে! আর সেই সব  ঘটনা প্রায়-ই ধামাচাপা দেয়া হয়, এভাবেই অনেক  বাসাতেই কাজের মেয়েরা নির্যাতিত হয় কিন্তু তার বেশির ভাগ-ই প্রকাশ পায় না, পাইলেও অপরাধীর সেরকম কোন বিচার হয় না...! 
>প্রসঙ্গ - “ সৌদি গৃহবধূরা সুন্দরী কাজের বুয়া নিয়োগে আপত্তি করেছেন” আজকের ইত্তেফাক/ বাংলাদেশ প্রতিদিন এর খবর... ! কারন কি তা  উপরে বলেছি! 
 ৮ টি
    	৮ টি    	 +৩/-০
    	+৩/-০  ০৬ ই মার্চ, ২০১৫  সন্ধ্যা  ৭:৫৭
০৬ ই মার্চ, ২০১৫  সন্ধ্যা  ৭:৫৭
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: দ্বীনের পথে চলছে কিন্তু এরকম জঘন্য কাজ ও করছে এরকম মানুষ আমি নিজে দেখেছি খুব কাছে থেকে... আসলে আজকাল মানুষের আল্লাহ্ ভীতি একদম কমে গেছে তাই এ ধরনের জঘন্য কাজ তারা অহরহ করছে! আর হ্যাঁ অবশ্যই আমাদের সকলের-ই দ্বীনের পথে চলা উচিৎ ! আল্লাহ্ আমাদের সেই তৌফিক দান করুন! আমিন!
২|  ০৬ ই মার্চ, ২০১৫  রাত ৮:৩২
০৬ ই মার্চ, ২০১৫  রাত ৮:৩২
আমি তুমি আমরা বলেছেন: দিনকাল খারাপ।
  ০৯ ই মার্চ, ২০১৫  দুপুর ২:৪২
০৯ ই মার্চ, ২০১৫  দুপুর ২:৪২
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু দিনকাল না আমরা মানুষেরাই খারাপ!!!!!! 
৩|  ০৭ ই মার্চ, ২০১৫  সকাল ৯:২০
০৭ ই মার্চ, ২০১৫  সকাল ৯:২০
নীল আকাশ ২০১৪ বলেছেন: কেবল পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে আর জুব্বা গায়ে দিয়ে ঘুরলেই দ্বীনের পথে চলা হয়না। দ্বীনকে আঁকড়ে ধরার অর্থ হল আল্লাহ্র উপর নির্ভরশীলতা এবং জীবনের প্রতটি ক্ষেত্রে আল্লাহ্র ভয় মনের গভীরে পোষণ করা। এই বৈশিষ্ট্য যার মধ্যে থাকে, ব্যভিচারের মত ভয়ংকর অপরাধ তার পক্ষে কোনভাবেই সম্বব নয়।
  ০৯ ই মার্চ, ২০১৫  দুপুর ২:৪৩
০৯ ই মার্চ, ২০১৫  দুপুর ২:৪৩
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু সেটাই!
৪|  ০৭ ই মার্চ, ২০১৫  সকাল ১০:৫৬
০৭ ই মার্চ, ২০১৫  সকাল ১০:৫৬
ইফতেখার ভূইয়া বলেছেন: আপনার কথা সত্য বৈকি! ব্যাপারটা অবশ্যই ঘৃণ্য তবে আজকালকার বৌ'রাও কি কম যায়?
  ০৯ ই মার্চ, ২০১৫  দুপুর ২:৪৩
০৯ ই মার্চ, ২০১৫  দুপুর ২:৪৩
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু নারীরাও শারীরিক ভাবে নির্যাতন করে গৃহকর্মীদের তবে নারীদের পুরুষকে নিয়ে এই শঙ্কা আর ওটা মনে বেশ ভিন্ন!
©somewhere in net ltd.
১| ০৫ ই মার্চ, ২০১৫  দুপুর ২:৫১
০৫ ই মার্চ, ২০১৫  দুপুর ২:৫১
নীল আকাশ ২০১৪ বলেছেন: মানুষের মাঝে যদি আল্লাহ্র ভয় না থাকে, তবে কাজের বুয়া কেন, রাস্তার ভিখিরির সাথেও সেক্স করতে তার বাঁধবে না - ঐসব রুচি-ফুচি পুরনো দিনের কন্সেপ্ট। আপনার সন্তানকে ইসলামী আকীদা শেখান - তাকে দ্বীনের পথে চালান। তারপর দেখুন তো সে রাস্তার কোন মেয়ের দিয়ে চোখ তুলে তাকায় কিনা!