নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Epshi007

ঈপ্সিতা চৌধুরী

I wanna know the wonders around me

ঈপ্সিতা চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

কষ্ট কষ্ট সুখ.........

১১ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:১২


আমার কিছু খুচরো দুঃখ জমে থাকে ঘুমবালিশে...
তোর দুঃখেরা কফি মগে নিকোটিনে ভরে ওঠে একগাদা নালিশে... !
আমার কপালের টিপে জমা হয় হাজারো অভিমান...
তোর বুকের বাম দিকে চিনচিনে করা ব্যাথাটা জানিয়ে দেয় মায়া আর টান... !
ঝুল ঝুল করে এত্তগুলা বায়না ঝুলে থাকে আমার কানের দুলে...
ভালোবাসার সুর কেটে যায় মাঝে মাঝে তোর কিছু ভুলে... !
কিছু খুনসুটির গল্প আঁটকে থাকে আমার চুলের ক্লিপে...
কষ্ট কষ্ট সুখে ডুবে যাই তোর বুকের ভালোবাসা নামক দ্বীপে ... !
আমাদের স্বপ্নেরা টুংটাং আর ঝুমঝুমিতে সুর তোলে আমার চুড়ি আর নূপুরে ...
দু’প্রান্তে থেকেও দু’জনে এক্কা-দোক্কা খেলে যাই এক একটা দুপুরে......... !
আমার চোখের কাজলে লেপ্টে থাকে অপেক্ষার প্রহর...
তোর বুকের হাহাকারে থাকে ভালোবাসার ঘোর... !

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১১ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:৪২

আরাফাত হোসেন অপু বলেছেন: এই আপনি ছেকা খান্না ক্যান???. এত লুতুপুতু অভিমান আর ভালবাসা নিয়ে থাকেন ক্যামনে শুনি??????

১৩ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:১২

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ছ্যাকা খাইতাম ক্যা রে

২| ১১ ই অক্টোবর, ২০১৬ রাত ৮:১৩

প্রামানিক বলেছেন: সুন্দর

১৩ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:১৩

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: শুকরান ......।

৩| ১২ ই অক্টোবর, ২০১৬ ভোর ৫:৩৩

রক্তিম দিগন্ত বলেছেন:
আমার চোখের কাজলে লেপ্টে থাকে অপেক্ষার প্রহর...
তোর বুকের হাহাকারে থাকে ভালোবাসার ঘোর... !


সব সম্পর্কের শেষ তো আর এমন হয় না। এমন হলে তো সম্পর্কগুলোতে ভেজাল জড়াতো না কখনোই। :(

+

১৩ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:১৪

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ভ্যাআআআআ... সম্পর্কে ভেজাল নয় চাই নির্মল ভালোবাসা......।।

৪| ১৩ ই অক্টোবর, ২০১৬ রাত ২:৪০

ভ্রমরের ডানা বলেছেন:

পুরো কবিতা জুড়েই প্রেম ভালবাসা থইথই।
রোমানিয়া কবিতায় প্লাস +++

১৩ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:১৫

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: শুকরান ভাইয়াজি......।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.