নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কল্পনা কল্পনা খেলাটা হলেও একদিন সব অভিমান ভুলে গিয়ে
রাস্তায় থাকা হলুদ বাতির হিমুময় রাতে নীলাভ আবরণে
তোর হাত ধরে হেঁটে যাবো বহুদূর ......
যাচ্ছেতাই এসব বাস্তবতার অজুহাতের কাছে
আমাদের ঘোরলাগা ভালোবাসাকে সামনে আনবো সবার...
দেখাবো মহান হতে নয় ... ভালোবাসি বলেই ভালোবাসি...
অনুভব করি বলেই কাছে টানি...
সত্যি বলছি তোকে পাশে নিয়েই আলতো করে
আঙ্গুলে আঙ্গুল ছুঁয়ে কল্পনায় নয়ত বাস্তবে হেঁটে যাবো বহুদূর ...
হাঁটতে হাঁটতে হুড়োহুড়িতে মেতে উঠবো...
একদিন না তুই বলেছিলি... আমার তুই ছাড়া থাকবে কোন শালা...
সত্যি- ই তো আমার বাস্তব আর কল্পনায় তুই ছাড়া কে থাকবে বল...?
তোর সব বাস্তবতাকে কচু গাছ দেখিয়ে বলবো - দেখ...
আমাদের ভালোবাসা হারিয়ে যায়নি...
এই বুকেই লুকিয়ে আছে তা...
কানের পাশে মুখ নিয়ে কল্পনায় বলে উঠবো- ভালোবাসি ভালোবাসি ... !
তুই কি জুতা নিয়ে মারতে আসবি আমায়...
খামোখা হুমকির ফুলঝুরি নামাবি...?
রেগে গিয়ে চিল্লাচিল্লি করবি...?
০১ লা এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:৫৩
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহাহ ভাইয়া... মজা পেলাম... ইসসস কেন যে আর একটু পাকামি করলাম না!!!!!
২| ০১ লা এপ্রিল, ২০১৫ দুপুর ২:৫৯
ইমতিয়াজ ১৩ বলেছেন: প্রথম ভাল লাগা আবেগী পোস্টে
ভাল থাকুক ব্লগ সন্ত্রাসীটা।
০১ লা এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:৫৩
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: আসলে খুব বেশি আবেগ ঢালিনি ভাইয়া... আমি আবার আবেগের থেকে হুড়োহুড়িটা ভাল পারি... হিহিহি ! অনেক ধন্যবাদ !
৩| ০১ লা এপ্রিল, ২০১৫ বিকাল ৩:০৬
ভ্রমরের ডানা বলেছেন: অনেক আবেগের দোলা প্রতিটি লাইনে। খুব ভাল লাগল।
০১ লা এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:৫৪
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: আমি নিজেও বুঝিনি এত্ত আবেগ আছে এখানে... !!! অনেক ধন্যবাদ !
৪| ০১ লা এপ্রিল, ২০১৫ বিকাল ৩:১১
শতদ্রু একটি নদী... বলেছেন: দারুন। ++
০১ লা এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:৫৪
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: এত্ত এত্ত + এর জন্য এত্তগুলা ধইনা পাতা!!
৫| ০১ লা এপ্রিল, ২০১৫ বিকাল ৩:৩১
শামছুল ইসলাম বলেছেন: ভাল বাসার পাত্রকে আদর করে কত নামেই না ডাকা যায় :
আমার তুই ছাড়া থাকবে কোন শালা... ।
++++
০১ লা এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:৫৪
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু আসলে তুই/ তুমি/ আপনি এইসব ডাকে তেমন কিছু যায় আসে না... যাকে ভালোবাসা যায়... তাকে নিজের মত করেই যেকোনভাবে যেকোন ডাকে ডাকা যায়... যা ইচ্ছে তা বলা যায়!!! অনেক ধন্যবাদ !
৬| ০১ লা এপ্রিল, ২০১৫ রাত ৯:২৫
দিশেহারা রাজপুত্র বলেছেন: কাব্যিক প্রেম। শুরুতে কাব্যময়তা আর শেষে চিরচেনা ঈপ্সিমণি।
ভালো লাগা রেখে গেলাম।
০২ রা এপ্রিল, ২০১৫ দুপুর ২:২২
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: আমারে সবাই চিইন্না ফালাইতেছে কেন্নন্নন্ন? আমি তো এখানে মার-দাঙ্গা করিনি রাজপুত্র জি! হিহিহি! আপনার ভাল লাগায় আমিও ধইনা পাতা দিয়ে দিলাম...
৭| ০১ লা এপ্রিল, ২০১৫ রাত ৯:৩১
মনিরা সুলতানা বলেছেন: বাহ বাহ চরম কাব্য ।।
০২ রা এপ্রিল, ২০১৫ দুপুর ২:২৩
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপু!
৮| ০২ রা এপ্রিল, ২০১৫ বিকাল ৪:০৮
দিশেহারা রাজপুত্র বলেছেন: ঢেঁকি স্বর্গে গেলোও ধান ভাঙে।
০২ রা এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:৪১
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু আপ্নারে কইছে!!!!!!
©somewhere in net ltd.
১| ০১ লা এপ্রিল, ২০১৫ দুপুর ২:৫৩
হাসান মাহবুব বলেছেন: বড় বাচ্চার পাকামি লেখা