নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Epshi007

ঈপ্সিতা চৌধুরী

I wanna know the wonders around me

ঈপ্সিতা চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

ভাবিস না ছেড়ে দেবো... একে একে নেবো সবকিছুর শোধ...

১৭ ই মার্চ, ২০১৫ দুপুর ২:৪০

তুই আমার ড্রেসিং টেবিলে ছড়িয়ে ছিটিয়ে থাকা
রঙ- বেরঙের চুড়ি আর মালা ...
তোকে নিয়ে হয়েছে আমার যত জ্বালা .........
তুই আমার ঘরের মেঝেতে পরে থাকা টিপের পাতা...
এলোমেলো গল্প/ কবিতা লেখার একটা খাতা...
তুই আমার এলো চুলের হারিয়ে যাওয়া কালো ক্লিপ...
ভালোবেসে বানাবো আমরা সুখের একটা দ্বীপ...
তুই আমার আলমিরাতে থাকা পছন্দের নীল জামদানী...
রেগে গেলে আমি তোর নাকটা ধরে টানি...
তুই আমার কান থেকে পরে যাওয়া ছোট্ট একটা ঝুমকা
মাঝে মাঝে নামিয়েই দিস তুই ঝড়ো হাওয়ার দমকা...
তুই আমার এক পায়ে থাকা ঝুনঝুন নূপুর...
খামচামিতে কাটে আমাদের সবগুলো দুপুর...
তুই আমার খোঁপায় থাকা টকটকে জারবারা
আমার না তোর ঘাড়টা আসলেই একটু ত্যাড়া ...
তুই আমার ভেঙ্গে যাওয়া নাক ফুল
ইচ্ছে করেই করেছিস তুই এত্ত এত্ত ভুল...
তুই আমার বিছানায় ছিটিয়ে থাকা এত্তগুলা ঔষধ...
ভাবিস না ছেড়ে দেবো... একে একে নেবো সবকিছুর শোধ...

মন্তব্য ৩৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ১৭ ই মার্চ, ২০১৫ দুপুর ২:৫১

কলমের কালি শেষ বলেছেন: :|| B:-) :| :| |-) কিছু তো আর বাদ থাকলো না !

আজিকে এই দুপুরে, যুবক থাকো তুমি লুকিয়ে
যুবতি আছে ক্ষেপে, পেলে দিবে তোমায় ইচ্ছেমত বানিয়ে ! ;) :P

১৭ ই মার্চ, ২০১৫ দুপুর ২:৫৭

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহাহা আরো বাদ গেছে... সেফটিপিন/ লিপস্টিক/ কাজল...। পরে এইগুলা অ্যাড করে দেবো হু...। হাহহা বালক আসলেই লুকিয়ে আছে... তবে আপনার জন্য টিকটিকির ফ্রাই করতেছি... এরপর ধইরা... খাওয়ায় দেবো...

২| ১৭ ই মার্চ, ২০১৫ বিকাল ৩:০১

কলমের কালি শেষ বলেছেন: ইয়াক থু !! :| :| শুনছি বালিকারা তেলাপোকা, টিকটিকি ভয় পায় । কিন্তু এ কি দেখছি আমি !

১৭ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:২৯

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহাহহা ... ভুই পাই তো!!!!!! এগুলা আপনাকে দিয়েই ধরাবো তারপর হবে ফ্রাই/ সুপ... এরপর আপনাকে ধরে...... হাহহাহ

৩| ১৭ ই মার্চ, ২০১৫ বিকাল ৩:০৪

মাস্টার দ্য গ্রেট বলেছেন: এটা কি প্রেমিক নাকি কসমেটিক্স বক্স :#)

১৭ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:৩০

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: যাহা মনে করিবেন তাহাই...।। হাহাহ

৪| ১৭ ই মার্চ, ২০১৫ বিকাল ৩:১৭

হাসান মাহবুব বলেছেন: খুব সুন্দর হইছে।

১৭ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:৩০

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া! খাবার-দাবার নিয়ে এরকম-ই একটা পোস্ট আসছে ...

