| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুহাম্মদ এরশাদুল করিম
অজানাকে জানার অদম্য আগ্রহ। কিন্তু সকল আগ্রহের কেন্দ্র বিন্দুতে আছে আইনকানুন, আইন গবেষণা, কম্পিউটার, ইন্টারনেট এবং উড়োজাহাজ সম্পর্কিত বিষয়াদি।
ভাই রে ভাই...কি খেলা দেখলাম ! ! ! বিশ্ব চ্যাম্পিয়নগরে পুরা পাড়ার দল বানাইয়া ফালাইছে. . . ৫-১ গোলে হল্যান্ড স্পেনরে পুরা শেষ কইরা ফালাইছে।
ক্যাসিয়াসরে এতো অসহায় আর কেউ কোন দিন দেখছে কিনা মনে হয় না। প্রথম ৩০-৪০ মিনিট এর সাথে পরের ৫০-৬০ মিনিটের খেলার কোন তুলনা মনে হয় কেউ করতে পারবে না। শেষের ৫০-৬০ মিনিট এর মতো হল্যান্ড যদি প্রথম ৩০ মিনিট ও এই রকম খেলত তাইলে গোল কম সে কম পুরা দুই হালি হইত।
শাকিরার জামাই এর তো মনে হয় পায়ে কোন শক্তিই নাই . . . পুয়োল এর অভার পুরা প্রকট। পুয়োল নাই, স্পেন এর কোন ডিফেন্স ও নাই। তবে এতো গোলে হারার পরে ও ডেল বস্ক যেই ভাবে খেলোয়াড়দেরকে বুকে টেনে নিল, খুব ভাল্লাগছে...
কি আর কমু আমার নিজেরই এখনো ধান্দা কাটতেছে না, আর আমার ৮ বছরের ছেলে যে কিনা স্পেনের সমর্থক হয়ে এই রাত জেগে খেলা দেখছে ওর কি অবস্থা বলেন দেখি ?? তবে টানা বেশ কয়েক বছর অসম্ভব ভালো খেলার পরে, খেলার শেষের ৫০-৬০ মিনিট খেলা দেখে মনে হইল যে, স্পেন দলটা বেশ পরিশ্রান্ত।
১৪ ই জুন, ২০১৪ সকাল ১১:০২
মুহাম্মদ এরশাদুল করিম বলেছেন: এখন ও কি বইসা আছেন??? বইসা থাইকা আর কি করবেন??? যান ঘুমান...পরের খেলাগুলা দেখার জন্য প্রস্তুতি নেন।
২|
১৪ ই জুন, ২০১৪ সকাল ৮:৫৭
মেমননীয় বলেছেন: পেনাল্টি থেকে স্পেনের দেয়া একমাত্র গোলটিও আমার মতে এটা রেফারির উপহার! কেননা দুই প্লেয়ারের টাচ লেগেছে পরে যাবার অনেক বাদে।
২০১০ বিশ্বকাপের ফাইনােলর প্রতিশোধ। অনেক খুশী হয়েছি।
১৪ ই জুন, ২০১৪ সকাল ১১:০০
মুহাম্মদ এরশাদুল করিম বলেছেন: এইভাবে বইলেন না ভাই...আমার অবুঝ মাসুম বাচ্চা ছেলেটার মনটা ভেঙ্গে কয়েকশ টুকরা হয়ে গেছে।
৩|
১৪ ই জুন, ২০১৪ সকাল ৯:৫৫
নাভিদ কায়সার রায়ান বলেছেন: তবে এতো গোলে হারার পরে ও ডেল বস্ক যেই ভাবে খেলোয়াড়দেরকে বুকে টেনে নিল, খুব ভাল্লাগছে..
১৪ ই জুন, ২০১৪ সকাল ১০:৫৮
মুহাম্মদ এরশাদুল করিম বলেছেন: নেগেটিভভাবে নিয়েন না ভাই...আমি আসলে বুঝাতে চাইছি যে, সফলতা, ব্যর্থতায় প্রকৃত নেতার মতো কোচ সাথে আছেন।
৪|
১৪ ই জুন, ২০১৪ সকাল ১০:০৬
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
চ্যাম্পিয়নশিপ নামের প্রতি অবিচার করেছে ![]()
সাম্প্রতিক একটি জরিপে ব্রাজিলও স্পেনকে ভালো খেলোয়ার হিসেবে স্বীকৃতি দিয়েছে।
তবু শৈল্পিক খেলোয়ার হিসেবে স্পেন বিশিষ্ট হয়ে থাকবে... হয়তো আরও ভালো খেলা আমরা দেখতে পাবো পরবর্তিতে।
১৪ ই জুন, ২০১৪ সকাল ১০:৫৬
মুহাম্মদ এরশাদুল করিম বলেছেন: আমার ও তাই আশা..শৈল্পিক স্পেনকে দেখতে চাই।
৫|
১৮ ই জুন, ২০১৪ বিকাল ৫:২১
সাদরিল বলেছেন: ঐ খেলা দেখে ঘুমিয়ে গিয়েছিলাম। সকালে উঠে বুঝতে পারছিলাম না গত রাতে যে খেলা দেখলাম ওটা কি বাস্তবে দেখলাম নাকি স্বপ্নে দেখলাম??? পরে টিভি নুইজ দেখে শিউর হয়েছি আমি আসলেই খেলা দেখেছিলাম
©somewhere in net ltd.
১|
১৪ ই জুন, ২০১৪ ভোর ৪:০৬
আরজু মুন জারিন বলেছেন: ভাই রে ভাই...কি খেলা দেখলাম ! ! ! বিশ্ব চ্যাম্পিয়নগরে পুরা পাড়ার দল বানাইয়া ফালাইছে. . . ৫-১ গোলে হল্যান্ড স্পেনরে পুরা শেষ কইরা ফালাইছে। ব্যাক্কল হইয়া বইসা আছি .আমি ও।