![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই ব্লগের সকল মৌলিক লেখার স্বত্ত্ব লেখকের।এখান থেকে কোনো লেখা লেখকের অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ, ছাপা, অনুলিপি করা গ্রহনযোগ্যনয়। তা সৃজনশীল কাজের পরিপন্থী। লেখা অন্য কোথাওপ্রকাশ, ছাপা করতে চাইলে লেখকের সম্মতি নিতে হবে। লেখকের ইমেল - [email protected]
অক্টোবরের আলো বুকে দাঁড়িয়ে থাকে রোববারের দুপুর। মেঘাচ্ছন্ন মন
এর আগেও তোমাকে ভেবেছিল- আর বলেছিল, আবার কি দেখা হবে-ঋতু!
জানি অনেক পদছাপই আর খুঁজে দেখা হয় না। অনেক রোদ কেবলই
ঝরে পড়ে গাঁয়ের ওপারে। একটা প্রজাপতি গোটা বিকেলের গায়ে
তার আহ্লাদের ছবি ছড়াতে ছড়াতে আরামে ঘুমায়।
আমি বিনিদ্র রাত ভালোবাসি। ভালোবাসি আকাশের দিকে তাকিয়ে
পুনরায় দেখে নিতে তোমার বাহু। যে বাহু একদিন এই মৃত্তিকার মন
ছুঁয়ে কুড়িয়েছিল পাতা, হলুদ পাতার ধ্বনি।
আমার নগরে এখনও অক্টোবর এলেই পাতাপতন শুরু হয়। পাতার
বুক চিরে হেঁটে যায় অনেকগুলো পা।
আমি পায়ের দিকে তাকাই। দেখি আমার প্রিয় জীবনও খুব সন্তর্পণে
হেঁটে যাচ্ছে তোমার রেখে যাওয়া এ্যলবামের পাতা দেখে দেখে।
২| ০৭ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:১৩
একজন সৈকত বলেছেন: "অক্টোবরের আলো বুকে দাঁড়িয়ে থাকে রোববারের দুপুর। মেঘাচ্ছন্ন মন
এর আগেও তোমাকে ভেবেছিল- আর বলেছিল, আবার কি দেখা হবে-ঋতু!" ............
"দেখি আমার প্রিয় জীবনও খুব সন্তর্পণে
হেঁটে যাচ্ছে তোমার রেখে যাওয়া এ্যলবামের পাতা দেখে দেখে।"
............
অনেক সুন্দর...অনেক ভালো লাগা!
©somewhere in net ltd.
১|
০৭ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:০৬
স্বপ্নবাজ অভি বলেছেন: খুব চমৎকার !