নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মেয়েটা নীল শাড়ি ...দু’হাত ভর্তি নীল চুড়ি পড়ে ...
কপালে একটা নীল টিপ দিতে গিয়েও দিলো না... বেছে নিল কালো একটা টিপ...চোখে হালকা কাজল দিয়ে ... চুল গুলি ছেড়ে খালি পায়ে চুপি চুপি ছাদে গিয়ে ঝুম বৃষ্টিতে দাঁড়িয়ে রইল...
আজ সে একা একাই ভিজবে বলে ঠিক করেছে...
তবে ছাদে এসেছে সে ছেলেটার পছন্দ মত নীল শাড়ি/ চুড়ি/টিপ/কাজল পড়ে...
চারপাশটা একবার দেখে নিল সে... আশে-পাশের ছাদে কেউ আছে কি না...একবার ভাবল ... থাকলে থাকুক... কেউ যদি কিছু বলে...তবে কোন কথা নেই সোজা ছাদের খালি কোন টব কিংবা এক দলা শক্ত মাটির টুকরা হাতে নিয়ে ছুড়ে মারবে...
কেন যে এত রাগ হচ্ছে তার বুঝতে পারছে না...
কর্কশ সুরে মেঘের গর্জনে মেয়েটার বুকের ভেতরে দ্রিম দ্রিম শব্দ শুরু হয়ে গেল...তবু সে দাঁড়িয়ে আছে ...ভিজে জব জব... কি মনে করে...সিড়ি ঘরের কাছে এসে সিড়ির রেলিং এ থাকা একটা হাত মোছার কাপড়ে হাতটা মুছে নিয়ে...
সিড়ির এক কোনায় থাকা খালি এক প্যাকেটে রাখা মোবাইল ফোনটা হাতে নিয়ে...কিছু ভেবে লিখেই ফেলে একটা মেসেজ ছেলেটাকে... “ ভিজবি আমার সাথে”?
সাথেই সাথেই ফিরতি মেসেজে চলে আসে ছেলেটার বার্তা...
হু... এখনো বৃষ্টিতে ভিজে পাগলামি করিস !!
মেয়েটা লিখে- হু...তুই কি এখনো মুগ্ধ হচ্ছিস আমাকে দেখে...?
ছেলেটা লিখে-- হু রে হু...বৃষ্টি এলেই এখনো মুগ্ধ হই তোর পাগলামিতে...!!
মেয়েটা লিখে ফেলে- দু’চোখে ডুব দিসএখনো...?
ছেলেটা লিখে- আর কারো চোখে ডুব দিতে পারবো না বলেই...নিজেকে গুটিয়ে রাখি...
বৃষ্টি এলেই চোখ বন্ধ করে থেকে ডুব দেই সেই বৃষ্টি ভেজা চোখে...
একটু পর ছাদে গিয়ে কিংবা জানালা দিয়ে হাত বাড়িয়ে বৃষ্টির ফোঁটা হাতে নিয়ে ছুড়ে দেই তোর মুখের উদ্দেশে...
তুই কি চমকে উঠিস সেই আগের মত...?
মেয়েটা লিখে- হু... তোর ছেটানো বৃষ্টির ফোঁটা আবার নতুন করে আমার কপাল বেয়ে চোখ... নাক... ঠোঁট ছুঁয়ে গলা দিয়ে নেমে যায়...
তুই কি মুগ্ধ হোস তখন আগের মত...?
ছেলেটা লিখে- হু রে হই... এরপর তোর বায়নাতে ছুটি আইস্ক্রিম আনতে...
মেয়েটা লিখে- তারপর আমি সেই আইস্ক্রিম অর্ধেক খাই আর অর্ধেক তোর নাকে ঘষে দেই...
ছেলেটা লিখে - আমি চিৎকার করি...
মেয়েটা লিখে-আমি দৌড়ে ছুটে পালাই...
ছেলেটা লিখে- এরকম-ই তো শর্ত দিয়েছিস তুই,
তুই ছুটে বেড়াবি আর আমি ছুটে ছুটে তোকে ধরবো...
মেয়েটা লিখে-- হু...এরপর আমার হ্যাচ্চওওও...
ছেলেটা লিখে-তারপর আমি আর তোর কোন কথা শুনি না...
তোকে কোলে নিয়ে ঘরে আসি... তোয়ালে দিয়ে তোর চুল মুছে দেই...
মেয়েটা লিখে-- তারপর চা বানিয়ে আনিস...
এক কাপ চায়ে দু’জনের হুড়োহুড়ি চলে...
ছেলেটা লিখে... আর পারছি না রে... চোখ জ্বলছে ...
মেয়েটা লিখে- আমারো চোখে কি যেন পড়েছে... খচ খচ করছে ... যাই নীচে...
০৭ ই মার্চ, ২০১৫ রাত ৮:৩৫
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া! ভাল থাকবেন!
২| ০৭ ই মার্চ, ২০১৫ বিকাল ৩:১১
দিশেহারা রাজপুত্র বলেছেন: +
নীল শাড়ি প্রিয়।
০৭ ই মার্চ, ২০১৫ রাত ৮:৩৫
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহা রাজপুত্র অনেক ছেলের-ই নীল রঙ পছন্দ! ধইনা না না নীল পাতা ... ! ভাল থাকবেন!
৩| ০৭ ই মার্চ, ২০১৫ বিকাল ৩:৩৪
প্রামানিক বলেছেন: ভাল লাগল। ধন্যবাদ
০৭ ই মার্চ, ২০১৫ রাত ৮:৩৬
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া! ভাল থাকবেন!
৪| ০৭ ই মার্চ, ২০১৫ রাত ৯:৩৩
দিশেহারা রাজপুত্র বলেছেন: নীল রং আমার পছন্দ নয়। নীল শাড়ি প্রিয়।
৫| ০৮ ই মার্চ, ২০১৫ দুপুর ১২:৪০
ইমতিয়াজ ১৩ বলেছেন: ভাল থাকুক ব্লগ সন্ত্রাসীটা।
৬| ১৩ ই মার্চ, ২০১৫ রাত ১২:১৩
হাসান মাহমুদ ১২৩৪ বলেছেন: গোল্ডেন এ প্লাস
৭| ১৩ ই মার্চ, ২০১৫ রাত ১:০৯
শতদ্রু একটি নদী... বলেছেন: ভালোলাগা রইলো।
©somewhere in net ltd.
১| ০৭ ই মার্চ, ২০১৫ বিকাল ৩:০১
ঢাকাবাসী বলেছেন: ভালো লেগেছে।