নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলোর আয়না এই ব্লগের সকল মৌলিক লেখার স্বত্ত্ব লেখকের।এখান থেকে কোনো লেখা লেখকের অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ, ছাপা, অনুলিপি করা গ্রহনযোগ্য নয়।লেখা অন্য কোথাও প্রকাশ, ছাপা করতে চাইলে লেখকের সম্মতি নিতে হবে। লেখকের ইমেল - [email protected]

ফকির ইলিয়াস

এই ব্লগের সকল মৌলিক লেখার স্বত্ত্ব লেখকের।এখান থেকে কোনো লেখা লেখকের অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ, ছাপা, অনুলিপি করা গ্রহনযোগ্যনয়। তা সৃজনশীল কাজের পরিপন্থী। লেখা অন্য কোথাওপ্রকাশ, ছাপা করতে চাইলে লেখকের সম্মতি নিতে হবে। লেখকের ইমেল - [email protected]

ফকির ইলিয়াস › বিস্তারিত পোস্টঃ

রোদবৃষ্টির রোজনামচা -১

২৩ শে অক্টোবর, ২০০৭ রাত ৮:২২

কে রক্ষা করে কার স্বার্থ

=============

এক শীতের বিকেল। চুটিয়ে আড্ডা দিচ্ছি আমরা কজন কবি।

নিউইয়র্কের গ্রিণীচ ভিলেজ। আড্ডার মধ্যমনি প্রখ্যাত মার্কিন কবি

ডব্লিউ এস মারউইন। তাকে ঘিরে অনেক কথা। জিগ্গাসা করলাম

একজন কবি হিসেবে আপনি কখন হতবাক হয়ে যান? কবি বললেন-

যখন বুঝতে পারিনা সমাজে , রাষ্ট্রে, কে কার স্বার্থ রক্ষা করছে ।

তার কথা আমাকে ভাবায়। এর কদিন আগে আমি সৈয়দ শামসুল

হকের ''বিম্বিত পংক্তিগুলো'' পড়ে শেষ করেছি। সৈয়দ হক ভূমিকায় বলেছেন , বিভিন্ন গুণী ভিনভাষী কবিদের কবিতগুলো তিনি নিজের মতো করে রূপান্তর করেছেন। হাঁ, পংক্তি -প্রকৃতিকে নিজের মতো করে দেখা যায়। কিন্তু একটি রাষ্ট্রের সংবিধানকে

নিজের মতো করে ম্যানেজ করা যায় না। তবে যদি কেউ করে ফেলে!!! তাহলে রাষ্ট্রের দশা কি হয় , এর উদাহরণ এখন বিশ্বে

অনেক।



বন্ধু সাংবাদিক বললেন

============

ঢাকার এক জাদরেল সাংবাদিক নিউইয়র্কে এসেছেন। আমরা ঘুরছি সারাদিন। সন্ধ্যায় তিনি গাড়ী থেকে নেমে যাবার সময়

আরেক সাংবাদিককে বললেন, .......ভাই , আপনার অর্ডার করা

বস্তুটি গাড়ীতেই রইলো। নিজের মতো করে কাজে লাগিয়ে দেবেন! আমি আগ্রহী হই । বস্তুটি কি? উত্তর আসে বাংলাদেশের

সংবিধান। বলি , নিজের মতো করে কাজে লাগানো যায় নাকি!

তিনি বলেন, অনেক শাসকই তো লাগিয়েছেন মনগড়া ভাবেই।

চুপ হয়ে যাই।

এটা লজ্জাজনক, একটি দেশে খুনী, ধর্ষক, চোরাচালানীরা শাসকদের মদদ পায়। সমাজকল্যান মন্ত্রনালয় থাকার পরও

কোনো হাসপাতালে ,স্কুল , কলেজে ''সোশাল ওয়ার্কার'' এর

মতো কর্মী তৈরী করে সামাজিক সেবাপ্রদান করা হয় না।গড়ে

তোলা হয় না সামাজিক প্রতিরোধ ।

ধর্ষনকারীকে আইনী বিচারের আওতায় আনা যায় না! কেনো

যায়না? তবে কি রাষ্ট্রই এদের পৃষ্টপোষক ??????

এ দেশে প্রজন্ম দাঁড়াবে কি করে ?



সময়টা এখন জেনারেলদের

===============

মার্কিনী (অব) জেনারেল কলিন পাওয়েল । তার একটা বইয়ের

প্রমোশন উপলক্ষে নিউইর্কের ফিফথ এভিন্যু'র বার্নস এন্ড নবলস- এ এসেছেন । খদ্দের লাইন থেকে তাকে নানা প্রশ্ন করা

হচেছ। এক সময় মি পাওয়েল হেসে হেসে বললেন, 'সময়টা এখন জেনারেলদের।' তাকে প্রশ্ন করি , তা কিভাবে ? তিনি

আবারো হেসে বলেন ,তা তো দেখছেন ই ! গোটা বিশ্বে কিভাবে

যুদ্ধের দামামা। বলি, তবে কি মি বুশ ও জেনারেল? তিনি হেসে

বলেন , তিনি আমাদের কমান্ডার-ইন -চীফ ।

হাঁ, তা তো বটেই! বুশ বলেছেন , তৃতীয় বিশ্ব যদি লেগেই যায় , তবে এর জন্য দায়ী থাকবে ইরান। কি হাস্যকর জবানী !

