![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই ব্লগের সকল মৌলিক লেখার স্বত্ত্ব লেখকের।এখান থেকে কোনো লেখা লেখকের অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ, ছাপা, অনুলিপি করা গ্রহনযোগ্যনয়। তা সৃজনশীল কাজের পরিপন্থী। লেখা অন্য কোথাওপ্রকাশ, ছাপা করতে চাইলে লেখকের সম্মতি নিতে হবে। লেখকের ইমেল - [email protected]
ভোরের আলোতে ডুবে ছিল যে দোয়েল পাখিটা- তার গায়ে আবারও
হাত বুলাই।তেজি সূর্য উঠবে, তা আমি আগেই জানতাম। তাই খোলা
আকাশকে সাথী করে দাঁড়িয়েছিলাম অনেকটা নিম্নস্বরেই। একা।
মাঝে মাঝে আমার দাঁড়াতে খুব ইচ্ছে করে। বসে থাকলে নিজেকে
অলস মনে হয়। অকেজো ইস্পাতের মতো ভারী মনে হয় খুব।অথচ
মানব জীবনে ওজনদার হবার কথা ছিল আমার- ভারী নয়।
দ্বিখন্ডিত দায়গুলোকে জোড়া লাগাতে লাগাতে 'ওজন' ও 'ভার'- এর
পার্থক্য খুঁজি। সামনেই শাহবাগ। ভেবেছি, খাঁচায় যে দোয়েল পাখিটা
এতোদিন আমার কাছে বন্দী ছিল- তাকে শাহবাগেই ছেড়ে দেবো।
পাখিটা উড়বে। যেমন পত পত করে উড়ে আমাদের পাতাকা।
যেমন করে পৃষ্টার পর পৃষ্টা ওল্টায় নবীন পাঠক, ঠিক সেভাবেই
শাহবাগের বইয়ের দোকানগুলো নেমে আসবে রাজপথে,
আর বলবে- দাঁড়াও মানুষ।সবগুলো অক্ষর সাথে নিয়েই আমরা
আজ মিশে যাবো তোমাদের সাথে।
©somewhere in net ltd.
১|
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৬
দায়িত্ববান নাগরিক বলেছেন: অসাধারন!