নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ব্লগে আমার লেখার বেশির ভাগ লাইক-ই বুঝি ইমতিয়াজ ভাইয়ার! ব্লগ সন্ত্রাসী খেতাবটাও তার দেয়া... এমন নয় ভাইয়ার সাথে রোজ রোজ কথা হয়... যেটুকু কথা তা এই ব্লগের লেখাতেই/ কমেন্টেই ... আর সেই থেকেই কিভাবে যেন একদম নিজের ভাইয়ের মত হয়ে গেছেন ভাইয়াটা (আমার কোন ভাই নেই- আমরা দু বোন) ... ভাবী হয়ত জানে না তার একটা সন্ত্রাসী ননদ আছে, জানলে ঝাড়ু নিয়ে হাজির হবে...হাহহাহ...। আয়মান/ আরহাম পিচ্চি ভাতিজারাও হয়ত জানে না তাদের একটা সন্ত্রাসী ফুম্মি আছে কিন্তু এরপরও যে এই ব্লগের লেখার মাধ্যমে ভাইয়ার সাথে একটা স্নেহের/ শ্রদ্ধার বাঁধন তৈরি হয়ে গেছে তা এক অদ্ভুদ ভাললাগার অনুভূতির সৃষ্টি করে...!
আমার সেই ভাইটার আজ ৪র্থ বিবাহবার্ষিকী! অনেক অনেক শুভ কামনা রইল ভাইয়া! ভাবীর ও ভাতিজাদের পাশে ছায়ার মত থেকে সারাটাজীবন সুন্দর/ সুস্থ ও ভাল থেকে কাটিয়ে দিন এটাই প্রত্যাশা! এখন ঝটপট আমাকে কেক/ আইস্ক্রিম খাওয়ান ... নইলে কিন্তু সন্ত্রাসী কি কত প্রকার তা দেখিয়ে দেবো হু... আর গিফট- টিফট দেবো না এখন... পরে দেবো... ! না না পরে দেব না... একটা নতুন নিয়ম চালু করছি- আপনার বিবাহ বার্ষিকীতে আমি উইশ করলাম সেই সুবাদে আপনি আমাকে গিফট করবেন কেমন? হাহহা! গিফট হিসেবে কি নেব তার লিস্ট কি দেব না কি...? মোবাইল নং দিয়া দিলাম বিকাশ করেন- ০০০০০০০০ ...
অনেক অনেক ভাল থাকবেন ভাইয়া আর আপনার স্নেহের বাঁধনে রাখবেন!
১৭ ই মার্চ, ২০১৫ দুপুর ২:৪২
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু ভাইয়া, আমার ও তাই মনে হয়েছে! যদিও আমার সাথে ভাইয়ার দেখা হয়নি! তবে আজ ভাইয়া মনে হয় খুব ব্যস্ত... তাই লাপাত্তা! আপনার খবর কি? কেমন আছেন?
২| ১৭ ই মার্চ, ২০১৫ সকাল ১১:০৭
দিশেহারা রাজপুত্র বলেছেন: শুভ কামনা ইমতিয়াজ ভাইয়া আর ভাবীর জন্য।
১৭ ই মার্চ, ২০১৫ দুপুর ২:৪২
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ধইনা পাতা রাজপুত্র!
৩| ১৭ ই মার্চ, ২০১৫ দুপুর ১২:১৪
কলমের কালি শেষ বলেছেন: শুভ বিবাহবার্ষিকী ......ইমতিয়াজ ভাইকে । বৌ বাচ্চা নিয়ে সুখী জীবন যাপনের শুভ কামনা ।
আর সন্ত্রাসীদের থেকে দূরে থাকার আহবান কারণ এরা যে কোন সময় উগ্র হয়ে উঠতে পারে । সন্ত্রাসী সুজন হলেও পরিত্যাজ্য !
১৭ ই মার্চ, ২০১৫ দুপুর ২:৪৩
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ধইনা পাতা ভাই তবে একটু সাবধানে আপ্নিও থাইকেন কেমন...। নইলে ধইরা টিকটিকির ফ্রাই আর তেলাপোকার সুপ খাইয়ে দেবো...। হাহাহ!
