![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি বলি--
বাস্তবতার সাথে হেরে না গিয়ে...
একবার যুদ্ধ করেই দেখ না...
তবে কি...?
তোর বুকের বাম পাশে আবারো ...
মেলে দিবে হাহাকারের পাখনা...?
যদি বলি----
অজুহাতের নোংরা জায়গাটা...
মুছে ফেলে, একবার পাশে এসে বস না...
তবে কি তুই... ?
উস্কে দিবি আবারো তোর ভেতরের...
প্রেমিক মন খানা... ?
যদি বলি...
ভাল্লাগে না কিচ্ছু ভাল্লাগে না ...
মন জুড়ে শুধু এলোমেলো ভাবনা...
তবে কি তুই...?
উতলা হয়ে দিয়েই দিবি...
আবারো কিছু মিথ্যে সান্ত্বনা ... ?
যদি বলি...
এই দেখ আমার “তুই তুই বক্স” এর ভেতরের...
তোর আধ খাওয়া সিগ্রেটের টুকরাটা...
কিছু কয়েন আর কুলফির কাঠিটা...
তোর শার্টের একটা বোতাম...
কয়েকটা বাদামের খোসা...
হুট করে টেনে ছিড়ে ফেলা তোর সিল্কি চুল দুইটা...
তোর পুরনো চাবির রিং... কালি শেষ হওয়া কলমটা...
তোর গলায় একবার জড়িয়ে নিয়ে ফেরত দেয়া আমার ওড়নাটা...
রোজ রোজ আমার চোখের লেপ্টে যাওয়া কাজলের সাথে...
তুমুল মান-অভিমানে ভিজে ভিজে যায়...
তবে কি তুই... ?
আদুরে বকা দিয়ে আবারো বলবি...
“কাঁদছিস কেন হ্রামী? জুতা পিটা খাইতে কি মন চায়...” ?
যদি বলি...
যাস নে আর দূরে...
তবে কি তুই তাকাবি আবারো ফিরে...?
২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০১
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: শুকরান শুকরান ... হু মিষ্টি প্রেমের কিছু অভিমানের ও কথামালা...
২| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৪৪
স্বপ্নীল ফিরোজ বলেছেন:
সুন্দর পোস্ট। আমার ব্লগ বাড়িতে আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি।
২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০১
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: শুকরান! আসবো সময় করে...
৩| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৪৯
সাগর শরীফ বলেছেন: সুন্দর
২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০২
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: শুকরান.........
৪| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৫১
মাহমুদুর রহমান বলেছেন: অসাধারন কবিতা। অভিমান যেন প্রতিটি চরনে চরনে।
২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০২
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: শুকরান ভাই... হু কিছুটা অভিমান আর কিছুটা আবেগী আহ্বান
৫| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৫৩
তারেক ফাহিম বলেছেন: মান অভিমান না থাকলে সম্পর্ক টিকে না
অনেক ভালোলাগা।
২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০২
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু কারন ও দুটোই প্রেমকে জমজমাট করে ... !
৬| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৪
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অসাধারণ কথামালা, ভালো লাগা রইল
২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৩
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: শুকরান শুকরান... খুব সাদামাটা কিছু কথা ... কখনো অসাধারণ হয়ত হয়ে যায়...
৭| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৭
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
কথা সুন্দর
কবিতা সুন্দর
বিষয়ও সুন্দর !!
উপস্থাপনা দারুন!!
২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৩
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: শুকরান শুকরান......... ভালো থাকবেন ভাইয়া!
৮| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৫৯
রাজীব নুর বলেছেন: কবিতা ভালো লাগেনি।
২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৩
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহহাহা ভালো লাগতেই হবে এমন কথা নেই...
৯| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:০৫
সনেট কবি বলেছেন: সুন্দর
২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৪
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: শুকরান ভাইয়া
১০| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৪২
সাইন বোর্ড বলেছেন: ঝরঝরে কথায় বেশ অনুভূতি ।
২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৪
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: কিছুটা টসটসে আবেগী ও বটে...... হাহাহ শুকরান!
©somewhere in net ltd.
১|
২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৩১
নীল আকাশ বলেছেন: মিষ্টি প্রেমের দুস্ট কথা মালা। মান অভিমান আর খুনসুটি প্রেমের অলংকার।
ভালো লাগলো।