নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
>আমি বাসায় যতই কাজ করি না কেন, বাপি বলতেই থাকবে,”কুড়িয়ানী ( মানে কাম চোর) কাজ কর কাজ কর, কাজ না করে করে অলস হয়ে যাচ্ছিস”!! কিন্তু যখন-ই মামনী বাসায় থাকে না, সব কাজ আমাকে করতে হয় তখন-ই সকালে ঘুম থেকে উঠেই শুরু করবে কানের কাছে প্যানপ্যান- কিচ্ছু রান্না করব না, এক ভাত এক তরকারী, শুধু ডালের ভর্তা আর ভাত কর...আর কোন কাজ করবি না...!
>আমার এক কাজিন অনেক সিক, তাকে নিয়ে মামনী কাল রংপুর গেছে, আজ সকালে উঠেই শুরু হয়েছে বাপির প্যানপ্যান- শুধু ডাল ভাত করবি আর কিছু না... আমি নিজেও সিক, ঘুম থেকে ওঠার পর মনে হচ্ছে প্রেসার আবার ডাউন করছে, যাক ধীরে ধীরে বাসার কাজ শুরু করলাম,আমাদের রাজত্বটাও ( আমাদের যা কিছু আছে সেটাকেই আমি রাজত্ব বলি আর সে রাজত্বের রাজকন্যা আমরা দু’বোন) কিন্তু কম বড় না, বাসায় যে মেয়েটা কিছু কাজ করে দিয়ে যায় আজ সেও নেই, বাড়িঘর পরিস্কার, নাস্তা বানানো, দুপুরের খাবার, ধোয়া-কাচা... একে একে করছি... এর মধ্যেই দেখি, বাপি তাদের ঘরের বিছানা গুছিয়ে ফেলেছে... যা আগে কখনো দেখিনি!! এরপর মামনীর ছেড়ে যাওয়া কাপড় দেখিয়ে বলে- এগুলা কি করবো? বললাম- রেখে দাও! এরপর বাপি গোসল করে নিজের লুঙ্গি/ তোয়ালে সব ধুয়ে হাতে ক্লিপ নিয়ে ছাদে শুকাতে দিয়ে এসেছে... চোখ দিয়ে টপটপ করে পানি পড়তে লাগলো ... মামনী বারবার ফোন করছে- আমি কি করছি একা একা,বোনটাও বাসায় নেই, শ্বশুরবাড়িতে ...
>>তাই বলছিলাম, বাপজানে’রা এমন-ই হয় কিন্তু জীবনসঙ্গী নামক প্রজাতিরা কি এত্ত কেয়ারফুল হয়? যদিও হাম্বা নামক আমার কল্পিত নায়ক কে আমি সেই রূপটা দিয়েছি! আমার জ্বর হলে সে আমার সেবা করে দেয়, মাথা টিপে দেয়, পা টিপে দেয়... আমি তাকে শিখিয়েছি... এসবে ছোট হওয়া হয় না কিংবা নেই কোন লজ্জা বরং পাওয়া যায় পরম শান্তি এক ধরনের আত্মতৃপ্তি... “ স্ত্রী যদি স্বামীর সেবা করতে পারে , স্বামী পারবে না কেন...”? আগে থেকেই এই ডায়লগ অনুযায়ী তাকে তৈরি হতে বলেছি... (যদিও বাবা এবং জীবনসঙ্গী দুটো আলাদা সত্ত্বা তবুও বাবার মত জীবনসঙ্গীর মাঝে কিছু মিল খোঁজে মেয়েরা!! )
>>এইবার হাত তুলেন তো ব্লগার ভ্রাতারা --কে কে এমন কেয়ারফুল আমার ভাবীদের প্রতি?
২৮ শে মার্চ, ২০১৫ দুপুর ২:১৬
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহা ধন্যবাদ কিন্তু ভ্রাতাদের কাছে যে প্রত্যাশা তার কি হবে?
২| ২৮ শে মার্চ, ২০১৫ দুপুর ১২:৫৭
সেলিম আনোয়ার বলেছেন: আপনার আশা আলোর মুখ দেখুক। হৃদয়মালতীকে অবশ্যই টেক কেয়ার করবো ।
২৮ শে মার্চ, ২০১৫ দুপুর ২:১৬
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহা ধইনা পাতা ভাইয়া! শুনিয়া খুশি হইলুম... যে আমার মালতী ভাবীর প্রতি খেয়াল রাখবেন!
