নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তুই বকা দিস, শুনি ... ভেংচিও কাটি ... সুযোগ বুঝে অবিরাম বকে চলি ...
গালি দিস সহ্য করি ... চুপ করে থাকি ।। পরে আবার আচ্ছামত ধোলাই চলে...
জ্বালাতন করিস... জ্বলি ... তোরেও একটু জ্বালাই দেই...
এরপর কান ধরে উঠ-বস না করলে মাপ নাই...
সারক্ষণ মজা করিস, পচাঁতে থাকিস... ক্ষ্যাপাতে থাকিস
আমিও দেই কখনো দু’কথা শুনিয়ে... কোন ছাড়াছাড়ি নাই...
দোষ না করলেও দোষ ধরিস... মহারাজ আমার !
ঠান্ডা মাথায় শুধরে দেই তা... দেখছিস, কত ভাল আমি?
আজাইরা হুমকি দিস... ব্যাপার না ... জানি না নিজেরে কি মনে করিস!!!!
ভয় পাই না... তোর মত হাব্লা আমার কিছুই করতে পারবে না...
যখন বলিস- বল তুই কি চাস...?
হাসতে হাসতে মরে যাই...
আরে তোর মত ফকিরের আমাকে দেয়ার মত কিছু আছে না কি রে ফকিরটা?
কিন্তু যখন ইচ্ছে করেই ইগনোর করিস সহ্য হয় নাতা...
শোন শোন, ভালোবাসা বিকিয়ে দিয়েছি রে...
আত্মসম্মানটাকে বিকিয়ে দেইনি... বুঝলি...
তাই যখন-তখন ব্লক লিস্টে পাঠিয়ে দিতে সময় লাগে না...
যা যা... দূরে গিয়া ঘাস/ লতাপাতা/ টিকটিকি/ তেলাপোকা দিয়া
কড়মড় কইরা বেশি বেশি করে মুড়ি খা...
আমি জানি তুইও দুঃখিত না... তুই জানিস আমিও দুঃখিত নই রে...!
হাহহা কারন ঐসব আত্মসম্মান- টম্মান ভুলে আবার দু’জনেই ...
তবে এই আত্মসম্মান আর ভালোবাসা দু’টোই ভাবায়...
জানি না কখন আবার ডুবিয়ে দেয়...?
০৯ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:১৬
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহা ভাইয়া বকার মত ভাইটামিন নাইইইইই
২| ০৯ ই মার্চ, ২০১৫ বিকাল ৪:৩৪
নূসরাত তানজীন লুবনা বলেছেন: অসাধারন আপু
কপি করতে চাই অবশ্যই নামসহ
০৯ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:১৭
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: অনেক ধন্যবাদ ! হু করেন!
৩| ০৯ ই মার্চ, ২০১৫ বিকাল ৪:৪৪
মনিরা সুলতানা বলেছেন:
০৯ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:১৭
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হিহিহি আপু!
৪| ০৯ ই মার্চ, ২০১৫ রাত ৯:৪১
দিশেহারা রাজপুত্র বলেছেন: ঘাস/ লতাপাতা/ টিকটিকি/ তেলাপোকা দিয়া
কড়মড় কইরা বেশি বেশি করে মুড়ি খা***
নতুন রেসিপি নাকি।
ঝারির উপর ওষুধ নাই। তবে সাইড ইফেক্ট আছে কিন্তু।
১০ ই মার্চ, ২০১৫ রাত ৮:৩১
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: নতুন না রাজপুত্র... পুরনো... হাহহাহা এত্ত এত্ত রেসিপির ভেতর এই রেসিপির মত রেসিপি হয় না! ভাবছি আপনাকে একদিন খাওয়াবো ? ব্লগের ভ্রাতাদের আমি এই রেসিপিতে আপ্যায়ন করবো, আগেও বলেছিলাম! হাহহা! হাহা সাইড-ইফেক্ট থাকলেও ঝারির মধ্যে ভাইটামিন আছে!
৫| ১০ ই মার্চ, ২০১৫ সকাল ৯:৪৬
শাহজাহান মুনির বলেছেন: "শোন শোন, ভালোবাসা বিকিয়ে দিয়েছি রে...
আত্মসম্মানটাকে বিকিয়ে দেইনি... বুঝলি... " দারুণ ।
মাঝে মাঝে বকা না দিলে হয় না। আমি তো বলি সুইট বকা। ধন্যবাদ।
১০ ই মার্চ, ২০১৫ রাত ৮:৩২
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহা হু... বকার মত মজাদার/ সুইটিস্ট আর কিছু আছে না কি? অনেকদিন পর!!! কেমন আছেন?
৬| ১০ ই মার্চ, ২০১৫ রাত ৯:৩৫
শাহজাহান মুনির বলেছেন: লেখক বলেছেন: হাহা হু... বকার মত মজাদার/ সুইটিস্ট আর কিছু আছে না কি? অনেকদিন পর!!! কেমন আছেন?
আসলেই কিছু নাই। হেলাল হাফিজের একটা কবিতার লাইন আছে- " ভালোবাসা মিলনে মলিন হয়, বিরহে উজ্জ্বল।" আমি ভালো আছি, আপনি কেমন আছেন?
৭| ১৩ ই মার্চ, ২০১৫ রাত ১২:১০
হাসান মাহমুদ ১২৩৪ বলেছেন: আপু, রাজপুত্রের সাথে মনে হচ্ছে চরম চলচ্ছে
©somewhere in net ltd.
১| ০৯ ই মার্চ, ২০১৫ দুপুর ২:৪৫
ইমতিয়াজ ১৩ বলেছেন: তুই বকা দিস, শুনি ... ভেংচিও কাটি ... সুযোগ বুঝে অবিরাম বকে চলি ...
বকাবকিটা একটু বন্ধ করুন না ???