![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সম্প্রতি খুবই উদ্বেগের সঙ্গে লক্ষ্য করা যাচ্ছে যে, Sdn Bhd কোম্পানির এমপ্লয়মেন্ট পাস দিয়ে সেমি স্কিলড ব্যক্তিদের অল্প খরচে মালয়শিয়ায় নিয়ে বছরান্তে বিরাট অঙ্কের ট্যাক্সের ফাঁদে ফেলছে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী।
জানা গেছে, মালয়েশয়ায় দুটি ভিন্ন কোম্পানি আইন প্রচলিত আছে। কোম্পানি এ্যাক্ট ১৯৯০ (Click This Link) ও কোম্পানি এ্যাক্ট ১৯৬৫ (Click This Link)।
ঠিক একই রকমভাবে দেশটিতে দুটি ভিন্ন ভিন্ন আয়কর আইন প্রযোজ্য। যার একটি ১৯৬৭ সালে ও অপরটি ১৯৯০ সালে পাস হয়। (Click This Link এবং Click This Link)।
এখন প্রশ্ন হল একই দেশে কোম্পানি গঠনের জন্য এবং আয়কর প্রদানের জন্য দুটো ভিন্ন আইনের প্রয়োজন হল কেন? আর এর উত্তর না জানা থাকার কারনেই আমাদের দেশের সাধারন মানুষ ভাগ্য পরিবর্তনের আশায় সেখানে গিয়ে বড় হোঁচট খাচ্ছেন। যদি আগেই সঠিক কোম্পানির বিপরীতে ভিসা নিয়ে ঐ দেশে যেত তাহলে এত বড় অঙ্কের ট্যাক্সের ধোঁকায় পড়তে হত না।
এ সকল প্রশ্ন নিয়ে আমরা মুখোমুখি হয়েছিলাম Immigration Law Practitioner’s Association (ILPA) এবং Association of Regulated Immigration Adviseers (ARIA) এর ফেলো মেম্বার এবং Immigration & Inspiration এর কর্ণধার Barrister-at-Law Syed Aftab Ahmed এর কাছে।
তিনি বলেন, আপনি নিজেই কোম্পানি গঠনের মাধ্যমে নিজের কোম্পানির বিপরীতে ভিসা নেন অথবা অন্য কোনো কোম্পানির ভিসা নেন, আপনাকে প্রথমেই জানতে হবে নিচের বিষয়গুলো:
বাৎসরিক ট্যাক্স : ১৯৬৫ সালের কোম্পানি আইনের অধীনে গঠিত কোম্পানিতে চাকরির জন্য আপনি ভিসা নিলে ১৯৬৭ সালের আয়কর আইন আপনার জন্য প্রযোজ্য হবে এবং আপনার আয়ের উপর ২৫% ট্যাক্স প্রযোজ্য হবে Click This Link)। পক্ষান্তরে ১৯৯০ সালের কোম্পানি আইন ও আয়কর আইন এর আওতায় প্রযোজ্য ট্যাক্সের হার মাত্র ৩% (http://en.wikipedia.org/wiki/Labuan#Economy)।
পেইড আপ ক্যাপিটাল : ১৯৬৫ সালের কোম্পানি আইনের অধীনে কোম্পানি গঠন করতে একক মালিকানায় ৫,০০,০০০ রিঙ্গিত ও মালয়েশিয়ান পার্টনার থাকলে ৩,৫০,০০০ রিঙ্গিত পেইড আপ ক্যাপিটাল আপনার প্রয়োজন হবে।
(Click This Link) অথচ এই লিঙ্কে (Click This Link) দেখা যাবে যে ১৯৯০ সালের কোম্পানি আইনের অধীনে কোম্পানি গঠন করতে পেইড আপ ক্যাপিটাল মিনিমাম ১ মার্কিন ডলার হলেই চলবে। আর আপনার ভিসা যদি আপনার নিজের কোম্পানির না হয়ে অন্য কারো হয়, সেই কোম্পানির মালিক স্বাভাবিক ভাবেই চাইবে আপনার কাছ থেকে তার পেইড আপ ক্যাপিটাল এর একটা অংশ তুলে আনতে।
এছাড়াও তিনি আমাদের জানিয়েছেন, মালয়েশিয়ায় ইমিগ্রেশন সংক্রান্ত যে কোন তথ্য এ সকল ওয়েবসাইটে খুঁজে না পেলে Immigration & Inspiration এর অফিস থেকে জেনে নেওয়া যেতে পারে। ঠিকানাঃ বাসা ২২, রোড ৩৪, সেক্টর ৭, উত্তরা, ঢাকা, ফোনঃ 01675523976, 01941879218, ইমেইলঃ [email protected]।
©somewhere in net ltd.