নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Epshi007

ঈপ্সিতা চৌধুরী

I wanna know the wonders around me

ঈপ্সিতা চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

নারীর স্তন আর যোনী নিয়া কত লেখা অথচ .....

০২ রা অক্টোবর, ২০১৬ বিকাল ৩:০৬

> নারীর অঙ্গ ছাড়া কিছু কবিদের কবিতা হয় না, নারীর অঙ্গ ছাড়া কিছু আঁকিয়ের ক্যানভাস রাঙ্গা হয় না...
নারী ছাড়া কিছু পন্য চলে না... হয় না বিজ্ঞাপন...
অথচ এই নারীর অঙ্গেই রয়েছে কত না অসুখ... সেইসব নিয়ে লেখা হয় না...
নারীর স্তন আর যোনী নিয়া কত লেখা অথচ এই স্তন আর যোনী ক্যান্সারে কত নারী মরছে সেই সচেতনতা নিয়ে লেখা নেই!
> লেখকেরা/ আঁকিয়েরা রসিয়ে রসিয়ে নারীর অঙ্গের বর্ণনা দেন... পাঠক/ দর্শক তা টুপ করে গিলে না...
একদম চিবিয়ে চিবিয়ে রসিয়ে খায়... অথচ এই নারীর সেইসব অঙ্গে যে কত না অসুখ বাঁধে বাসা তার সচেতনতা নিয়ে কেউ লিখে না...
> এমন কি যে স্বামী স্ত্রীর স্তন্যে আর যোনীতে পৃথিবীর সর্বচ্চ সুখ খুঁজে পায় সেই স্বামী
স্ত্রীর স্তন্য কিংবা যোনীতে ক্যান্সার বা অন্য কোন অসুখ হলে দূরে ঠেলে দেয় ( ৯৯%) !
অথচ সেই সময়টাতে একজন স্বামীর বন্ধু হয়ে স্ত্রীর পাশে থাকা খুব জরুরী!
বছরের পর বছর যে স্বামী স্ত্রীর স্তন্যে আর যোনীতে সুখাতাচ্চার ( সুখের অত্যাচার) চালায়
( অনেক স্বামী স্ত্রীর ইচ্ছে না থাকলেও তাকে বাধ্য করে কিংবা ধর্ষন করে - তাই বলা ) চালায়
তারা বেশির ভাগ-ই কখনো জানতে চায় না... তোমার কোন প্রব্লেম বা কষ্ট হচ্ছে না তো?
>> যেটা বলতে চাচ্ছিলাম- নারীর এই বিশেষ অঙ্গ নিয়ে যেমন লেখালেখি বা আঁকা হয় বেশ...
তেমন তাদের এই বিশেষ অঙ্গের সমস্যাগুলো নিয়ে সচেতনতামূলক লেখা বা আঁকা ও আসা দরকার...
কারন ইদানিং নারীরা স্তন ক্যান্সার সহ যোনীতে বিভিন্ন রোগে ভুগছে বেশি.........

মন্তব্য ২৯ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৯) মন্তব্য লিখুন

১| ০২ রা অক্টোবর, ২০১৬ বিকাল ৩:৩২

তৈরতা বলেছেন: অসাধারন

০৩ রা অক্টোবর, ২০১৬ দুপুর ২:৫৬

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: শুকরান............ ! ভালো থাকবেন!

২| ০২ রা অক্টোবর, ২০১৬ বিকাল ৩:৩৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: হচ্ছেতো।

আগের চেয়ে অনেক বেশি সচেতনতা এখন আছে। আরও বেশি দরকার। এই যে আপনি লিখলেন এই কি কম?

একটা সময়তো নামগুলোই উচ্চারন গর্হিত মেন করা হতো। এখনেতা সেই ট্যাবুটা ভাংগা গেছে।

+++

০৩ রা অক্টোবর, ২০১৬ দুপুর ২:৫৭

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: শুকরান প্লাসের জন্য ভাইয়া ! খুব কম... গ্রামাঞ্চলে যান সেখানে আজ ও লজ্জাস্থানের অসুখের কথা চেপে রাখে মেয়েরা! শহুরে মেয়েরা কিছুটা সচেতন হচ্ছে তবে অই যে খুব কম!