৪| ১৭ ই মার্চ, ২০১৫ দুপুর ২:৫৩
দিশেহারা রাজপুত্র বলেছেন: লেখক বলেছেন: ধইনা পাতা ভাই তবে একটু সাবধানে আপ্নিও থাইকেন কেমন...। নইলে ধইরা টিকটিকির ফ্রাই আর তেলাপোকার সুপ খাইয়ে দেবো...। হাহাহ!
প্রতিউত্তর দেখতে এসে নিখাত বিনুদিত হলেম। বাই দা ওয়ে এই রেসিপি জানলেন কিভাবে?
১৭ ই মার্চ, ২০১৫ দুপুর ২:৫৮
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহাহ রাজপুত্র... ইহা আমার রেসিপি...। আপনাকে ঘাসের সাথে লতা/পাতা দিয়ে মুড়ি আর ওপরের রেসিপির সবগুলা দিয়াই আপ্যায়িত করিবো চিন্তায়েন না!
৫| ১৭ ই মার্চ, ২০১৫ রাত ৮:৫৯
শাহ আজিজ বলেছেন: সামুতে জন্মবার্ষিকীতে বেলুন ওড়ানো হয়। বিবাহ বার্ষিকীতে কি ওড়ানো যায় ??
ইমতিয়াজ বিয়া করছে ? ওরে তোঁ আমি পুলাপাইন মনে করতাম !!
ইমতিয়াজের বিবাহ বার্ষিকীতে শুভেচ্ছা ।।
৩১ শে মার্চ, ২০১৫ রাত ৮:৫৩
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হহাহহা হইলে সমস্যা কি ভাইয়া? আপনারটা বলেন--- আমি এভাবেই উইশ করবো!!!!
৬| ১৮ ই মার্চ, ২০১৫ সকাল ১০:৪৪
ইমতিয়াজ ১৩ বলেছেন: প্রথম আন্তরিক ধন্যবাদ প্রিয় বোন সন্ত্রাসী ঈপ্সিতা চৌধুরীকে। সাথে সাথে শ্রদ্ধমাখা ধন্যবাদ শ্রদ্ধেয় আমিন ভাই, শাহ আজিজ ভাই সহ দিশেহারা রাজপুত্র এবং কলমের কালি শেষ ভাইকে।
আসলে ব্লগে কারো সাথে আমার ব্যক্তিগত পরিচয় নেই, যে টুকু জানা তার পুরটাই লেখা বা কমেন্ট করার মাধ্যমে, তবে আমার ব্যক্তিগত প্রয়োজনে আমিন ভাইএর সাথে বেশ কয়েকবার কথা হয়েছে।
শাহ আজিজ ভাই এর কমেন্ট বেশ মজা পাইছি
এবার সাবর জন্য।
বি:দ্র:সত্যি কথা বলতে ছুটির দিনে অনলাইনে বসতে পারি না পারিবারিক ঝামেলার কারনে। আয়মান আরহামের অনবরত দুস্টমির সাথে তাল মিলিয়ে চলতে গিয়েই সময়কে আর ধরতে পারি না তাই নেটেও বসা হয় না।
৩১ শে মার্চ, ২০১৫ রাত ৮:৫৩
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: এইসব ফাঁকিবাজিতে চলতো না ভাইয়া!!!!!!
৭| ১৮ ই মার্চ, ২০১৫ দুপুর ২:৩৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: শুভ বিয়া বার্ষিকী
কত বছর হলো বিয়ের? হুম ....।
অনেক শুভকামনা । সুন্দর হোক আগামী পথচলা একসাথে ভালবেসে
৩১ শে মার্চ, ২০১৫ রাত ৮:৫৩
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ধন্যবাদ আপনাকে আপু!
©somewhere in net ltd.
১| ১৭ ই মার্চ, ২০১৫ সকাল ১০:৩৮
আমিনুর রহমান বলেছেন:
ইমতিয়াজ চমৎকার একজন মানুষ। আমার সাথে বেশ কয়েকবার কথা হয়েছে। তাকে মানুষ হিসেবে দারুণ মনে হয়েছে।
ইমতিয়াজের বিবাহ বার্ষিকীতে ইমতিয়াজ এবং ভাবীর জন্য অনেক অনেক শুভ কামনা। যদি দাওয়াত দিতো তাইলে আরো বেশী বেশী করে শুভ কামনা জানাইতাম
থ্যাঙ্কস ইপ্সিতা পোষ্টের জন্য।