![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নেতা কিংবা নেতৃত্ব কখনো বলে কয়ে হয় না। যেমনটি হয় নি ড. মুহাম্মদ ইউনুসের বেলায়। খোলা চিঠি পাঠালেন আবার ফেরত নিলেন উপযুক্ত পাঠকের অভাবে। রাজনীতি আমাদের জীবনে এক অভিন্ন ধরনের প্রভাব বিস্তার করে আছে।
আজকের বাংলাদেশ মেধাশূন্য রাজনীতি পরিচর্চায় ব্যস্ত। পাড়ায় মহল্লায়, অলিতে গলিতে আজ নেতায় নেতায় ভরপুর। এ যেন নেতার হাট বাজার। এতো এতো নেতা যে কর্মী খুজে পাওয়া এখন দূরহ ব্যাপার। কর্মীহীন নেতার অস্তিত্ব কল্পনা করুনতো একবার।
এ যেন ১ম স্থান অধিকার কারী মেধাবী ছাত্রের গল্পের মত। জনৈক বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের ছাত্র সংখ্যা ছিল মাত্র এক জন। অভিভাবক ও নিকট আত্বীয়রা ছাত্রের পড়াশুনা সম্পর্কে জানতে চাইলে ছাত্রের হাস্য উজ্জল প্রতিচ্ছবি ফুটে উঠে। কারন মেধা স্থান অনুযায়ী তার অবস্থান ১ম। ছাত্র যেখানে দ্বিধাগ্রস্ত নয় তার অবস্থান ব্যাখায়। ঠিক আজকের এই হাইব্রিড নেতাদের নেতা দাবি কোন ভাবেই তাদের দ্বিধা গ্রস্ত করে না।
রাজনীতি এখন মাঠ থেকে সাইবারেও বেশি সয়লব। তাই নেতা হওয়ার পথটা আরো একটু সহজ। নানা রংয়ের ও ধংয়ের পোষ্টারে দোয়া চাইবেন। দোয়ার পরর্বতী পদক্ষেপে উনার আরো বড় হওয়ার খায়েস জাগবে। এ যেমন ধরুন চেয়ারম্যান পদপ্রার্থী কিংবা সংসদ সদস্য কিন্তু মজার ব্যপার হল সব কিছুতেই থাকবে প্রচারে এলাকাবাসী।
পথ হারাবে না বাংলাদেশ কিন্তু উষ্ঠা খাবে বাংলাদেশ।।
নেতা কিংবা নেতৃত্ব কখনো বলে কয়ে হয় না। যেমনটি হয় নি ড. মুহাম্মদ ইউনুসের বেলায়। খোলা চিঠি পাঠালেন আবার ফেরত নিলেন উপযুক্ত পাঠকের অভাবে। রাজনীতি আমাদের জীবনে এক অভিন্ন ধরনের প্রভাব বিস্তার করে আছে।
আজকের বাংলাদেশ মেধাশূন্য রাজনীতি পরিচর্চায় ব্যস্ত। পাড়ায় মহল্লায়, অলিতে গলিতে আজ নেতায় নেতায় ভরপুর। এ যেন নেতার হাট বাজার। এতো এতো নেতা যে কর্মী খুজে পাওয়া এখন দূরহ ব্যাপার। কর্মীহীন নেতার অস্তিত্ব কল্পনা করুনতো একবার।
এ যেন ১ম স্থান অধিকার কারী মেধাবী ছাত্রের গল্পের মত। জনৈক বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের ছাত্র সংখ্যা ছিল মাত্র এক জন। অভিভাবক ও নিকট আত্বীয়রা ছাত্রের পড়াশুনা সম্পর্কে জানতে চাইলে ছাত্রের হাস্য উজ্জল প্রতিচ্ছবি ফুটে উঠে। কারন মেধা স্থান অনুযায়ী তার অবস্থান ১ম। ছাত্র যেখানে দ্বিধাগ্রস্ত নয় তার অবস্থান ব্যাখায়। ঠিক আজকের এই হাইব্রিড নেতাদের নেতা দাবি কোন ভাবেই তাদের দ্বিধা গ্রস্ত করে না।
রাজনীতি এখন মাঠ থেকে সাইবারেও বেশি সয়লব। তাই নেতা হওয়ার পথটা আরো একটু সহজ। নানা রংয়ের ও ধংয়ের পোষ্টারে দোয়া চাইবেন। দোয়ার পরর্বতী পদক্ষেপে উনার আরো বড় হওয়ার খায়েস জাগবে। এ যেমন ধরুন চেয়ারম্যান পদপ্রার্থী কিংবা সংসদ সদস্য কিন্তু মজার ব্যপার হল সব কিছুতেই থাকবে প্রচারে এলাকাবাসী।
পথ হারাবে না বাংলাদেশ কিন্তু উষ্ঠা খাবে বাংলাদেশ।।
©somewhere in net ltd.