৩| ০২ রা অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:৫০

এস আই সুমন বলেছেন: সত্যটা বলেছেন, ভাল লাগলো।

০৩ রা অক্টোবর, ২০১৬ দুপুর ২:৫৮

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: না বলে পারলাম না ভাই!

৪| ০২ রা অক্টোবর, ২০১৬ রাত ৯:১০

ধ্রুবক আলো বলেছেন: অসাধারন

০৩ রা অক্টোবর, ২০১৬ দুপুর ২:৫৮

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: শুকরান! ভালো থাকবেন!

৫| ০৩ রা অক্টোবর, ২০১৬ ভোর ৫:১৫

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: আমার মনে হয় না যে এই ব্যাপারগুলো নিয়ে এখন ব্লগে, পত্র পত্রিকায় একেবারেই লেখা লেখি হয় না। এবং ইদানিং নারীরাও এ ব্যাপারে অনেক সচেতন হয়েছেন। দিনে দিনে সেটা আরো বাড়বে বলেই আশা করি।

আর স্তন্য না লিখে স্তন লিখলে মনে হয় একটু বেশী শ্রুতিমধুর হত... B-) (মজা করলাম একটু :P )

স্তন ক্যানসার এর কথা শুনেছি, জরায়ুমুখ ক্যানসারের কথা শুনেছি, এর বাইরে কি যোনী সম্পর্কিত কোন ক্যানসার হচ্ছে, জানা থাকলে একটু বিস্তারিত লিখবেন, এই অনুরোধ রইল।

০৩ রা অক্টোবর, ২০১৬ দুপুর ২:৫৯

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হহাহহাহা ভাইয়া উত্তর এফবিতে দিয়ে এসছি! হু যোনীপথের অনেক অসুখ আছে, জানেন আশা করি! আর ক্যান্সারের কথা শুনেছি ( সঠিক তথ্য জানা নেই, জানা থাকলে জানাবো) !

৬| ০৩ রা অক্টোবর, ২০১৬ ভোর ৫:২২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: অবশ্যই সবার সঙ্গীনির মতামত নিয়ে সুখাতাচ্চার করা উচিত...

০৩ রা অক্টোবর, ২০১৬ বিকাল ৩:০০

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু ঠিক তাই!

৭| ০৩ রা অক্টোবর, ২০১৬ সকাল ৮:৫৩

সজীব মোহন্ত বলেছেন: এখন এসব নিয়ে আলোচনা হয়

০৩ রা অক্টোবর, ২০১৬ বিকাল ৩:০১

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু সে কারনেই সচেতনতা নেই!

৮| ০৩ রা অক্টোবর, ২০১৬ সকাল ৯:০২

মামুন ইসলাম বলেছেন: ভালা কথা কইছেন আপা :-B
তয়কি আপাগো এইগুলাইন নিয়া লেখলে অনেকে ভাবে আবার ব্লগ নাকি হ্যাগো কাছে চটি পাড়া হয়েগেছে ।

০৩ রা অক্টোবর, ২০১৬ বিকাল ৩:০৩

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু সে কারনেই সচেতনতা নেই!

৯| ০৩ রা অক্টোবর, ২০১৬ সকাল ৯:০২

মামুন ইসলাম বলেছেন: ভালা কথা কইছেন আপা :-B
তয়কি আপাগো এইগুলাইন নিয়া লেখলে অনেকে ভাবে আবার ব্লগ নাকি হ্যাগো কাছে চটি পাড়া হয়েগেছে ।

১০| ০৩ রা অক্টোবর, ২০১৬ সকাল ১১:০৮

সম্রাট৯০ বলেছেন: আপনার প্রতিবাদ ঠিক আছে কিন্তু শিরোনাম অযুক্তিক,আপনি যেটার প্রতিবাদ করেছেন সেটা করতে এমন শিরোনাম খুব একটা দরকার ছিলোনা, আরেকটু বাড়িয়ে বললে বলবো শিরোনামে আপনি চাতুরতা দেখিয়েছেন।

০৩ রা অক্টোবর, ২০১৬ বিকাল ৩:০৪

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: শিরোনাম কি দিলে ভালো হত বলুন তো? যা নিয়ে লিখছি তাই তো শিরোনামে আসা উচিত তাই না? লিখছি স্তন নিয়ে আর শিরোনাম কি দিবো অন্য কিছু দিয়ে?