৩| ২৮ শে মার্চ, ২০১৫ দুপুর ১:১৫
হাসান মাহবুব বলেছেন: শেষের প্রশ্নটা ভাবালো আমাকে। স্ত্রীর প্রতি আরো নজর দেয়া উচিত বটে।
২৮ শে মার্চ, ২০১৫ দুপুর ২:১৬
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: যাক, মনে প্রশ্ন জেগে যে ভাবীর কথা ভাবতে চেয়েছেন এটাই যথেস্ট! অনেক ধন্যবাদ ভাইয়া! ভাল থাকবেন!
৪| ২৮ শে মার্চ, ২০১৫ দুপুর ২:৩০
মনিরা সুলতানা বলেছেন: ইয়ে লজ্জায় লাল হয়ে বলছি
পরম করুনাময় আল্লাহ রহমতে আমার কালু এতটাই কেয়ারিং আমার ব্যাপারে।
আলহামদুলিলাহ
২৮ শে মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:৩৫
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: আলহামদুলিল্লাহ্ ! আপু আমার কাইলু দুলাভাইকে শ্রদ্ধা দিবেন আমার পক্ষ থেকে! ভাল থাকবেন!
৫| ২৮ শে মার্চ, ২০১৫ দুপুর ২:৩০
উল্টা দূরবীন বলেছেন: আশা যেন নিরাশা না হয়।
২৮ শে মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:৩৫
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহা ইহা কি বদদোয়া? তবে চিন্তার বিষয় কিন্তু... আশা...
৬| ২৮ শে মার্চ, ২০১৫ রাত ১০:৩০
দিশেহারা রাজপুত্র বলেছেন: কি কইত্তাম! এখনো কেউ আপনের ভাবী হয় নাই তো।
বিষয়টা নির্ভর করে ভালোবাসার গভীরতার উপর। আর ভালোবাসা নির্ভর করে বিশ্বাসের উপর। বিশ্বাস তৈরি হয় পরস্পরের প্রতি শ্রদ্ধা থেকে।
এবার উল্টোভাবে দেখেন। আপনার হাম্বাও আশা করি আপনার বাবার মতো না হোক কিন্তু যথেষ্ট কেয়ারিং হবে।
৩১ শে মার্চ, ২০১৫ রাত ৮:৪৭
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হহাহহা আসুক রাজকুমারী তারপর দেখবো কি হয়!!!!! হু হতে পারে... কয কল্পনায় সে আমার জ্বরের সময় সেবা করে আবার বাস্তবতা বড় কঠিন চিন্তা করলে কি হবে কে জানে?
৭| ২৯ শে মার্চ, ২০১৫ ভোর ৬:৪৮
রেজা এম বলেছেন:
৩১ শে মার্চ, ২০১৫ রাত ৮:৪৮
ঈপ্সিতা চৌধুরী বলেছেন:
হিহিহি
৮| ২৯ শে মার্চ, ২০১৫ সকাল ৮:৩৩
রাফা বলেছেন: বর্তমান প্রজন্মের মেয়েরা কি ঠিকমত তাদের করনিয়টুকু করে?কিছু পাওয়ার জন্য কিছু দেওয়াটা বেশি জরুরী।
যে সেক্রিফাইস করতে পারে শুধু তারই প্রত্যাশা থাকা উচিত কিছু পাওয়ার।
৩১ শে মার্চ, ২০১৫ রাত ৮:৪৮
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: মেয়েরা সেক্রিফাইস না করলে সংসার টিকে থাকে কিভাবে ভাইয়া? তবে সব ক্ষেত্রেই কিছু পেতে হবে তবেই দেবো এমন ভাবনাও ঠিক নয়!!!!
৯| ৩১ শে মার্চ, ২০১৫ রাত ৯:০২
নাহিদ রুদ্রনীল বলেছেন: জীবনসঙ্গী এখনো হয় নাই... আমি কি করবো আপু...কার টেক কেয়ার করবো?
©somewhere in net ltd.
১| ২৮ শে মার্চ, ২০১৫ দুপুর ১২:৪৪
ঢাকাবাসী বলেছেন: আপনার আশা বাস্তবায়িত হোক।