![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সব মানুষেরই যৌন আকর্ষণ থাকে। সাধারণত বিপরীত লিঙ্গের প্রতিই এই যৌন আকর্ষণটা থাকে। যেমন নারীর প্রতি পুরুষের অথবা পুরুষের প্রতি নারীর। তবে ব্যতিক্রমও আছে। এখানে ব্যতিক্রম বলতে একই লিঙ্গের অর্থাৎ পুরুষের প্রতি পুরুষের অথবা নারীর প্রতি নারীর আকর্ষণের কথা বলা হয়েছে। যদিও এগুলো অনেকে এখন স্বাভাবিক চোখেই দেখেন। যাদের কাছে এই বিষয়টি অস্বাভাবিক লাগে তাদের বলছি, এর চেয়ে অনেক অস্বাভাবিক যৌন আকর্ষণও আছে। আজকে এরকম এক অদ্ভুত যৌন আকর্ষণ বিষয়ে লিখছি। এটি হচ্ছে, "মৃত লাশের প্রতি যৌনাকর্ষণ"
নেক্রোফিলিয়া (Necrophilia) নামের বিশেষ এই মানসিক কন্ডিশন সম্পন্ন লোকেরা মৃত লাশের প্রতি আকর্ষণ অনুভব করে অথবা মৃত লাশের সাথে যৌন কর্মে লিপ্ত হয়। যারা লাশের সাথে যৌন কর্ম করে তাদেরকে বলা নেক্রোফিলিয়েক (Necrophiliac)। বিষয়টা অনেক বিরল হলেও ইতিহাসে এরকম অনেকেই কুখ্যাত হয়ে আছেন। এরকমই একজন ছিলেন সপ্তদশ শতাব্দীর ফ্রান্সে নাগরিক ভিক্টর আর্ডিসন। তিনি কবর থেকে লাশ চুরি করতেন এবং পরবর্তিতে ঐ লাশের সাথে যৌন কর্মে লিপ্ত হতেন। উইকিপিডিয়ার তথ্যমতে ভ্যাম্পায়ার অফ মুই খ্যাঁত ভিক্টর ১০০ চেয়ে বেশী লাশের সাথে যৌনকাজে লিপ্ত হয়েছিল। এরকম আরেকজন হলেন অ্যামেরিকান সিরিয়াল কিলার আর্ল নেলসন। কুখ্যাত এই সিরিয়াল কিলার প্রথমের ভিক্টিমকে হত্যা করতো এবং পরবর্তীতে ভিক্টিমের লাশের সাথে সেক্স করতো। আরেকজন অ্যামেরিকান সিরিয়াল কিলার ছিল যার বিরুদ্ধে নেক্রোফিলিয়ার অভিযোগ করা হয়ে ছিল। তার নাম ছিল জেফ্রি ডাহমের। নেক্রোফিলিয়া সহ হত্যার অভিযোগে তাকে মোট ৯৩৭ বছর জেল দেয়া হয়েছিল। (তাকে নিয়ে মুভি পর্যন্ত নির্মান হয়েছিল) লিস্টে এরকম আরো অনেক নাম আছে। তাদের নাম দিলে লেখা অনেক বড় হয়ে যাবে। তাই আর লিখছি না।
এই বিষয়টি নিয়ে অনেক মুভি এবং বইও রচিত হয়েছে।
২| ০৬ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:২৩
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: পোস্টটা আরো গুছিয়ে একটু বিস্তারিত লিখলে দারুন হতো!
এনিওয়ে, লেখার প্লাস!!
৩| ০৬ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৩৫
টোকাই রাজা বলেছেন: মুভির নামগুলো দিলে ভাল হত!
০৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:২১
৪| ০৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:২৬
দিশেহারা রাজপুত্র বলেছেন: তথ্যমূলক পোস্ট কিন্তু তথ্যের অভাব।
৫| ০৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:৩৮
ধমনী বলেছেন: এমন অনেক মনোবিকৃতির বিষয় আছে। আমার মনে হয় এগুলো পাবলিকলি আলোচনার জন্য নয়। কারণ কারা এটা থেকে কেউ নেগেটিভ মেসেজ নিতে পারে। কার মন কখন বিকৃত হয়ে যায় বলা মুশকিল।
৬| ০৭ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৯:২৮
রিকি বলেছেন: ভাই ডাহমার মূলত ক্যানিবালাইজ করত ভিক্টিমকে জীবন্ত অবস্থায় , শেষের দিকে নেক্রোফিলিয়াক হয়েছিলো!!!
৭| ০৭ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:২৬
ডার্ক ম্যান বলেছেন: বিষয়টা নিয়ে আরো বিস্তারিত লিখলে ভাল হত
৮| ০৭ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৩৮
তাল পাখা বলেছেন: বিকৃত ঘটনাবলী পড়ে বা শুনে অনেক সময় মানুষের মনে বিকৃত চাহিদারও জন্ম নিতে পারে। তাই আমার মমনে হয় এসব নিয়ে লেখালেখি না করাটাই ভাল।
৯| ০৭ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:১৯
লিও কোড়াইয়া বলেছেন: একটা মুভি মনে হয় দেখছিলাম। এই দূনিয়ায় কত কিসিমের মানুষ আছে! আরেকটু বড় হলে ভালো হত, সেই সাথে মুভিগুলোর লিংক দিলে উত্তম হত।
১০| ০৭ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৩৬
ইফতেখার রাজু বলেছেন: well write up, but lack of information.
১১| ০৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৫৯
রক্তিম দিগন্ত বলেছেন: আরেকটু ডিটেইলস দরকার ছিল। মুভিটির নামটা বলেন - ৯৩৭ বছরের জেলেরটার।
০৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:২০
©somewhere in net ltd.
১|
০৬ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:২৮
ফারহান মুক্তাদির বলেছেন: আমার কাছে সম্পূর্ণ নতুন একটা বিষয়। পড়ে ভাল লাগল। ধন্যবাদ।