নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলোর আয়না এই ব্লগের সকল মৌলিক লেখার স্বত্ত্ব লেখকের।এখান থেকে কোনো লেখা লেখকের অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ, ছাপা, অনুলিপি করা গ্রহনযোগ্য নয়।লেখা অন্য কোথাও প্রকাশ, ছাপা করতে চাইলে লেখকের সম্মতি নিতে হবে। লেখকের ইমেল - [email protected]

ফকির ইলিয়াস

এই ব্লগের সকল মৌলিক লেখার স্বত্ত্ব লেখকের।এখান থেকে কোনো লেখা লেখকের অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ, ছাপা, অনুলিপি করা গ্রহনযোগ্যনয়। তা সৃজনশীল কাজের পরিপন্থী। লেখা অন্য কোথাওপ্রকাশ, ছাপা করতে চাইলে লেখকের সম্মতি নিতে হবে। লেখকের ইমেল - [email protected]

ফকির ইলিয়াস › বিস্তারিত পোস্টঃ

হে আগুন সাক্ষী থেকো

০৪ ঠা মার্চ, ২০১৩ ভোর ৪:৪৯





হে আগুন সাক্ষী থেকো, যে তুমি পুড়িয়েছো আমার বোন

শিখা রাণীর শাঁখা,আর আমার ভাই জগৎ জ্যোতির পাঁজর

ছিনিয়ে নিয়েছো তুমি - হে কিরিচ,

সাক্ষী থেকো তুমিও - যেমনটি দেখেছিলে একাত্তর সালে।



হে আগুন সাক্ষী থেকো, যে তুমি পুড়িয়েছো পরিমল কান্তির

ভিটে, আর তার বৃদ্ধ বাবা কাঁদতে কাঁদতে

বলেছেন- ' আমাকে তোমরা মেরো না '



শোনে নি হায়েনার দল। ওরা হুংকার দিয়ে হামলে পড়েছে

এই বাংলায়- কাঁপিয়ে দিয়েছে এই বসন্তে কোকিলের কন্ঠস্বর।



আমরা একটি অসাম্প্রদায়িক স্বদেশ চেয়েছিলাম।

'দ্বিজাতিতত্ত্ব' আর ধর্মীয় তমদ্দুনের দোহাই দিয়ে যারা

একদিন 'রায়ট' করেছিল, আমরা মুছে দিতে চেয়েছিলাম

ওদের নাম নিশানা। আর বলেছিলাম-

পতাকা বহনের শক্তি দাও প্রভু।



হে আকাশ সাক্ষী থেকো, যে তুমি ছায়া দিয়েছো

বাস্তুহারা শিশুদেরে- যারা জানে না কী তাদের অপরাধ

কেন হারাতে হচ্ছে নিজেদের ঘরবাড়ি।



আমি জানিয়ে রাখি- হে আগুন, হে আকাশ

তোমাদেরকে একদিন সাক্ষী দিতেই হবে,

যারা লুট করছে আমার জনপদ, হিসেব তাদেরকে

দিতেই হবে। দেখো, বিচারের দাবী নিয়ে এই প্রজন্ম

ক্রমশ ছুটে আসছে........ ছুটে আসছে..................

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা মার্চ, ২০১৩ ভোর ৫:০৫

বাকাট্টা বলেছেন: কোন মুসলমান কি আগুনকে স্বাক্ষী রাখতে পারে?

০৪ ঠা মার্চ, ২০১৩ ভোর ৫:২৭

ফকির ইলিয়াস বলেছেন: কেন নয় ?

২| ০৪ ঠা মার্চ, ২০১৩ ভোর ৫:১০

ধীবর বলেছেন: ভাইজান, এই কোবতে টা আনন্দবাজারের ছাপান। আপনার থিমের সাথে ইন্ডিয়ান সাম্প্রদায়িক জাতি গোষ্ঠির অনেক মিল আছে। এটা পড়ে যদি ওদের বোধদয় হয়।

০৪ ঠা মার্চ, ২০১৩ ভোর ৫:২৭

ফকির ইলিয়াস বলেছেন: নব্য রাজাকার রা তাই বলে ......

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.