৫| ১৭ ই মার্চ, ২০১৫ বিকাল ৩:২০

শায়মা বলেছেন: বাহা বাহা ইপ্সিমনি!!!!!!!
এক নং ছড়া
কোথাও কোনো ভুল নেই তো
এবার খাও বড়া।:)


বড়া খেয়ে এবার তুমি
ছড়ার দেশে চলো
শতদ্রুর শয়তানীটায়
এবার কিছু বলো।:(

আমার ভাইয়া বলে তারে
নিলাম সেথায় ডেকে
এখন সে পালটালো দল
এমন পাজী ছেলে! X(


এই নাও লিন্ক

http://www.somewhereinblog.net/blog/rafiqershad/30022842



:( :( :(

১৭ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:৩০

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ওকে ওকে... দেখবো সে কে...

৬| ১৭ ই মার্চ, ২০১৫ বিকাল ৩:৩৩

সেলিম আনোয়ার বলেছেন: বেশ ঝাঝালো প্রেম ।

১৭ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:৩১

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহা হু কাঁচা লঙ্কার মত মনে হয়!!

৭| ১৭ ই মার্চ, ২০১৫ বিকাল ৩:৩৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ভালো লাগলো।


তুই আমার বিছানায় ছিটিয়ে থাকা এত্তগুলা ঔষধ...
:) :)

হঠাৎ ঔষধের আমদানি কেন? ঔষধ ছাড়া কি আর কোনো রশদ নেই :)


১৭ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:৩১

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: কবিতার নায়িকা অসুস্থ ভাইয়া......... তাই তো এত্ত ঔষধের আমদানী ... অনেকদিন পর আমার পোস্টে ... অনেক অনেক ধন্যবাদ !

৮| ১৭ ই মার্চ, ২০১৫ বিকাল ৪:২১

শায়মা বলেছেন: সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ভালো লাগলো।


তুই আমার বিছানায় ছিটিয়ে থাকা এত্তগুলা ঔষধ... :) :)

হঠাৎ ঔষধের আমদানি কেন? ঔষধ ছাড়া কি আর কোনো রশদ নেই :)




মনে হয় ইপ্সি হাম্বাকে স্যুইসাইডাল ভয় দেখাই ব্লাকমেইল করতে চাইছিলো ঔষধ দিয়ে ভাইয়া!!!!!!!!!!!:)

১৭ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:৩১

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: নেহি নেহি বাচ্চু... কবিতার বাচ্চু এত্ত কাচ্চু না... সে তো সিক তাই এত্ত এত্ত ঔষধ ...

৯| ১৭ ই মার্চ, ২০১৫ বিকাল ৪:২৭

শতদ্রু একটি নদী... বলেছেন:

শোনা কথায় কান দেয়না, তোমার ঈপ্সিমনি,
ভালো এই মেয়েটাকে টানছো কেন শুনি?
উনিও এখন দল পালটে,
ভোলের সাথে খোল উলটে
রঙ বদলের দিনে,
নিচ্ছেন ভালো চিনে।

১৭ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:৩২

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহাআ আমি কারো দলে নাই... কারো আগে- পিছে নাই...।হিহিহি

১০| ১৭ ই মার্চ, ২০১৫ বিকাল ৪:৩৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: :) :) :)



@শায়মা আপু :)

১৭ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:৩২

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহাহহা উত্তর উপরে ভাইয়া!

১১| ১৭ ই মার্চ, ২০১৫ বিকাল ৪:৫১

শায়মা বলেছেন: শতদ্রু একটি নদী... বলেছেন:

শোনা কথায় কান দেয়না, তোমার ঈপ্সিমনি,
ভালো এই মেয়েটাকে টানছো কেন শুনি?
উনিও এখন দল পালটে,
ভোলের সাথে খোল উলটে
রঙ বদলের দিনে,
নিচ্ছেন ভালো চিনে।



ঐ তুই আবার আসছিস এইখানেও করতে কুটনামি???
ওঝা ডেকে আনবো এবার ছাড়াবো তোর বদনামি।:)

ইপ্সিমনি সোনার খনি আমায় ভালোবাসে
ভাগ এখুনি দুষ্টু ছেলে থাকবিনা আশে পাশে।

১৭ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:৩২

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহহাহা আমারে এত্ত আগলে রাখা যাবে না তো বাচ্চু...