১১| ০৩ রা অক্টোবর, ২০১৬ সকাল ১১:৩১

দিশেহারা রাজপুত্র বলেছেন: ভৃগু ভাইয়ের কবিতা পড়ে আসলাম। সচেতনতা কিন্তু বাড়ছে।

০৩ রা অক্টোবর, ২০১৬ বিকাল ৩:০৫

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: আমিও পড়বো!!! বাড়ুক... বিশেষ করে গ্রামাঞ্চলে!

১২| ০৩ রা অক্টোবর, ২০১৬ সকাল ১১:৩৩

পথহারা মানব বলেছেন: আলোচনা হচ্ছে...আরো হবে...স্বামীর অবশ্যই স্ত্রীর কোন অসুবিধা আছে কি না এ ব্যাপারে দায়িত্বপূর্ন আচরন করতে হবে। পাশাপাশি এটাও ঠিক স্ত্রীকেও জানাতে হবে নি:সংকোচে তার সমস্যাগুলো। সেতো তার স্বামী অন্য কেউ নয় তাকে এড়িয়ে গেলে চলবে কি করে!!!
আপনার শিরোনামের ব্যাপারে সম্রাট ভাইয়ের সাথে আমি একমত।

০৩ রা অক্টোবর, ২০১৬ বিকাল ৩:০৭

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু আপনার উপরের কথার সাথে একমত! আর শিরোনাম কি হলে ভালো হত বলুন তো?

১৩| ০৩ রা অক্টোবর, ২০১৬ বিকাল ৩:১২

নেক্সাস বলেছেন: একেবারে যে হচ্ছে নয়া তা নয়। হচ্ছে। আগের চাইতে অনেক বেশী হচ্ছে। তবে আর আর হোয়া দরকার। সচেতনতা দরকার।
আরো একটা বিষঅয় অনেক স্ত্রী আছে স্বামির কাছ থেকে প্রাথমিক সিম্পটমগুলো লুকায়। এটা ঠিক না। শেয়ার করা উচিত।

০৬ ই অক্টোবর, ২০১৬ দুপুর ২:২৪

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: আরো বেশি হোক এটাই চাই ভাই! আর মেয়েরা শুধু স্বামী না মায়ের কাছেও কিংবা ডাক্তারের কাছেও এইসব অঙ্গের অসুখ নিয়ে কথা বলতে চায় না!!

১৪| ০৩ রা অক্টোবর, ২০১৬ বিকাল ৫:০৫

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: যোনীপথের অসুখ বিসুখ নিয়ে খুব একটা জানা নেই, আপনি এ ব্যাপারে বিস্তারিত পোস্ট দিলে সবাই উপকৃত হবে। বউকেও পড়তে দিব... :)

০৬ ই অক্টোবর, ২০১৬ দুপুর ২:২৬

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু ভাইয়া জেনে লেখার চেষ্টা করবো!

১৫| ০৪ ঠা অক্টোবর, ২০১৬ রাত ৩:১৩

রুদ্র জাহেদ বলেছেন: হু, সচেতনতার কাজ হচ্ছে। কিন্তু যেভাবে হওয়া দরকার সে অনুযায়ী অনেক কম হচ্ছে।একটা ব্যাপার এখনো লক্ষণীয় যে, যেখানে এসব বিষয়ে সচেতনতা কম সেখানে এসব বিষয় নিয়ে আলোচনা করাই নিষিদ্ধ!

০৬ ই অক্টোবর, ২০১৬ দুপুর ২:২৭

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: একদম ঠিক কথা বলেছেন! এসব নিয়ে লিখতে গেলেই হয়ে যায় সব চটি!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.