![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই ব্লগের সকল মৌলিক লেখার স্বত্ত্ব লেখকের।এখান থেকে কোনো লেখা লেখকের অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ, ছাপা, অনুলিপি করা গ্রহনযোগ্যনয়। তা সৃজনশীল কাজের পরিপন্থী। লেখা অন্য কোথাওপ্রকাশ, ছাপা করতে চাইলে লেখকের সম্মতি নিতে হবে। লেখকের ইমেল - [email protected]
কেশের কুশল জানতে চাই। বলি- এলোকেশী, কালোই তোমার দেশ !
না- বলে মুখ ফিরিয়ে নাও তুমি। বলো- চাঁদেই ছড়িয়ে দিতে চাই
এই ঘন অন্ধকার। আমি হেসে উঠি
চাঁদকেও চুল দিয়ে সাজানো যায়, তা আমার জানা ছিল না।
তবে এটা জানা ছিল,
কেশবপুর যাবার উদ্দেশে আমরা যে রাতে হাত ধরাধরি করে
ক্বীনব্রীজ পেরিয়েছিলাম, সে রাতে পুনর্বার ঝলসে উঠেছিল
সুরমা'র জল।আর নক্ষত্রগুলো ছুটেছিল আমাদের পিছু পিছু।
২| ১১ ই জুলাই, ২০১৩ দুপুর ১:৫০
অপূর্ণ রায়হান বলেছেন: +++++++++++++++
৩| ১১ ই জুলাই, ২০১৩ দুপুর ২:৫৩
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: ভাল লাগলো
৪| ১১ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:০৩
বটের ফল বলেছেন: একগুচ্ছ প্লাস।
+++++++++
হাবিব কবি ভাইয়ের সাথে সহমত পোষন করছি।
৫| ১১ ই জুলাই, ২০১৩ রাত ৯:৫১
এরিস বলেছেন: চাঁদেই ছড়িয়ে দিতে চাই
এই ঘন অন্ধকার।
বাহ!! খুব সুন্দর লিখেছেন তো!!
আরেকটু বড় হলে ভালো হতো, অবশ্য এইটুকু ছোট্ট কবিতায়ও ভাবের গভীরতা কম নয় মোটেও।
ভালোলাগা জানিয়ে গেলাম। অনুসরণ করলাম।
৬| ১২ ই জুলাই, ২০১৩ রাত ৩:০৫
আফসিন তৃষা বলেছেন: দারুণ একটা দৃশ্য ফুটে উঠলো কবিতাটা পড়তে গিয়ে। ছোট্ট করে গুছিয়ে মনের কথা প্রকাশ করার মুনশিয়ানা ভালো লেগেছে। শুভকামনা
৭| ১২ ই জুলাই, ২০১৩ রাত ৮:৩৪
ফকির ইলিয়াস বলেছেন: পড়ার জন্য সবাইকে অশেষ ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১১ ই জুলাই, ২০১৩ সকাল ১১:৩৯
হাবিব কবি বলেছেন: ফকির ইলিয়াস ভাই, আপনার কবিতায় 'পরাবাস্তবতা' প্রবল।