১২| ১৭ ই মার্চ, ২০১৫ বিকাল ৫:১১

শতদ্রু একটি নদী... বলেছেন:

আমিও কি কম? ভাই নই ওর??
উনিও আমার দলেই।
ভাব করবো, লাভ হবেনা
তোমার কোন ছলেই।

রেগে গিয়ে যাচ্ছ হেরে,
তাতো আমি জানি।
কুটনামী সব ফেলবো ছুড়ে
ভাঙ্গবো হাটেই হাড়ি।

১৭ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:৩৩

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ছেলে ঝগড়ু না কি... কবিতায় পটু...

১৩| ১৭ ই মার্চ, ২০১৫ বিকাল ৫:৫৯

বাংলার দামাল সন্তান বলেছেন: এত্ত সুন্দর এত্তদিন কই ছিল?

১৭ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:৩৩

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: এত্তদিন তো এখানেই ছিল... আজ চোখে পড়ল!!!!!!! ধইনা পাতা!

১৪| ১৮ ই মার্চ, ২০১৫ রাত ১২:২৩

দিশেহারা রাজপুত্র বলেছেন: ধরা যাক প্রেমিকার মনের কড়াইয়ে প্রেমের উত্তপ্ত তেলে ভাজতে গিয়েছিলাম আমার ভালোবাসার পরাটা।

সেক্ষেত্রে পরাটা রূপ আমার ভালোবাসা আর আমার অবস্থা যা হবে হাম্বার অবস্থা তার থেকে খারাপ বৈ ভালো না।

ইমতিয়াজ ভাইয়ার সন্ত্রাসী আজ রাজপুত্র স্বীকৃত।

১৯ শে মার্চ, ২০১৫ সকাল ১১:৫০

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: আপ্নিও একটু সবাধানে থাইকেন কেমন রাজপুত্র... নইলে কিন্তু ধইরা...... ঠ্যাং কাইটা...হাতে ধরাই দিমু...। হাহা

১৫| ১৮ ই মার্চ, ২০১৫ সকাল ১১:০০

ইমতিয়াজ ১৩ বলেছেন: কষ্টের রং নীল বলেই কি ঈপ্সিতা বোনের জমাদানীর রং নীল।



ভাল থাকুক হাম্বা সন্ত্রাসী ঈপ্সিতা চৌধুরী

১৯ শে মার্চ, ২০১৫ সকাল ১১:৫১

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: নান্নান্না ভাইয়া......... লেখার কল্পিত চরিত্র লাল এর জায়গায় বারবার নীল কে আনে তাই

১৬| ১৮ ই মার্চ, ২০১৫ সকাল ১১:১৯

শতদ্রু একটি নদী... বলেছেন: এত্ত এত্ত ওষুধ ছিটাইয়া রাখার মানে কি? আত্মহত্যা নয়, হত্যাই হোক নিজ মুক্তির সর্বশেষ উপায়। জাস্ট কিল হিম...

১৯ শে মার্চ, ২০১৫ সকাল ১১:৫১

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: নেহি রে ভাই......... লেখার নায়িকা সিক তো তাই... ঔষধ না খেলে নায়কের ঠ্যাং ভাঙ্গবে কি করে হু?

১৭| ১৮ ই মার্চ, ২০১৫ দুপুর ১২:৫১

শায়মা বলেছেন: শতদ্রু ভাইয়ার কমেন্টে +....:)

১৯ শে মার্চ, ২০১৫ সকাল ১১:৫১

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: আপ্নারে মাইনাস

১৮| ১৮ ই মার্চ, ২০১৫ দুপুর ২:৪১

কাজী ফাতেমা ছবি বলেছেন: আহারে কত্ত ভালবাসারে ।

খুব সুন্দর হইছে

১৯ শে মার্চ, ২০১৫ সকাল ১১:৫২

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহহাহা হু ভালোবাসা ভালোবাসা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.