ভেবে খুব অবাক (নাকি হতাশ ) হই । আসলেও ,কে কার

স্বার্থ রক্ষা করছে , বলা খুব কঠিন। সর্বত্র । যুদ্ধে। দেশে।

বিদেশে। এমন কি এই সামহোয়ার ইন ...ব্লগে ও ।









মন্তব্য ১০ টি রেটিং +৬/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৩ শে অক্টোবর, ২০০৭ রাত ৮:২৮

মানুষ বলেছেন: লেখা ভাল লেগেছে।

২| ২৩ শে অক্টোবর, ২০০৭ রাত ৮:২৯

রাশেদ বলেছেন: লেখা ভাল লেগেছে।

৩| ২৩ শে অক্টোবর, ২০০৭ রাত ৮:৩১

বিহঙ্গ বলেছেন: মানুষে মানুষে ভালোবাসারও শেষ নেই
মানুষে মানুষে ঘৃনার ও শেষ নেই।৫

৪| ২৩ শে অক্টোবর, ২০০৭ রাত ৮:৩৫

ডক্টর অব সাইমুম=শিলা, সারোয়ার=শাপলা, চতুরভুজ=হিজলা বলেছেন: একমত নই। স্বার্থ না থাকলে দুনিয়া আগাবে কেমনে? কিছু যুদ্ধের প্রয়োজন আচে, আমাদের দেশের স্বাধিনতা যুদ্ধের দরকার ছিল। ২য় বিশ্ব যুদ্ধের দরকার ছিল। ভিয়েতনাম ওয়ান না হলে পুর্ব এশিয়া কমিউনিজম আটকানো যেতোনা। আর কোরিয়ান ওয়ার না হলে কোরিয়া এবং জাপান চীনের অন্গ রাজ্য হতো

৫| ২৩ শে অক্টোবর, ২০০৭ রাত ৯:১৩

শিলা বলেছেন: ভালো লেগেছে। ৫।

৬| ২৩ শে অক্টোবর, ২০০৭ রাত ৯:২৯

লাল দরজা বলেছেন: কি নামে ডাকবো আপনাকে, নিশ্চই =/=/= ঐ সমস্ত আপনার নাম নয়। সে জন্যে কথা বলতে অসুবিধে হচ্ছে। অল্প কথায় সারছি, ৭১ আমরা যুদ্ধ চাইনি ৩০ লক্ষ মানুষ মেরে যুদ্ধ আমাদের ওপর চাপিয়ে দেয়া হয়ে ছিল। আমরা চেয়েছিলাম শুধু আমাদের ভোটের অধিকার, ওরা রাতের আধারে আমাদের হত্যা করে ছিল।
ভিয়েতনামের কথা বলছেন, মাফ চান ঐ আগুনে পোড়া দূর্বল ভিয়েতনামের শিশুটির কাছে এ অন্যায় বাক্য চ্চারনের জন্য। ঐ শিশুটি আপনাকে মাফ না করলে আল্লাহ ও মাফ করবেন না।
আর কমিউনিজম ঠেকিয়ে পৃথিবীকে কি দিতে পেরেছেন, তালেবানিজম! যার দোহাই দিয়ে নির্দিধায় প্রতিদিন মানবতা লুটহচ্ছে নতুন করে! আর কিছু বলার নাই।
ফকির ভাই আপনার বাড়ী এসে কিছু দুঃখের কথা বলে গেলাম মনে কিছু নেবেন না। আপনার লেখা পড়ি, ভালো লাগে। এই ব্লগে আপনাকে স্বাগতম।

*গুনের বিখ্যাত কবিতার অনুপ্রেরনায় সেই শৈশবের নরম মন নিয়ে চার লাইন লিখেছিলাম যা আজীবন বিশ্বাস করে যাবো। এ মুহূর্তে মনে পড়ছে আপনাদের জন্য লিখে রেখে গেলাম,

যুদ্ধ মানে মারামারি
যুদ্ধ মানে দ্বন্দ
যুদ্ধ মানে হানাহানি
ভালোবাসা বন্ধ।।

৭| ২৩ শে অক্টোবর, ২০০৭ রাত ৯:৫৩

ফকির ইলিয়াস বলেছেন: ধন্যবাদ সবাইকে। গণতন্ত্রে ভিন্নমতকে আমি শ্রদ্ধা করি, যদি হয় বিবেক প্রসূত।
আমি কলাম লিখি ,দৈনিক সংবাদ-এ প্রতি শুক্রবার।
ভোরের কাগজে শনিবার।আমার লেখার সম্মানিত
পাঠক-পাঠিকাকে বিনম্র শ্রদ্ধা, ভালোবাসা।

৮| ২৬ শে অক্টোবর, ২০০৭ রাত ১০:৩০

বিভাস চাকী বলেছেন: আপনার লেখা পড়ছি আর ভালো লাগছে।

৯| ০১ লা জুন, ২০১০ সকাল ৮:১৩

হুমায়রা হারুন বলেছেন: ভাল লাগলো সবসময়ের মতো।

০২ রা জুন, ২০১০ রাত ৮:০৪

ফকির ইলিয়াস বলেছেন: বিনীত ধন্যবাদ অনেক আগের লেখাটি পড়ার জন্য ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.